শ্রীকান্দাপুরম, 9 অক্টোবর: ইজরায়েলে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় এক মালয়ালি মহিলা আহত হয়েছেন । তাঁর নাম শীজা আনন্দ ৷ তিনি কেরলের কান্নুর জেলার শ্রীকান্দাপুরমের বাসিন্দা ৷ বছর 41-এর ওই মহিলা ইজরায়েলে নার্স হিসেবে কর্মরত ৷
জানা গিয়েছে, ঘটনার সময় তিনি ভিডিয়ো কলে তাঁর স্বামী আনন্দের সঙ্গে কথা বলছিলেন ৷ শনিবার ভারতীয় সময় বেলা 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে । পরিবারের দাবি, ভিডিয়ো কল চলাকালীন বাইরে বিকট শব্দ শোনা যায় ৷ তার পরই ভিডিয়ো কল বন্ধ হয়ে যায় ৷ তার পর দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি ।
পরে পরিবারের সদস্যরা জানতে পারেন যে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় জখম হয়েছেন শীজা ৷ তাঁর বুকের বামদিকের উপরের অংশে, ডান কাঁধে, ডান পায়ে এবং পেটে আঘাত পেয়েছেন । তিনি যে বাড়িতে কাজ করেন, সেই বাড়ির লোকজনও আহত হয়েছেন ।
শীজার এক আত্মীয় দেভান বলেন, "শনিবার বেলায় শীজা এবং তাঁর স্বামী আনন্দকে ভিডিয়ো কল করেছিলেন । হঠাৎ ভিডিয়ো কলটি কেটে যায় । ইজরায়েলে থাকা শীজার বন্ধু ফোন করে সন্ধ্যা 6টার দিকে হামলায় তাঁর আহত হওয়ার কথা জানান ।’’
দেভান আরও বলেন, ‘‘তাঁর বন্ধু জানান যে শীজা হাসপাতালে রয়েছেন । অস্ত্রোপচার শেষ হয়েছে এবং কোনও সমস্যা নেই । তাঁরা জানিয়েছেন যে ইজরায়েলে আর ফোন করতে হবে না, তাঁরা এখানে (কেরালায়) ফোন করবেন ৷ তাঁরা গতকাল ফোন করে জানান যে তিনি (শীজা) ভালো আছেন ৷"
এদিকে সংবাদসংস্থা এএনআই-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হামাসের হামলায় ইজরায়েলে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 700 ছাড়িয়ে গিয়েছে । এই পরিস্থিতির মধ্যে ইজরায়েলে 2 হাজার 243 জনেরও বেশি লোক আহত হয়েছেন ৷ অধিকাংশই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেই আহতদের মধ্যে একজন শীজা আনন্দ ৷
আরও পড়ুন: গোয়েন্দা ব্যর্থতাতেই হামাসের আক্রমণের মুখে ইজরায়েল, মত ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের