নয়াদিল্লি, 16 মার্চ: মাদার টেরেসা, কৈলাশ সত্যার্থীর পর কি এবার নরেন্দ্র দামোদরদাস মোদি ? দেশের প্রধানমন্ত্রীর ঝুলিতে আসতে চলেছে নোবেল শান্তি পুরস্কার ? জল্পনা ছড়িয়েছে নরওয়ে নোবেল কমিটির ডেপুটি অ্যাশলে টোজোর একটি মন্তব্যে । একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তিনি (Nobel committee deputy leader Asle Toje praises PM Modi) ।
গত একবছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । সেই প্রসঙ্গেই রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছে বার্তা গিয়েছিল নরেন্দ্র মোদির তরফে । পুতিনকে মোদি বলেছিলেন, 'এটা যুদ্ধের সময় নয়' । প্রধানমন্ত্রীর এহেন ভূমিকাতেই প্রশংসায় মেতেছেন অ্যাশলে তোজো । তিনি জানিয়েছেন, বিশ্ব সবে করোনা পর্ব কাটিয়ে উঠেছে । অতিমারি পরবর্তী-পর্বে একাধিক সমস্যায় রয়েছে দেশগুলি । সে সময় একটি শক্তিধর রাষ্ট্রপ্রধানের তরফে এহেন উক্তি যথেষ্ঠ সদর্থক বার্তা বহন করে ।
তোজো বলেন, "আমি নরওয়েজিয়ান নোবেল কমিটির ডেপুটি লিডার হিসেবে এদেশে আসিনি । এখানে এসেছি আন্তর্জাতিক শান্তি ও বোঝাপড়ার একজন পরিচালক এবং ভারতের একজন বন্ধু হিসেবে । মহাত্মা গান্ধি বলেছেন, আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন সমানভাবে প্রয়োজনীয় । আপনি যে পরিবর্তন দেখতে চান, করতে চান তা বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই সম্ভব ।"
একই সঙ্গে তোজো জানিয়েছেন, আগামী নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের জন্য বহু নাম তাদের ভাবনায় রয়েছে । সেই তালিকায় রয়েছে একাধিক রাষ্ট্রপ্রধানের নামও । তারপরেই তাঁর সংযোজন, "নরেন্দ্র মোদির প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি । ভারতের মতো মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিশ্ব শান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন ।"
প্রসঙ্গত, এর আগে ভারতে নোবেল এসেছে 12 বার । ব্রিটিশ শাসিত ভারতের নাগরিক হিসেবে নোবেল পান রোনাল্ড রস, রুদইয়ার্ড কিপলিং । এদেশের নাগরিক হিসেবেই নোবেল জিতেছেন মাদার টেরেসা । অন্যদিকে, মোদির ঝুলিতে রয়েছে অর্ডার অফ আবদুল আজিজ আল সৌদ, গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড-সহ দেশ-বিদেশের একাধিক সম্মান জিতেছেন তিনি । এবার তাঁর মুকুটে নোবেল শান্তি পুরস্কার নয়া পালক হিসেবে ধরা দেবে কি না, তা জানতেই উৎসুক দেশের নাগরিকরা ।
আরও পড়ুন: 9 বছরে নারীর ক্ষমতায়ন থেকে নারীর নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়েছে ভারত, দাবি প্রধানমন্ত্রীর