ওয়াশিংটন, 16 নভেম্বর : কোরোনার ভ্য়াকসিন নিয়ে নয়া দাবি পেশ করল আরেক মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ৷ দাবি করা হয়েছে, তাদের তৈরি কোরোনার ভ্য়াকসিন মানবদেহে 94.5 শতাংশ কার্যকর ৷ ভ্য়াকসিনের সন্ধানে যা দ্বিতীয় বড় সাফল্য় বলে মনে করা হচ্ছে ৷ মার্কিন ওই মেডিসিন সংস্থাটি সোমবার তাদের তৈরি কোরোনা ভ্য়াকসিনের হিউম্য়ান ট্রায়ালের আগাম রিপোর্ট প্রকাশ করেছে ৷ যেখানে 30 হাজার স্বেচ্ছাসেবকের শরীরে ভ্য়াকসিনটির পরীক্ষা করা হচ্ছে ৷
মডার্নার প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, তৃতীয় ধাপের এই পরীক্ষার মাধ্য়মে মডার্নার গবেষকরা জানতে পেরেছেন, তাদের তৈরি ভ্য়াকসিনটি কোরোনা ভাইরাস রুখতে 94.5 শতাংশ সক্ষম ৷ প্রসঙ্গত গত সপ্তাহে আরেক মার্কিন সংস্থা পিফাইজ়ার ও তার সহযোগী জার্মান সংস্থা বায়োএনটেক দাবি করেছিল তাদের তৈরি করা কোরোনার ভ্য়াকসিন মানবদেহে 90 শতাংশ কার্যকরী ৷ এই দুই ভ্য়াকসিন প্রস্তুতকারী সংস্থাই নয়া পদ্ধতিতে কোরোনার ভ্য়াকসিন আবিষ্কার করছে ৷ যাকে RNA ম্য়াসেনজ়ার বলা হচ্ছে ৷ যে পদ্ধতিতে খুব দ্রুত ভ্য়াকসিন তৈরি করা সম্ভব এবং তা মানব শরীরে কোষে ভ্য়াকসিনের মাধ্য়মে দ্রুত অ্য়ান্টিবডি তৈরি করতে সক্ষম ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের মধ্য়েই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব বাজারে ভ্য়াকসিন পৌঁছে দিতে জরুরি অনুমোদনের জন্য় আবেদন জানানো হবে ৷ প্রথম ধাপে এবছরের শেষের দিকে প্রায় 20 মিলিয়ন ডোজ় তারা বিশ্ব জুড়ে পাঠাতে পারবে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে ৷