শাহজাহানপুর (উত্তরপ্রদেশ), 15 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমিকার বাড়িতে গিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দিল এক প্রেমিক (Lover Set Fire Himself)! উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এই ঘটনা ঘটেছে ৷ গুরুতর অগ্নিদদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে ৷ তাঁর অবস্থা আশংকাজনক ৷
যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ প্রেমিকের পরিবারের: জানা গিয়েছে, রামচন্দ্র মিশন থানা এলাকার বাসিন্দা সাদ্দামের সঙ্গে পাড়ার এক তরুণীর ভালোবাসার সম্পর্ক ছিল । কয়েকদিন আগে বান্ধবীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন ওই যুবক । এতেই চটে যায় মেয়েটির পরিবার ৷ এ বিষয়ে তারা পুলিশের কাছে অভিযোগ জানান । অভিযোগ আনা হয় সাদ্দামের বিরুদ্ধে (Young man set fire himself in shahjahanpur)৷
বান্ধবীর বাড়িতে গিয়ে গায়ে আগুন: সেই ঘটনার পর মঙ্গলবার রাতে হঠাৎই বান্ধবীর বাড়িতে গিয়ে সাদ্দাম নিজের গায়ে আগুন ধরিয়ে দেন বলে মনে করা হচ্ছে । এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের বিশাল বাহিনী ৷ তড়িঘড়ি অগ্নিদগ্ধ সাদ্দামকে উদ্ধার করে তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ।
আরও পড়ুন: ফিরল শ্রদ্ধা হত্যাকাণ্ডের স্মৃতি ! দিল্লিতে প্রেমিকাকে খুন করে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে ধৃত যুবক
যুবকের গায়ে তরুণীর পরিবার আগুন ধরায় বলে অভিযোগ: যদিও সাদ্দামের অভিযোগ, মেয়েটির পরিবার তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর পর তাঁকে বাড়িতে ডাকে । এরপর তিনি সেই তরুণীর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তরুণীর পরিবারের সদস্যরা তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ৷ তাতেই সাদ্দাম গুরুতর অগ্নিদগ্ধ হন বলে অভিযোগ ।
মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন সাদ্দাম: পুলিশের শীর্ষ আধিকারিক অখণ্ড প্রতাপ সিং বলেন যে, রামচন্দ্র মিশন এলাকায় এক যুবক নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন । যে বাড়িতে এই ঘটনা ঘটে সেই বাড়ির তরুণীর সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল । বর্তমানে অগ্নিদগ্ধ যুবক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷