বেঙ্গালুরু, 18 জুলাই: বিজেপি বিরোধী দলগুলি 2024 সালের লোকসভা নির্বাচনের আগে একজোট হওয়ার চেষ্টা করছে ৷ কিন্তু প্রশ্ন উঠছিল যে বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন ? কংগ্রেস নাকি অন্য কোনও আঞ্চলিক হেভিওয়েটকে এগিয়ে দেওয়া হবে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়াইয়ে ? সেই উত্তর এখনও না পাওয়া গেলেও কংগ্রেস যে প্রধানমন্ত্রী পদ পাওয়ার জন্য জেদ ধরে বসে থাকবে না, সেই ইঙ্গিত মঙ্গলবার বেঙ্গালুরুর বিরোধী-বৈঠকে মিলেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে ৷ ওই সূত্রের দাবি, বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট করেছেন যে কংগ্রেস ক্ষমতা পেতে বা প্রধানমন্ত্রীর পদ পাওয়ার জন্য আগ্রহী নয় ৷
বিজেপি বিরোধী জোট তৈরির এটা দ্বিতীয় বৈঠক ৷ প্রথম বৈঠক হয় গত জুন মাসে ৷ সেই বৈঠক হয়েছিল বিহারের পটনায় ৷ এবার কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটকে ওই বৈঠক বসেছে ৷ প্রথম বৈঠকে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রাহুল গান্ধিও ছিলেন ৷ কিন্তু এবার বৈঠকে খাড়গে ও রাহুল ছাড়াও রয়েছেন স্বয়ং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তাই বৈঠকে তাঁর উপস্থিতিতে খাড়গের এই মন্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন: ফিরবে সাংসদ পদ ? সুপ্রিম কোর্টে রাহুল-শুনানি 21 জুলাই
সূত্র মারফত জানা গিয়েছে যে বৈঠকে খাড়গে জানিয়েছেন, ‘‘এম কে স্ট্যালিনের (তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী) জন্মদিনে আমি চেন্নাইয়ে আগেই বলেছিলাম, কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয় । এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয় । এটি আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষার জন্য ৷’’
প্রসঙ্গত, বিরোধী জোট তৈরির জন্য যে রাজনৈতিক দলগুলি একত্রিত হয়েছে, প্রতিটি দলেই আঞ্চলিকস্তরের হেভিওয়েট রাজনীতিকরা রয়েছেন ৷ বাংলার মমতা বন্দ্যোপাধ্য়ায়, বিহারের নীতীশ কুমার, মহারাষ্ট্রের শরদ পাওয়ার, তামিলনাড়ুর এমকে স্ট্যালিন, দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের মতো আঞ্চলিক হেভিওয়েটরা কি কংগ্রেসের নেতৃত্বে জোট গড়তে পারবে, এই প্রশ্নই বারবার তুলছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ সেই প্রেক্ষিতেই খাড়গের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷