ETV Bharat / bharat

উত্তরপ্রদেশ-হরিয়ানার দাদাগিরিতে অক্সিজেন আসছে না দিল্লিতে, অভিযোগ সিসোদিয়ার - অক্সিজেন প্ল্যান্ট

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তোলপাড় দেশ ৷ বিভিন্ন রাজ্য থেকে অক্সিজেনের জোগানে টান, ভ্যাকসিনের অভাবের অভিযোগ আসছে ৷ তাই গতকাল কেন্দ্রীয় সরকার দিল্লিতে অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়ালেও মনীশ সিসোদিয়ার অভিযোগ, হরিয়ানা আর উত্তরপ্রদেশ অক্সিজেনের ট্যাঙ্ক আসতে দিচ্ছে না ৷

দিল্লির উপপ্রধানমন্ত্রী মনীশ সিসোদিয়া
দিল্লির উপপ্রধানমন্ত্রী মনীশ সিসোদিয়া
author img

By

Published : Apr 22, 2021, 5:17 PM IST

নিউ দিল্লি, 22 এপ্রিল: দিল্লিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য হরিয়ানা আর উত্তরপ্রদেশ সরকারের ‘জঙ্গল রাজ’-কে দায়ী করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ৷

একটি সাংবাদিক সম্মেলনে তিনি দিল্লি-সংলগ্ন দুই রাজ্যের সরকারি আধিকারিক ও পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, "হরিয়ানা আর উত্তরপ্রদেশের জঙ্গল রাজ-এর জন্যই হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে অক্সিজেন এসে পৌঁছাচ্ছে না দিল্লিতে ৷ ওই দুই রাজ্যের সরকারি আধিকারিকরা আর পুলিশরা অক্সিজেন প্ল্যান্ট থেকে দিল্লিতে অক্সিজেন আসতে দিচ্ছে না ৷ আমার রাজ্যের আধিকারিকরা ওদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ আর আমিও কেন্দ্রের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি ৷ কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না ৷"

গতকাল কেন্দ্রীয় সরকার দিল্লিতে অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ৷ অন্যান্য রাজ্যগুলির জন্যও একটি পরিমাণ ঠিক করে দিয়েছে ৷ তাহলে উত্তরপ্রদেশ আর হরিয়ানার সরকার দিল্লির সঙ্গে এমন ব্যবহার কেন করছে বলে প্রশ্ন তোলেন তিনি ৷ মনে হচ্ছে যেন ওই দুই রাজ্যের সরকারের সঙ্গে দিল্লির কোনও বিবাদ আছে ৷ আর এই সময়টা ঝগড়া বিবাদের নয় একসঙ্গে যুদ্ধ করার বলে জানান সিসোদিয়া ৷

আরও পড়ুন: করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার

তাঁর দাবি, গতকাল কেন্দ্রীয় সরকারের ঘোষণার আগে দিল্লির জন্য 378 এমটি অক্সিজেন বরাদ্দ ছিল ৷ তার মধ্যে 177 এমটি অক্সিজেন পৌঁছায় দিল্লিতে, এর জন্য দায়ী ইউপি আর হরিয়ানা পুলিশের দাদাগিরি ৷

কেন্দ্রীয় হস্তক্ষেপের সঙ্গে সামরিক সাহায্য চেয়ে সিসোদিয়া বলেন, "হাতজোড় করে আমি অনুরোধ করছি, কেন্দ্রীয় সরকার এই বিষয়টি খতিয়ে দেখুক ৷ যদি দরকার হয় প্যারামিলিটারি ফোর্স নিয়োগ করুন ৷"

বর্তমানে দিল্লিতে 85,364টি অ্যাকটিভ কেস রয়েছে, আর মৃত্যুর সংখ্যা 12,887 ৷ মত্যুর হার 1.39 শতাংশ ৷ শহরে কোভিড-19 পজিটিভিটির হার 31.28 শতাংশ ৷

নিউ দিল্লি, 22 এপ্রিল: দিল্লিতে অক্সিজেন সরবরাহ কম হওয়ার জন্য হরিয়ানা আর উত্তরপ্রদেশ সরকারের ‘জঙ্গল রাজ’-কে দায়ী করে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ৷

একটি সাংবাদিক সম্মেলনে তিনি দিল্লি-সংলগ্ন দুই রাজ্যের সরকারি আধিকারিক ও পুলিশের দিকে আঙুল তুলে তিনি বলেন, "হরিয়ানা আর উত্তরপ্রদেশের জঙ্গল রাজ-এর জন্যই হরিয়ানা আর উত্তরপ্রদেশ থেকে অক্সিজেন এসে পৌঁছাচ্ছে না দিল্লিতে ৷ ওই দুই রাজ্যের সরকারি আধিকারিকরা আর পুলিশরা অক্সিজেন প্ল্যান্ট থেকে দিল্লিতে অক্সিজেন আসতে দিচ্ছে না ৷ আমার রাজ্যের আধিকারিকরা ওদের সঙ্গে যোগাযোগ করেছে ৷ আর আমিও কেন্দ্রের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি ৷ কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হচ্ছে না ৷"

গতকাল কেন্দ্রীয় সরকার দিল্লিতে অক্সিজেন সরবরাহের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ৷ অন্যান্য রাজ্যগুলির জন্যও একটি পরিমাণ ঠিক করে দিয়েছে ৷ তাহলে উত্তরপ্রদেশ আর হরিয়ানার সরকার দিল্লির সঙ্গে এমন ব্যবহার কেন করছে বলে প্রশ্ন তোলেন তিনি ৷ মনে হচ্ছে যেন ওই দুই রাজ্যের সরকারের সঙ্গে দিল্লির কোনও বিবাদ আছে ৷ আর এই সময়টা ঝগড়া বিবাদের নয় একসঙ্গে যুদ্ধ করার বলে জানান সিসোদিয়া ৷

আরও পড়ুন: করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন মোদি ! আক্রমণ মমতার

তাঁর দাবি, গতকাল কেন্দ্রীয় সরকারের ঘোষণার আগে দিল্লির জন্য 378 এমটি অক্সিজেন বরাদ্দ ছিল ৷ তার মধ্যে 177 এমটি অক্সিজেন পৌঁছায় দিল্লিতে, এর জন্য দায়ী ইউপি আর হরিয়ানা পুলিশের দাদাগিরি ৷

কেন্দ্রীয় হস্তক্ষেপের সঙ্গে সামরিক সাহায্য চেয়ে সিসোদিয়া বলেন, "হাতজোড় করে আমি অনুরোধ করছি, কেন্দ্রীয় সরকার এই বিষয়টি খতিয়ে দেখুক ৷ যদি দরকার হয় প্যারামিলিটারি ফোর্স নিয়োগ করুন ৷"

বর্তমানে দিল্লিতে 85,364টি অ্যাকটিভ কেস রয়েছে, আর মৃত্যুর সংখ্যা 12,887 ৷ মত্যুর হার 1.39 শতাংশ ৷ শহরে কোভিড-19 পজিটিভিটির হার 31.28 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.