ETV Bharat / bharat

অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন, মুম্বই হামলার 15 বছরে সেই ছোটু চা-ওয়ালার সঙ্গে কথা বলল ইটিভি ভারত - Mumbai terror attack marks 15 years

26/11 Mumbai Terror Attack: 26/11 মুম্বই হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন এক চা-ওয়ালা ৷ আজ 15 বছর পেরিয়ে গেলেও অভিশপ্ত সেই দিনের স্মৃতি এখনও টাটকা ছোটুর কাছে ৷ তাঁর কাছ থেকে সেদিনের অভিজ্ঞতা শুনল ইটিভি ভারত ৷

ETV Bharat
মুম্বই হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন এই চা ওয়ালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:03 AM IST

মুম্বই, 26 নভেম্বর: মনে আছে মুম্বই হামলা ? সেই 26/11 অভিশপ্ত দিনটার আজ 15 বছর ৷ সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ছোটু ৷ 15 বছর পার করে আজ সেই জঙ্গি হামলা ফের জীবন্ত হল এই চা-ওয়ালার কথায় ৷ তাঁর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

ছত্রপতি শিবাজি টার্মিনাস সংলগ্ন জর্জ সেন্ট হাসপাতাল ৷ এখানেই ছোট্ট চায়ের দোকান চালান মহম্মদ তৌফিক শেখ ৷ এলাকায় অবশ্য তাঁর পরিচিতি ছোটু চা-ওয়ালা বলেই ৷ 26/11/2008 - মুম্বইয়ের সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছিলেন ছোটুর ৷ এখনও সেই দিনটার কথা ভুলতে পারেননি তিনি ৷ তাঁর স্মৃতিতে টাটকা , কীভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী আজমল কাসভ ও ইসমাইল খান নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছিল ৷ ছোটু সিএসএমটি রেলস্টেশনে চায়ের টাকা আনতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন ৷ কিন্তু সেই তিনিই হাজার নাগরিকের জীবন বাঁচিয়েছিলেন সেদিন ৷ এই সাহসিকতার জন্য অবশ্য তিনি 27টি পুরস্কার পেয়েছেন ৷ পেয়েছেন আর্থিক সাহায্যও ৷

তাঁর কথায়,"সারাদিনের চায়ের টাকা জোগাড় করতে অন্যান্যদিনের মতো সেদিনও রাত 9টার দিকে সিএসএমটি রেলস্টেশনে গিয়েছিলাম ৷ টাকা নেওয়ার জন্য আমাকে 21 থেকে 26 নং প্ল্যাটফর্মে যেতে হয়েছিল ৷ সেখানে গিয়েই গুলির শব্দ শুনতে পাই ৷ আমি ভেবেছিলাম পটকা ফাটছে হয়ত কোথাও ৷ সেই সময় ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ চলছিল ৷ আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা মঞ্জুকে বলছিলাম যে ভারত জিতেছে বলে পটকা ফাটছে ৷ পরক্ষণেই ফের বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পাই ৷ যখন দেখতে গেলাম কীসের আওয়াজ হচ্ছে তখন দেখলাম দু'জন লোক বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷ তাদের দেখে আমার মনে হয়েছিল কেউ একজন কমান্ডো ৷ নির্বিচারে হত্যালীলা চলছে তখন ৷ এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমিও হয়ত মারা যাব ৷ স্ত্রীকে ডেকে বললাম আমি বাড়ি যেতে পারব না ৷"

তিনি আরও বলেন, "মঞ্জুকে পটকা ফাটার কথা বললেও বাস্তব পরিস্থিতি খুবই গুরুতর ছিল ৷ আমি চিৎকার করতে লাগলাম ব্যাগে বম্ব আছে বলে ৷ সেই সময় সিএসএমটি রেলস্টেশন থেকে বহু মানুষ বেরিয়ে আসেন ৷ প্রায় 75 শতাংশ যাত্রী বাইরে বের হন ও 25 শতাংশ ভিতরে আটকে পড়েন ৷ আমরা টিকিট কাউন্টারে ছিলাম 8টা থেকে 10টা পর্যন্ত ৷ কাসভ টিকিট কাউন্টারের সামনে এসে নির্বিচারে গুলি চালায় ৷ আমরা যে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম তার গ্লাস ও টেবিল ভেঙে গিয়েছিল ৷ স্টেশন মাস্টার এসএন যাদবের গলায় একটি কাঁচ আটকে গেল ৷ অসহায় ও আহত মানুষদের জীবনের ঝুঁকি নিতে দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে এগিয়ে গিয়ে মানুষকে সাহায্য করব ৷ তাদের জীবন বাঁচাতে যা যা করা দরকার সব করব ৷ সিএসটি স্টেশনের পিছন থেকে আহত অনেককে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয় ৷ আহত স্টেশন মাস্টারকে বাইকুল্লার রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মুম্বইয়ে এই ভয়াবহ হামলার পুনরাবৃত্তি যেন আর কোথাও না হয় ৷"

ছোটু বিহারের ডুমরি গ্রামের বাসিন্দা ৷ মা মারা যাওয়ার পর 10 বছর বয়সে তিনি মুম্বইতে চলে আসেন ৷ এখন তাঁর বয়স 39 ৷ এখনও মুম্বইতেই আছেন ৷ তাঁর দুই মেয়ে একজন সপ্তম ও একজন নবম শ্রেণিতে পড়ছে ৷ রেল ও রাজ্য সরকার অনেক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় ছোটু দুঃখপ্রকাশ করেন ৷ তবে, মুম্বই-হামলার ক্ষতবিক্ষত স্মৃতিকে নিতেই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন ছোটু।

আরও পড়ুন :

1 আর্থিক সংকটে মুম্বই হামলার প্রত্যক্ষদর্শী, সাহায্য চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

2 রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি

3 "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি

মুম্বই, 26 নভেম্বর: মনে আছে মুম্বই হামলা ? সেই 26/11 অভিশপ্ত দিনটার আজ 15 বছর ৷ সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন ছোটু ৷ 15 বছর পার করে আজ সেই জঙ্গি হামলা ফের জীবন্ত হল এই চা-ওয়ালার কথায় ৷ তাঁর সঙ্গে কথা বলল ইটিভি ভারত ৷

ছত্রপতি শিবাজি টার্মিনাস সংলগ্ন জর্জ সেন্ট হাসপাতাল ৷ এখানেই ছোট্ট চায়ের দোকান চালান মহম্মদ তৌফিক শেখ ৷ এলাকায় অবশ্য তাঁর পরিচিতি ছোটু চা-ওয়ালা বলেই ৷ 26/11/2008 - মুম্বইয়ের সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছিলেন ছোটুর ৷ এখনও সেই দিনটার কথা ভুলতে পারেননি তিনি ৷ তাঁর স্মৃতিতে টাটকা , কীভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী আজমল কাসভ ও ইসমাইল খান নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছিল ৷ ছোটু সিএসএমটি রেলস্টেশনে চায়ের টাকা আনতে গিয়ে প্রাণ হারাতে বসেছিলেন ৷ কিন্তু সেই তিনিই হাজার নাগরিকের জীবন বাঁচিয়েছিলেন সেদিন ৷ এই সাহসিকতার জন্য অবশ্য তিনি 27টি পুরস্কার পেয়েছেন ৷ পেয়েছেন আর্থিক সাহায্যও ৷

তাঁর কথায়,"সারাদিনের চায়ের টাকা জোগাড় করতে অন্যান্যদিনের মতো সেদিনও রাত 9টার দিকে সিএসএমটি রেলস্টেশনে গিয়েছিলাম ৷ টাকা নেওয়ার জন্য আমাকে 21 থেকে 26 নং প্ল্যাটফর্মে যেতে হয়েছিল ৷ সেখানে গিয়েই গুলির শব্দ শুনতে পাই ৷ আমি ভেবেছিলাম পটকা ফাটছে হয়ত কোথাও ৷ সেই সময় ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ চলছিল ৷ আমার সঙ্গে দাঁড়িয়ে থাকা মঞ্জুকে বলছিলাম যে ভারত জিতেছে বলে পটকা ফাটছে ৷ পরক্ষণেই ফের বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পাই ৷ যখন দেখতে গেলাম কীসের আওয়াজ হচ্ছে তখন দেখলাম দু'জন লোক বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে ৷ তাদের দেখে আমার মনে হয়েছিল কেউ একজন কমান্ডো ৷ নির্বিচারে হত্যালীলা চলছে তখন ৷ এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমিও হয়ত মারা যাব ৷ স্ত্রীকে ডেকে বললাম আমি বাড়ি যেতে পারব না ৷"

তিনি আরও বলেন, "মঞ্জুকে পটকা ফাটার কথা বললেও বাস্তব পরিস্থিতি খুবই গুরুতর ছিল ৷ আমি চিৎকার করতে লাগলাম ব্যাগে বম্ব আছে বলে ৷ সেই সময় সিএসএমটি রেলস্টেশন থেকে বহু মানুষ বেরিয়ে আসেন ৷ প্রায় 75 শতাংশ যাত্রী বাইরে বের হন ও 25 শতাংশ ভিতরে আটকে পড়েন ৷ আমরা টিকিট কাউন্টারে ছিলাম 8টা থেকে 10টা পর্যন্ত ৷ কাসভ টিকিট কাউন্টারের সামনে এসে নির্বিচারে গুলি চালায় ৷ আমরা যে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম তার গ্লাস ও টেবিল ভেঙে গিয়েছিল ৷ স্টেশন মাস্টার এসএন যাদবের গলায় একটি কাঁচ আটকে গেল ৷ অসহায় ও আহত মানুষদের জীবনের ঝুঁকি নিতে দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে এগিয়ে গিয়ে মানুষকে সাহায্য করব ৷ তাদের জীবন বাঁচাতে যা যা করা দরকার সব করব ৷ সিএসটি স্টেশনের পিছন থেকে আহত অনেককে সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয় ৷ আহত স্টেশন মাস্টারকে বাইকুল্লার রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয় ৷ মুম্বইয়ে এই ভয়াবহ হামলার পুনরাবৃত্তি যেন আর কোথাও না হয় ৷"

ছোটু বিহারের ডুমরি গ্রামের বাসিন্দা ৷ মা মারা যাওয়ার পর 10 বছর বয়সে তিনি মুম্বইতে চলে আসেন ৷ এখন তাঁর বয়স 39 ৷ এখনও মুম্বইতেই আছেন ৷ তাঁর দুই মেয়ে একজন সপ্তম ও একজন নবম শ্রেণিতে পড়ছে ৷ রেল ও রাজ্য সরকার অনেক সাহায্যের প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায় ছোটু দুঃখপ্রকাশ করেন ৷ তবে, মুম্বই-হামলার ক্ষতবিক্ষত স্মৃতিকে নিতেই জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন ছোটু।

আরও পড়ুন :

1 আর্থিক সংকটে মুম্বই হামলার প্রত্যক্ষদর্শী, সাহায্য চেয়ে হাইকোর্টের দ্বারস্থ

2 রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি

3 "আমি ওই মুখটা কোনওদিনও ভুলতে পারিনি", দেবিকার পোস্টে 26/11-র দগদগে স্মৃতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.