বেঙ্গালুরু, 2 এপ্রিল : বাসে যাওয়ার সময় 23 বছরের এক যুবককে ছুরি মারার অভিযোগ উঠল কর্নাটকে ৷ ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের উপকূল অঞ্চল ম্যাঙ্গালুরুতে ৷ অভিযোগ, ছেলেটির সঙ্গে একটি মেয়ে ছিল ৷ মেয়েটি ভিনধর্মের ৷ তাই ছেলেটিকে ছুরি মারা হয় ৷
ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ ওই দু’জনকে বাস থেকে নামতে বাধ্য করা হয় ৷ ছেলেটিকে মারধরও করা হয়েছে ৷ ছেলেটিকে বাঁচাতে গিয়ে মেয়েটিও আহত হয়েছে ৷
পুলিশের দাবি, ছেলেটি ও মেয়েটি বন্ধু ৷ তাঁরা বাসে যাচ্ছিলেন ৷ তখন চারজন একটি গাড়িতে এসে বাসটিকে আটকায় ৷ তার পর ওই ঘটনা ঘটায় অভিযুক্তরা ৷ ছেলেটির কোমরে আঘাত লেগেছে ছুরি মারার জন্য ৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : দাউদের সঙ্গী দানিশ চিকনাকে গ্রেফতার করল এনসিবি
এই ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ৷ তদন্তে বিশেষ দলও গঠন করেছে কর্নাটক পুলিশ ৷ এখনও সাত-আটজনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশের দাবি, অভিযুক্তের মধ্যে চারজন বজরং দলের সদস্য ৷