ETV Bharat / bharat

ব্যবসায়ীর বাড়ি থেকে লুট হওয়া 6.5 কেজি সোনা উদ্ধার ওড়িশা পুলিশের - ওড়িশা পুলিশ

লকার ভেঙে কোটি টাকার সোনার গয়না ও আলমারি থেকে নগদ কয়েক লাখ টাকা চুরি করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে দুটি মোবাইল ও CCTV-র DVR নিয়ে চম্পট দেয় তারা।

Odisha police
Odisha police
author img

By

Published : Nov 12, 2020, 8:24 AM IST

ব্রহ্মপুর, 11 নভেম্বর : ব্রহ্মপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া 6.5 কেজি ওজনের সোনার গয়না এবং নগদ 4.44 লাখ টাকা উদ্ধার করল ওড়িশা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার গঞ্জাম জেলায় অভিযান চালিয়ে লুট হওয়া সামগ্রীগুলো উদ্ধার করা হয় । এই ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনায় প্রধান অভিযুক্ত ঘনশ্যাম বেহেরা ওরফে কালিয়া(30)। ওড়িশার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা। গঞ্জাম জেলার পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুরেন্দ্রকুমার নায়ক(52) 13 অক্টোবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, 12 অক্টোবর রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। লকার ভেঙে কোটি টাকার সোনার গয়না ও আলমারি থেকে নগদ কয়েক লাখ টাকা চুরি করে। সেই সঙ্গে দুটি মোবাইল ও CCTV-র DVR নিয়ে চম্পট দেয়।

অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুরেন্দ্রকুমার নায়কের কম্পানিতে কর্মরত তাঁর সহযোগী অমিত বেহেরার থেকে লকার থাকা সোনার গয়নার তথ্য পায় কালিয়া। সমস্ত তথ্য জোগাড় করার পর কালিয়া ডাকাতির ছক কষতে শুরু করে। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তিনবার ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল কালিয়া। কিন্তু বিশেষ লাভ হয়নি। কিন্তু 12 অক্টোবর ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে তারা সক্ষম হয় । ইতিমধ্যেই সকল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রহ্মপুর, 11 নভেম্বর : ব্রহ্মপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে চুরি যাওয়া 6.5 কেজি ওজনের সোনার গয়না এবং নগদ 4.44 লাখ টাকা উদ্ধার করল ওড়িশা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশার গঞ্জাম জেলায় অভিযান চালিয়ে লুট হওয়া সামগ্রীগুলো উদ্ধার করা হয় । এই ঘটনায় 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

এই ঘটনায় প্রধান অভিযুক্ত ঘনশ্যাম বেহেরা ওরফে কালিয়া(30)। ওড়িশার গঞ্জাম জেলার পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা। গঞ্জাম জেলার পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুরেন্দ্রকুমার নায়ক(52) 13 অক্টোবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি লেখেন, 12 অক্টোবর রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। লকার ভেঙে কোটি টাকার সোনার গয়না ও আলমারি থেকে নগদ কয়েক লাখ টাকা চুরি করে। সেই সঙ্গে দুটি মোবাইল ও CCTV-র DVR নিয়ে চম্পট দেয়।

অভিযোগে ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুরেন্দ্রকুমার নায়কের কম্পানিতে কর্মরত তাঁর সহযোগী অমিত বেহেরার থেকে লকার থাকা সোনার গয়নার তথ্য পায় কালিয়া। সমস্ত তথ্য জোগাড় করার পর কালিয়া ডাকাতির ছক কষতে শুরু করে। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও তিনবার ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা করেছিল কালিয়া। কিন্তু বিশেষ লাভ হয়নি। কিন্তু 12 অক্টোবর ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে তারা সক্ষম হয় । ইতিমধ্যেই সকল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.