নয়াদিল্লি, 3 মে : দিল্লির নির্বাচন সদনের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র ৷ নির্বাচন সদন শ্মশানে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷
আরও পড়ুন-রাজ্যে আইনশৃঙ্খলা 'উদ্বেগজনক', ডিজিকে তলব ধনকড়ের
একটি টুইট করেন মহুয়া মিত্র ৷ সেখানে তিনি লেখেন, "দিল্লির নির্বাচন সদন নতুন শ্মশানে পরিণত হয়েছে ৷ সেখানে সাংবিধানিক সংস্থাকে পোড়ানো হয় ৷" গতকাল তৃণমূলের বিরাট জয়ের পরেই আজ ওই টুইট করেন মহুয়া ৷
-
Nirvachan Sadan new crematorium in Delhi.
— Mahua Moitra (@MahuaMoitra) May 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Constitutional body burnt here.
">Nirvachan Sadan new crematorium in Delhi.
— Mahua Moitra (@MahuaMoitra) May 3, 2021
Constitutional body burnt here.Nirvachan Sadan new crematorium in Delhi.
— Mahua Moitra (@MahuaMoitra) May 3, 2021
Constitutional body burnt here.
আরও পড়ুন- কেউ তাক লাগালেন, কেউ হতাশ করলেন; একনজরে তারকাদের মার্কশিট
শুধু মহুয়া নন, স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন ৷ নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি ৷ আর গতকাল ফল ঘোষণার পর দিল্লির নির্বাচন সদনকে শ্মশানের সঙ্গে তুলনা করলেন মহুয়া ৷
আরও পড়ুন- রাজ্যের সাংবাদিকরাও করোনা যোদ্ধা, ঘোষণা মমতার
এর কয়েকদিন আগে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে মাদ্রাজ হাইকোর্ট ৷ করোনা পরিস্থিতিতে যে ভাবে নির্বাচন করানো হচ্ছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা ৷ এমনকী, কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য় করে আদালত ৷