ETV Bharat / state

কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা দিতে চলেছে সরকার, কবে ঢুকবে অ্যাকাউন্টে? - KRISHAK BANDHU SCHEME

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেতের অপেক্ষা ৷ এরপরেই 1 কোটি 8 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ।

Krishak Bandhu scheme
চলতি মাসের শেষেই মিলতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2024, 8:17 PM IST

কলকাতা, 18 নভেম্বর: চলতি মাসের শেষেই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার । মূলত খরিফ ও রবি মরশুমে দু'বার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় ৷ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে । এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের । ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর এই টাকা দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে । এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দফতর । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে ।

2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন । রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য, কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া । এই প্রকল্পে বছরে সাধারণত দু'দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় ।

জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10 হাজার, সর্বনিম্ন 4 হাজার টাকা করে পান । যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা বছরে একর প্রতি 10 হাজার টাকা পাবেন । যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা একর প্রতি 4 হাজার টাকা করে পাবেন ।

খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় । অন্যদিকে, রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় । গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে এ বছর রবি মরশুমের জন্য 2900 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর । এক্ষেত্রে 1 কোটি 8 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা । অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের । খারিফ মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে 2916 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল ।

কলকাতা, 18 নভেম্বর: চলতি মাসের শেষেই কৃষক বন্ধু প্রকল্পের শেষ কিস্তির টাকা ছাড়তে পারে রাজ্য সরকার । মূলত খরিফ ও রবি মরশুমে দু'বার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হয় ৷ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় রাজ্য ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই খরিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে । এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের । ইতিমধ্যেই রাজ্যের অর্থ দফতর এই টাকা দেওয়ার বিষয় প্রস্তুতি নিয়েছে । এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দফতর । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে ।

2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন । রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য, কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া । এই প্রকল্পে বছরে সাধারণত দু'দফায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় ।

জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10 হাজার, সর্বনিম্ন 4 হাজার টাকা করে পান । যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা বছরে একর প্রতি 10 হাজার টাকা পাবেন । যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে, তাঁরা একর প্রতি 4 হাজার টাকা করে পাবেন ।

খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় । অন্যদিকে, রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় । গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ।

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, তাতে এ বছর রবি মরশুমের জন্য 2900 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর । এক্ষেত্রে 1 কোটি 8 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এই টাকা । অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতের । খারিফ মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে 2916 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.