চেঙ্গলপট্টু (তামিলনাড়ু), 8 এপ্রিল: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই দেশজুড়ে হু হু করে চড়ছে পেট্রল ও ডিজেলের দাম (petrol diesel price) ৷ গত 16 দিনে লিটারে 14 টাকা দামি হয়েছে পেট্রোপণ্য ৷ রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে ৷ এই অবস্থায় ঘাম ছুটছে আমজনতার ৷ পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম ৷ এমন মহার্ঘ পেট্রল ও ডিজেলকেই এবার বিয়েবাড়িতে দেওয়ার উপহার হিসেবে বেছে নিলেন অতিথিরা ৷ তামিলনাড়ুর এক নবদম্পতি (Tamil Nadu Newly wed couple) প্রথমে কিছুটা ঘাবড়ে যান বোতলে করে এক লিটার পেট্রল ও এক লিটার ডিজেলের উপহারে ৷ পরে অবশ্য আনন্দের সঙ্গে তাঁরা সেই উপহার গ্রহণ করেছেন (couple gets petrol diesel as wedding gift) ৷
বিয়েতে অনেকে উপহার হিসেবে দেন শাড়ি, গয়না বা ঘর সাজানোর জিনিস ৷ অনেকে আবার নতুন বর-কনের প্রয়োজনীয়তার কথা ভেবে সেই মতো উপহার দিয়ে থাকেন ৷ তামিলনাড়ুর চেঙ্গলপট্টু জেলার নবদম্পতি গিরীশ কুমার ও কীর্থানার বন্ধুবান্ধবরা উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন ৷ মাত্র 15 দিনের মধ্যে দক্ষিণের রাজ্যে লিটারে পেট্রল-ডিজেলের দাম 10 টাকারও বেশি বেড়ে সেঞ্চুরি হাঁকিয়েছে ৷ এই অবস্থায় বন্ধুকে বিয়েতে এমন মহার্ঘ উপহারই দেওয়ার কথা মাথায় আসে সতীর্থদের ৷ কেন্দ্রের প্রতি একে নীরব কটাক্ষ হিসেবেও মনে করছেন অনেকে ৷
যে জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে যায়, তাকে বিয়ের উপহার হিসেবে বেছে নেওয়ার ঘটনা এর আগেও ঘটতে দেখা গিয়েছে ৷ 2021 সালের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুরই অপর এক নবদম্পতি বিয়ের উপহারে পেয়েছিলেন এক ক্যান পেট্রল, একটি এলপিজি সিলিন্ডার ও পেঁয়াজ ৷ এই তিনটি জিনিসেরই তখন বাজার দর ছিল অগ্নিমূল্য ৷
আরও পড়ুন: Petrol-Diesel Price Hike : 80 পয়সা দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের, আজ কোন শহরে কী দাম ?