ETV Bharat / bharat

landslide : হিমাচলের কিন্নরে ভূমিধসে ভাঙল সেতু, মৃত 9 - himachal pradesh

হিমাচলপ্রদেশের কিন্নরে ভূমিধসের ফলে ভেঙে পড়ল ব্রিজ ৷ প্রাণ হয়েছেন 9 জনের ৷ আহত হয়েছেন 3 জন ৷ শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুর ৷

himachal pradesh
হিমাচলপ্রদেশের কিন্নরে ভূমিধসে ভাঙল সেতু, মৃত 9
author img

By

Published : Jul 25, 2021, 5:42 PM IST

Updated : Jul 27, 2021, 1:06 PM IST

সিমলা, 25 জুলাই : কয়েক হাজার ফুট উচুঁ থেকে নেমে আসছে দৈত্যগুলো ৷ যারা মুহূর্তে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক গাড়ি-বাড়ি ৷ প্রাণ নিচ্ছে সাধারণ মানুষের ৷ দৈত্যগুলোর দানবীয় তাণ্ডবে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আস্ত একটা সেতু ৷ রবিবার পাহাড়ের উপর থেকে পাথররূপী এমনই দানবের তাণ্ডব প্রত্যক্ষ করল গোটা দেশ ৷ কখনও সুনামি, কখনও মেঘ ভাঙা বৃষ্টি, কখনও ঝড়-- প্রকৃতির হাজারো তাণ্ডব দেখা গিয়েছে এত দিন ৷ আর আজ দেখল আর এক ভয়ঙ্করতা ৷ মোবাইল-ক্যামেরায় প্রকৃতির তাণ্ডবকে বন্দি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনেকে ৷ অকুস্থল হিমাচল প্রদেশের কিন্নর ৷

ভূমিধসে ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রত্যক্ষ করা গেল ৷ পাহাড়ের উপর থেকে উল্কা গতিতে নেমে এল একের পর এক বড় বড় পাথর ৷ যার আঘাতে গুঁড়িয়ে গেল আস্ত একটা সেতু ৷ ঠিক তাসের ঘরের মতো ৷ পাথরের ধাক্কায় ভেঙে তুবড়ে-মুচড়ে যেতে দেখা গেল বেশ কয়েক গাড়ি ৷ এহেন প্রাকৃতিক তাণ্ডব কেড়ে নিয়েছে নয়টা তরতাজা প্রাণ ৷ যাঁরা সকলেই পর্যটক ৷ প্রকৃতির শোভা চাক্ষুস করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কম করে পাঁচ জন ৷ তাঁঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন বেলা দুপুর একটা বা দেড়টা হবে ৷ চার পাশ প্রবল শব্দে কেঁপে ওঠে ৷ কয়েক মুহূর্তের মধ্যেই শব্দের বেগ-মাত্রা যেন চক্রবৃদ্ধি বাড়তে শুরু করে ৷ তখন বাতসেরির কাছে সাংলা-চিতকুল রোডের দিকে তাকানো যাচ্ছিল না ৷ বেশ কয়েকটি পাথরের চাঁই ভেঙে পড়ে ৷ ধাক্কা মারে কাছের একটি সেতুতে ৷ পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপরেও পড়ে বড় বড় পাথর ৷ তখন বেশ কয়েকটা গাড়িতে পর্যটকও ছিলেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের ৷ বেশ কয়েক জন আহত হন ৷ পাথুরে-তাণ্ডব একটু স্থিমিত হওয়ার পর দ্রুত গতিতে শুরু হয় উদ্ধার কাজ ৷ আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷

সাংলা পুলিশ জানিয়েছে, শুধু গাড়ি বা সেতু নয় ৷ ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ৷ ফলে আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে ৷ উদ্ধার কাজ যত এগোবে, ততই ছবিটা স্পষ্ট হবে, মত পুলিশ এবং উদ্ধারকারী দলের ৷ এ-দিনের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ লিখেছেন, 'কিন্নরের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি ৷ জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ করার নির্দেশ দিয়েছি' ৷ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: রামদেবের বিরুদ্ধে অ্যালোপ্যাথি নিয়ে অপপ্রচার মামলার শুনানি দিল্লি হাইকোর্টে

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুর ৷ লিখেছেন, 'ভূমিধসের ঘটনা খুবই দুঃখজনক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷'

সিমলা, 25 জুলাই : কয়েক হাজার ফুট উচুঁ থেকে নেমে আসছে দৈত্যগুলো ৷ যারা মুহূর্তে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক গাড়ি-বাড়ি ৷ প্রাণ নিচ্ছে সাধারণ মানুষের ৷ দৈত্যগুলোর দানবীয় তাণ্ডবে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে আস্ত একটা সেতু ৷ রবিবার পাহাড়ের উপর থেকে পাথররূপী এমনই দানবের তাণ্ডব প্রত্যক্ষ করল গোটা দেশ ৷ কখনও সুনামি, কখনও মেঘ ভাঙা বৃষ্টি, কখনও ঝড়-- প্রকৃতির হাজারো তাণ্ডব দেখা গিয়েছে এত দিন ৷ আর আজ দেখল আর এক ভয়ঙ্করতা ৷ মোবাইল-ক্যামেরায় প্রকৃতির তাণ্ডবকে বন্দি করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনেকে ৷ অকুস্থল হিমাচল প্রদেশের কিন্নর ৷

ভূমিধসে ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রত্যক্ষ করা গেল ৷ পাহাড়ের উপর থেকে উল্কা গতিতে নেমে এল একের পর এক বড় বড় পাথর ৷ যার আঘাতে গুঁড়িয়ে গেল আস্ত একটা সেতু ৷ ঠিক তাসের ঘরের মতো ৷ পাথরের ধাক্কায় ভেঙে তুবড়ে-মুচড়ে যেতে দেখা গেল বেশ কয়েক গাড়ি ৷ এহেন প্রাকৃতিক তাণ্ডব কেড়ে নিয়েছে নয়টা তরতাজা প্রাণ ৷ যাঁরা সকলেই পর্যটক ৷ প্রকৃতির শোভা চাক্ষুস করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কম করে পাঁচ জন ৷ তাঁঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন বেলা দুপুর একটা বা দেড়টা হবে ৷ চার পাশ প্রবল শব্দে কেঁপে ওঠে ৷ কয়েক মুহূর্তের মধ্যেই শব্দের বেগ-মাত্রা যেন চক্রবৃদ্ধি বাড়তে শুরু করে ৷ তখন বাতসেরির কাছে সাংলা-চিতকুল রোডের দিকে তাকানো যাচ্ছিল না ৷ বেশ কয়েকটি পাথরের চাঁই ভেঙে পড়ে ৷ ধাক্কা মারে কাছের একটি সেতুতে ৷ পাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপরেও পড়ে বড় বড় পাথর ৷ তখন বেশ কয়েকটা গাড়িতে পর্যটকও ছিলেন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 9 জনের ৷ বেশ কয়েক জন আহত হন ৷ পাথুরে-তাণ্ডব একটু স্থিমিত হওয়ার পর দ্রুত গতিতে শুরু হয় উদ্ধার কাজ ৷ আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে ৷

সাংলা পুলিশ জানিয়েছে, শুধু গাড়ি বা সেতু নয় ৷ ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ৷ ফলে আহত এবং নিহতের সংখ্যা বাড়তে পারে ৷ উদ্ধার কাজ যত এগোবে, ততই ছবিটা স্পষ্ট হবে, মত পুলিশ এবং উদ্ধারকারী দলের ৷ এ-দিনের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ লিখেছেন, 'কিন্নরের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি ৷ জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ করার নির্দেশ দিয়েছি' ৷ মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: রামদেবের বিরুদ্ধে অ্যালোপ্যাথি নিয়ে অপপ্রচার মামলার শুনানি দিল্লি হাইকোর্টে

শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুর ৷ লিখেছেন, 'ভূমিধসের ঘটনা খুবই দুঃখজনক ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷'

Last Updated : Jul 27, 2021, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.