ভুবনেশ্বর, 2 জুন : করোনার ভ্যাকসিন নিয়ে ভারত সরকারের একটি কেন্দ্রীয় নীতি থাকা উচিত ৷ এমনটাই মনে করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷ কিন্তু এটা কি তাঁর একার মত ! নাকি দেশের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাঁর সঙ্গে সহমত পোষণ করেন ?
এই বিষয়টি জানতে চান নবীন ৷ তাই তিনি দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এই বিষয়ে ৷ কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছেন তিনি ৷
বুধবার এই কথা জানিয়েছেন স্বয়ং নবীন পট্টনায়ক ৷ ওড়িশার মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন রাজ্য এখন করোনার ভ্যাকসিন নিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ তাই তিনি মনে করছেন যে করোনার ভ্যাকসিন নিয়ে ভারত সরকারের একটি কেন্দ্রীয় নীতি থাকা উচিত ৷
আরও পড়ুন : অবসরের পর সরকারি কর্মচারীদের মত প্রকাশে রাশ টানতে কেন্দ্রের নয়া নির্দেশিকা
তাঁর কথায়, যতক্ষণ না সমস্ত রাজ্যে যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, ততক্ষণ কেউই সুরক্ষিত নন ৷ তাই তিনি এই দাবি তুলেছেন ৷ এখন দেখার দেশের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বিষয়ে কী মত পোষণ করেন ৷