ETV Bharat / bharat

Road Accident in Odisha: বিয়েবাড়ির পথে বরযাত্রীর দলে ঢুকে পড়ল ট্রাক, ওড়িশায় মৃত 6 - বিয়ের সোভাযাত্রায় দ্রুতগামী ট্রাকের ধাক্কা

বিয়ে বাড়িতে যাওযার সময় দুর্ঘটনার কবলে বরযাত্রীরা ৷ ওড়িশায় বিয়ের সোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে ছ'জনের ৷ আহত 6 জন ৷

death in road accident
বরযাত্রীদের ট্রাকের ধাক্কা
author img

By

Published : Jun 28, 2023, 9:11 PM IST

কেওনঝার(ওড়িশা), 28 জুন: বিয়েবাড়ির শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কা ৷ ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 6 জন ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ওড়িশার কেওনঝার জেলার 20 নং জাতীয় সড়কে সাথীঘর সাহির কাছে ।

জানা গিয়েছে, রাত 1টা থেকে দেড়টার দিকে বরযাত্রীর দলটি বিয়ের জন্য কনের বাড়ির দিকে যাচ্ছিল ৷ সেই সময় একটি দ্রুতগতিতে আসা ট্রাক বিয়ের শোভাযাত্রায় থাকা বরযাত্রীদেরকে ধাক্কা দেয় । এর জেরে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন সাতজন। আহতদের কেওনঝার জেলা সদর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই পরে আরও একজনের মৃত্যু ঘটে ৷

সূত্রের খবর, হরিচন্দনপুর ব্লকের মানপুর গ্রামের বাসিন্দা হদিবন্ধু পাত্রের ছেলে হেমন্ত পাত্রের সঙ্গে সাথীঘর সাহি (কেওনঝার জেলা) বাসিন্দা কার্তিক পাত্রের মেয়ের বিয়ে হচ্ছিল । কনের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল বরযাত্রীর দলটি ৷ সেসময় একটি ট্রাক শোভাযাত্রায় ঢুকে পড়ে ৷ ডিজে মিউজিক বাজিয়ে শোভাযাত্রা করে বিয়ে করতে যাচ্ছিলেন বর ৷ সঙ্গে ছিল বরযাত্রীরা । ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয়রা 20 নং জাতীয় সড়কে ওভারব্রিজ করার দাবি জানায় । দুর্ঘটনার পর বিয়ে না-করেই বাড়ি ফেরেন পাত্র ।

আরও পড়ুন: নদীতে ট্রাক উলটে কমপক্ষে 12 জনের মৃত্যু, আহত বহু

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় ট্রাক উলটে নদীতে পড়ে 12 জনের মৃত্যু হয়েছে ৷ ওই মিনি ট্রাকে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড় জেলার জাটারা যাচ্ছিলেন। সে সময় বুহারা গ্রামের কাছে নির্মীয়মান সেতুর কাছে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ট্রাকে 50 জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাদের মধ্য 36 জন দুর্ঘটনায় আহত হন ৷ দুর্ঘটনায় শোক প্রকাশ করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।

কেওনঝার(ওড়িশা), 28 জুন: বিয়েবাড়ির শোভাযাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কা ৷ ঘটনায় মৃত্যু হল 6 জনের ৷ গুরুতর আহত হয়েছেন কমপক্ষে 6 জন ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ওড়িশার কেওনঝার জেলার 20 নং জাতীয় সড়কে সাথীঘর সাহির কাছে ।

জানা গিয়েছে, রাত 1টা থেকে দেড়টার দিকে বরযাত্রীর দলটি বিয়ের জন্য কনের বাড়ির দিকে যাচ্ছিল ৷ সেই সময় একটি দ্রুতগতিতে আসা ট্রাক বিয়ের শোভাযাত্রায় থাকা বরযাত্রীদেরকে ধাক্কা দেয় । এর জেরে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন সাতজন। আহতদের কেওনঝার জেলা সদর হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই পরে আরও একজনের মৃত্যু ঘটে ৷

সূত্রের খবর, হরিচন্দনপুর ব্লকের মানপুর গ্রামের বাসিন্দা হদিবন্ধু পাত্রের ছেলে হেমন্ত পাত্রের সঙ্গে সাথীঘর সাহি (কেওনঝার জেলা) বাসিন্দা কার্তিক পাত্রের মেয়ের বিয়ে হচ্ছিল । কনের বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল বরযাত্রীর দলটি ৷ সেসময় একটি ট্রাক শোভাযাত্রায় ঢুকে পড়ে ৷ ডিজে মিউজিক বাজিয়ে শোভাযাত্রা করে বিয়ে করতে যাচ্ছিলেন বর ৷ সঙ্গে ছিল বরযাত্রীরা । ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । স্থানীয়রা 20 নং জাতীয় সড়কে ওভারব্রিজ করার দাবি জানায় । দুর্ঘটনার পর বিয়ে না-করেই বাড়ি ফেরেন পাত্র ।

আরও পড়ুন: নদীতে ট্রাক উলটে কমপক্ষে 12 জনের মৃত্যু, আহত বহু

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় ট্রাক উলটে নদীতে পড়ে 12 জনের মৃত্যু হয়েছে ৷ ওই মিনি ট্রাকে করে যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোয়ালিয়রের বিলহেটি গ্রাম থেকে টিকমগড় জেলার জাটারা যাচ্ছিলেন। সে সময় বুহারা গ্রামের কাছে নির্মীয়মান সেতুর কাছে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ট্রাকে 50 জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাদের মধ্য 36 জন দুর্ঘটনায় আহত হন ৷ দুর্ঘটনায় শোক প্রকাশ করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ মৃতদের পরিবারগুলিকে 4 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.