ETV Bharat / bharat

Mother burnt alive along with 2 kids: ফতেপুর রান্নার গ্যসের পাইপ লিক করে আগুন, পুড়ে মৃত্যু মা ও দুই শিশুর

উত্তর-প্রদেশের ফতেহাপুর অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু মা ও 2 সন্তানের ৷ রান্নার গ্যাসের পাইপ লিক করে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 10:09 AM IST

ফতেপুর (উত্তরপ্রদেশ), 16 অক্টোবর: রান্নার গ্যাসের পাইপ লিক করে মর্মান্তিক দুর্ঘটনার শিকার মা ও দুই শিশু ৷ ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের ৷ রবিবার উত্তরপ্রদেশের ফতেহাপুরের লালৌলি এলাকার ঘটনা ৷ ঘটনায় পরিবার থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ৷ মৃতের নাম অলকা দেবী। তাঁর 4 বছরের ছেলে গৌরব কুমার ও 2 বছরের মেয়ে পরিও প্রাণ গিয়েছে ৷

সূত্রের খবর, ওই মহিলা রান্না করছিলেন। ঠিক সেই সময়েই গ্যাসের পাইপ লিক করে ৷ তা থেকে আগুন লেগে য়ায় ৷ দুর্ঘটনার সময় তাঁর দুই সন্তান রান্না ঘরে ছিল ৷ নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ প্রাণ বাঁচতে পালানোর চেষ্টা করলেও বিফল হন ৷ ওই মহিলা সাহায্যের জন্য় চিৎকার করতে থাকেন ৷ কিন্তু কেউ তাঁকে সাহায্য করেননি । বাড়িতে ওই সময় অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের কানপুর হাসপাতালে রেফার করেন ৷ তবে কানপুরের সরকারি হাসপাতালের বদলে এই তিনজনকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মা ও দুই মেয়ের মৃত্যু হয়।

কানপুরের সরকারি হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধারাজ জানান, পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় এই তিনজনকে হাসপাতালে এনেছিলেন ৷ উন্নত চিকিৎসার জন্য তাদের কানপুর হাসপাতালে স্থানান্তরিতের কথা বলা হয়েছিল ৷ তবে পরিবারের লোকজন মা ও দুই মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তিন জনের ৷

আরও পড়ুন: ক্যাম্পাসে বাইক দুর্ঘটনায় জেএনইউ ছাত্রের মৃত্যু, আহত 3

ঘটনা প্রসঙ্গেই ইন্সপেক্টর ইনচার্জ সন্তোষ সিং এবং উমেশ বিশ্বকর্মা জানান, ওই মহিলার স্বামী কাঠের কাজ করেন ৷ তাঁর একটি কাঠের দোকানও আছে ৷ এদিন দুর্ঘটনার সময় ওই মহিলার স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না তা এখনও জানা যায়নি ৷ এটি নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর

ফতেপুর (উত্তরপ্রদেশ), 16 অক্টোবর: রান্নার গ্যাসের পাইপ লিক করে মর্মান্তিক দুর্ঘটনার শিকার মা ও দুই শিশু ৷ ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের ৷ রবিবার উত্তরপ্রদেশের ফতেহাপুরের লালৌলি এলাকার ঘটনা ৷ ঘটনায় পরিবার থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ৷ মৃতের নাম অলকা দেবী। তাঁর 4 বছরের ছেলে গৌরব কুমার ও 2 বছরের মেয়ে পরিও প্রাণ গিয়েছে ৷

সূত্রের খবর, ওই মহিলা রান্না করছিলেন। ঠিক সেই সময়েই গ্যাসের পাইপ লিক করে ৷ তা থেকে আগুন লেগে য়ায় ৷ দুর্ঘটনার সময় তাঁর দুই সন্তান রান্না ঘরে ছিল ৷ নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ৷ প্রাণ বাঁচতে পালানোর চেষ্টা করলেও বিফল হন ৷ ওই মহিলা সাহায্যের জন্য় চিৎকার করতে থাকেন ৷ কিন্তু কেউ তাঁকে সাহায্য করেননি । বাড়িতে ওই সময় অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

গুরুতর আহত অবস্থায় এই তিনজনকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের কানপুর হাসপাতালে রেফার করেন ৷ তবে কানপুরের সরকারি হাসপাতালের বদলে এই তিনজনকে বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই মা ও দুই মেয়ের মৃত্যু হয়।

কানপুরের সরকারি হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধারাজ জানান, পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় এই তিনজনকে হাসপাতালে এনেছিলেন ৷ উন্নত চিকিৎসার জন্য তাদের কানপুর হাসপাতালে স্থানান্তরিতের কথা বলা হয়েছিল ৷ তবে পরিবারের লোকজন মা ও দুই মেয়েকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ৷ সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে তিন জনের ৷

আরও পড়ুন: ক্যাম্পাসে বাইক দুর্ঘটনায় জেএনইউ ছাত্রের মৃত্যু, আহত 3

ঘটনা প্রসঙ্গেই ইন্সপেক্টর ইনচার্জ সন্তোষ সিং এবং উমেশ বিশ্বকর্মা জানান, ওই মহিলার স্বামী কাঠের কাজ করেন ৷ তাঁর একটি কাঠের দোকানও আছে ৷ এদিন দুর্ঘটনার সময় ওই মহিলার স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না তা এখনও জানা যায়নি ৷ এটি নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন: ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম 400 হবে, ইস্তেহারে ঘোষণা কেসিআর-এর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.