নালন্দা (বিহার), 3 এপ্রিল: অশান্ত এবং হিংসা প্রবণ অংশে উত্তেজনা থাকলেও 'পরিস্থিতি নিয়ন্ত্রনে' আছে বলে জানাল বিহার পুলিশ। নালন্দা জেলায় সংঘর্ষ শুরু হওয়ার তৃতীয় দিনে রাজ্য় প্রশাসন বিহারশরিফ, নালন্দা জেলার সদর শহর এবং রাজ্যের অন্যান্য হিংসা-প্রবণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলেও দাবি । পাশাপাশি অশান্ত এলাকাগুলি পরিদর্শন করেন বিহার পুলিশের ডিজিপি আরএস ভাট্টি ৷
রবিবার সন্ধ্যায় রাজ্য়ের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে নালন্দা যান বিহার পুলিশের ডিজিপি ৷ এরপর আধিকারিকদের সঙ্গে নিয়ে বিহারশরিফের ক্ষতিগ্রস্থ স্থানগুলি পরিদর্শন করেন ভাট্টি । তিনি বলেন, "হিংসার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না ।" পাশাপাশি এদিন গগন দিওয়ান মসজিদ কেন্দ্রও পরিদর্শন করেন তিনি ৷ পুলিশের দাবি, এই এলাকা থেকেই প্রথম সংঘর্ষ শুরু হয়। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে এবং সংঘর্ষ রুখতে 9 কোম্পানি আধা-সামরিক বাহিনী এবং মাউন্টেড পুলিশের একটি দলকেও এদিন বিহারশরিফে মোতায়েন করা হয় ৷
নালন্দা সার্কিট হাউসে এদিন দিনভর জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেন ডিজিপি । এছাড়াও, জালা প্রশাসনের কাছ থেকে প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নেন তিনি। পাশাপাশি সার্কিট হাউসেই রাম নবমীর মিছিলে সংঘর্ষের জেরে গ্রেফতার হওয়া অভিযুক্তদেরও বেশ কিছু প্রশ্ন করেন তিনি। এই সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য় বিচার বিভাগীয় ম্য়াজিস্ট্রেটও । নালন্দার এসপি অশোক মিশ্র জানিয়েছেন, এখনও পর্যন্ত 80 জনকে এই সংঘর্ষের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অপরাধে আটক করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, হিংসার বলি এখনও পর্যন্ত একজন এবং 14 জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, কঠোরভাবে জেলা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে । প্রশাসন মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণেরও ঘোষণা করেছে ।
-
Bihar | State Government has extended the suspension of internet services till April 4 in the Nalanda district following violence during Ram Navami festivities pic.twitter.com/Bn6Me13nLt
— ANI (@ANI) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Bihar | State Government has extended the suspension of internet services till April 4 in the Nalanda district following violence during Ram Navami festivities pic.twitter.com/Bn6Me13nLt
— ANI (@ANI) April 2, 2023Bihar | State Government has extended the suspension of internet services till April 4 in the Nalanda district following violence during Ram Navami festivities pic.twitter.com/Bn6Me13nLt
— ANI (@ANI) April 2, 2023
আরও পড়ুন: এক্সপ্রেস ট্রেনে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে দেওয়া হল শিশু-সহ তিনযাত্রীকে
অন্য়দিকে, পাহাড়পুরা মহল্লায় গুলিবিদ্ধ হয়ে গুলশানের মৃত্যুর পর এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ৷ দেহ এখনও পটনার পিএমসিএইচে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, গুলশান কুমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। গুলশান কুমারের বাবা রবীন্দ্র প্রসাদ পাহাড়পুরা বিহার থানা এলাকার বাসিন্দা। পুলিশ কমিশনার কুমার রবি এবং ডিআইজি রাকেশ কুমারকে পরিবেশ শান্ত না হওয়া পর্যন্ত বিহার শরীফে একটানা ক্যাম্প করে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, এটিএস এসপি সঞ্জয় কুমার সিংকে নালন্দার অতিরিক্ত পুলিশ সুপার পদে বসানো হয়েছে। পুলিশ কমিশনার কুমার রবি জানান, বিহার শরীফের প্রতিটি ওয়ার্ডে ছয় জনের একটি করে কমিটি গঠন করা হয়েছে, যা শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়তা করবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মণীশ কুমার ভার্মা।