প্রয়াগরাজ, 16 অক্টোবর: নিঠারি হত্যা মামলার দুই মূল অভিযুক্তকে বেকসুর খালাস করল এলাহাবাদ হাইকোর্ট ৷ সোমবার আদালত জানিয়েছে, 12টি মামলায় নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছেন অভিযুক্ত সুরিন্দর কোহলি ৷ আর দুটি মামলায় নির্দোষ হিসেবে পাওয়া গিয়েছে সুরিন্দরের সঙ্গে অভিযুক্ত মনিন্দর সিং-কে ৷
এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি এসএএইচ রিজভির নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে ৷ আদালতের মতে, অভিযুক্ত সুরিন্দর কোহলির বিরুদ্ধে যে 12টি মামলায় অভিযোগ আনা হয়েছে, সেই মামলাগুলিতে তিনি নির্দোষ হিসেবে প্রমাণিত হয়েছেন ৷ আর তাঁর সহ-অভিযুক্ত মনিন্দর সিং পান্ধের তাঁর বিরুদ্ধে আনা দুটি মামলায় নির্দোষ বলে প্রমাণিত হয়েছেন । এই রায়ের ফলে দুই আসামিরই মৃত্যুদণ্ড স্থগিত হয়ে গেল ।
সবচেয়ে কুখ্যাত ফৌজদারি তদন্তগুলির মধ্যে অন্যতম এই নিঠারি হত্যা মামলা ৷ নয়ডায় মনিন্দর সিংয়ের বাসভবনে এবং তার আশপাশের এলাকা থেকে একাধিক মানব দেহাবশেষ পাওয়া গিয়েছিল ৷ হত্যাকাণ্ডগুলি 2005 থেকে 2006 সালের মধ্যে ঘটেছিল বলে জানা যায় এবং 2006 সালের ডিসেম্বরে নিঠারিতে মনিন্দর সিং কোহলির গ্রামের বাড়ির কাছে একটি নর্দমায় প্রচুর কঙ্কাল পাওয়া গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে । পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরে, কোহলি এবং তাঁর নিয়োগকর্তা পান্ধেরকে হেফাজতে নেয় পুলিশ ।
আরও পড়ুন: নিঠারি হত্য়া মামলায় সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দিল আদালত
কোহলির বিরুদ্ধে মোট 16টি মামলা দায়ের করা হয়েছিল এবং তার মধ্যে 12টিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে । মামলার ভয়াবহ গতিবিধি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল ৷ কোহলি এবং পান্ধেরকে গ্রেফতারের পর তাঁদের দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত ।