ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ সন্ধে 7 টা
টপ নিউজ় @ সন্ধে 7 টা
author img

By

Published : Apr 26, 2021, 7:07 PM IST

1.হুইল চেয়ারে বসেই ভোট মমতার, দেখালেন ভি চিহ্ন

হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি ।

2.অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

অনুব্রতকে সিবিআই তলব করেছে ৷ কিন্তু ভোটের মধ্যে তাঁকে সেখানে না যাওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয় ৷

3.এনামুলকে জেরায় অনুব্রতের নাম উঠে আসতেই তলব সিবিআইয়ের

জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামুলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য মেলে সিবিআই অফিসারদের হাতে । উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামও ।

4.অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

রাজধানীতে অক্সিজেন সরবরাহ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে টানাপোড়েন তুঙ্গে কেন্দ্রের ৷ যার জেরে ভুগতে হচ্ছে অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্সকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে এমনটাই দাবি করেছেন সংস্থার আইনজীবী ৷

5.সায় দিল না শরীর, ভোট দেওয়া হল না বুদ্ধবাবুর

প্রত্যেকবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভোট দিতে যেতেন বুদ্ধদেববাবু ৷ কিন্তু, এখন ছবিটা আলাদা ৷ আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শুধুমাত্র বেরোতে দেখা গেল বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ৷

6.সরকারে এসে কলকাতাই হবে ইকোনমিক হাব, আশ্বাস নাড্ডার

বিজেপি সরকার গঠন করলে কলকাতাই হবে ইকোনমিক হাব । বেকার যুবক-যুবতিদের চাকরির সুযোগ বাড়বে । বঙ্গভোটের নির্বাচনী প্রচার শেষে আশ্বাস জে পি নাড্ডার ।

7.কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির

কোভিড মোকাবিলায় কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়েই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার নিজেই টুইট করে সেকথা জানান তিনি ৷ পরে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করে প্রধানমন্ত্রীর দফতর ৷

8.তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার

ভোটার তালিকায় নাম থাকলেও, নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিট’ শব্দটি ৷ আর সেই কারণেই ভোট দেওয়া হল না দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার তপন পালের ৷ গোটা ঘটনায় রীতিমতো হতাশ তিনি ৷

9.মে মাসের মাঝামাঝি করোনা সংক্রমণ পৌঁছতে পারে 48 লক্ষে, দাবি আইআইটির বিজ্ঞানীদের

সোমবার সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 28.13 লক্ষ ৷ আর গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.52 লক্ষ ৷ ফলে ওই বিজ্ঞানী যে হিসেব দেখাচ্ছেন তাতে আগামী 20 দিনের মধ্যে ভারতে করোনার আক্রান্তের সংখ্যা আরও 10 থেকে 20 লক্ষ বেড়ে যাবে ৷ আর আগামী 10 দিনের মধ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 1 লক্ষ বৃদ্ধি পাবে ৷

10.অক্সিজেন চাই, তাই চার মাসের জন্য স্টারলাইটকে প্ল্যান্ট চালু করার অনুমতি

তামা উৎপাদন নিয়ে স্থানীয়দের প্রতিবাদের জেরে বন্ধ হয়ে যায় তুতিকোরিনে স্টারলাইট প্ল্যান্ট ৷ সম্প্রতি বেদান্ত গ্রুপ অক্সিজেন উৎপাদনের স্বার্থে প্ল্যান্টটি ফের চালু করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ সেই রায় বেরবার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী চার মাসের জন্য প্ল্যান্ট চালুর ছাড়পত্র দিল ৷

1.হুইল চেয়ারে বসেই ভোট মমতার, দেখালেন ভি চিহ্ন

হেঁটে ভোট দিতে যাওয়ার উপায় ছিল না এবার । তাই কমিশনের তরফে তাঁর বুথে প্রবেশের জন্য করা হয়েছিল বিশেষ ব়্যাম্পের ব্যবস্থা । সেই ব়্যাম্পের উপর দিয়েই হুইল চেয়ারে বসে মিত্র ইনস্টিটিউশনের বুথে প্রবেশ করেন তিনি ।

2.অনুব্রতকে তলব সিবিআইয়ের, না যাওয়ার পরামর্শ মমতার

অনুব্রতকে সিবিআই তলব করেছে ৷ কিন্তু ভোটের মধ্যে তাঁকে সেখানে না যাওয়ার পরামর্শ দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠানো হয় ৷

3.এনামুলকে জেরায় অনুব্রতের নাম উঠে আসতেই তলব সিবিআইয়ের

জানা গিয়েছে, গোরু পাচারকারী এনামুলকে গ্রেফতার করার পর বীরভূম জেলার বহু তথ্য মেলে সিবিআই অফিসারদের হাতে । উঠে আসে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নামও ।

4.অক্সিজেন নিয়ে কেন্দ্র-দিল্লি সরকারের টানাপোড়েন, ক্ষুব্ধ আইনক্স

রাজধানীতে অক্সিজেন সরবরাহ নিয়ে দিল্লি সরকারের সঙ্গে টানাপোড়েন তুঙ্গে কেন্দ্রের ৷ যার জেরে ভুগতে হচ্ছে অক্সিজেন সরবরাহকারী সংস্থা আইনক্সকে ৷ সোমবার দিল্লি হাইকোর্টে এমনটাই দাবি করেছেন সংস্থার আইনজীবী ৷

5.সায় দিল না শরীর, ভোট দেওয়া হল না বুদ্ধবাবুর

প্রত্যেকবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভোট দিতে যেতেন বুদ্ধদেববাবু ৷ কিন্তু, এখন ছবিটা আলাদা ৷ আজ সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শুধুমাত্র বেরোতে দেখা গেল বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ৷

6.সরকারে এসে কলকাতাই হবে ইকোনমিক হাব, আশ্বাস নাড্ডার

বিজেপি সরকার গঠন করলে কলকাতাই হবে ইকোনমিক হাব । বেকার যুবক-যুবতিদের চাকরির সুযোগ বাড়বে । বঙ্গভোটের নির্বাচনী প্রচার শেষে আশ্বাস জে পি নাড্ডার ।

7.কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির

কোভিড মোকাবিলায় কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, তা নিয়েই জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার নিজেই টুইট করে সেকথা জানান তিনি ৷ পরে এই বিষয়ে একটি বিবৃতিও জারি করে প্রধানমন্ত্রীর দফতর ৷

8.তালিকায় নাম ‘ডিলিট’, ভোট দিতে না পেরে হতাশ ভোটার

ভোটার তালিকায় নাম থাকলেও, নামের পাশে লেখা রয়েছে ‘ডিলিট’ শব্দটি ৷ আর সেই কারণেই ভোট দেওয়া হল না দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোটার তপন পালের ৷ গোটা ঘটনায় রীতিমতো হতাশ তিনি ৷

9.মে মাসের মাঝামাঝি করোনা সংক্রমণ পৌঁছতে পারে 48 লক্ষে, দাবি আইআইটির বিজ্ঞানীদের

সোমবার সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 28.13 লক্ষ ৷ আর গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.52 লক্ষ ৷ ফলে ওই বিজ্ঞানী যে হিসেব দেখাচ্ছেন তাতে আগামী 20 দিনের মধ্যে ভারতে করোনার আক্রান্তের সংখ্যা আরও 10 থেকে 20 লক্ষ বেড়ে যাবে ৷ আর আগামী 10 দিনের মধ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা 1 লক্ষ বৃদ্ধি পাবে ৷

10.অক্সিজেন চাই, তাই চার মাসের জন্য স্টারলাইটকে প্ল্যান্ট চালু করার অনুমতি

তামা উৎপাদন নিয়ে স্থানীয়দের প্রতিবাদের জেরে বন্ধ হয়ে যায় তুতিকোরিনে স্টারলাইট প্ল্যান্ট ৷ সম্প্রতি বেদান্ত গ্রুপ অক্সিজেন উৎপাদনের স্বার্থে প্ল্যান্টটি ফের চালু করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ সেই রায় বেরবার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী চার মাসের জন্য প্ল্যান্ট চালুর ছাড়পত্র দিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.