ETV Bharat / bharat

Sedition Law : 'সত্যি কথা বলা স্বদেশপ্রেম, দেশদ্রোহিতা নয়', রাষ্ট্রদ্রোহ আইন মুলতুবিকে স্বাগত রাহুলের - Congress MP Rahul Gandhi

বুধবার, 11 মে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা ঐতিহাসিক রায়ে জানিয়েছেন ব্রিটিশ আমলের রাষ্ট্রদোহ আইনে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধি এই রায়কে স্বাগত জানিয়ে টুইট করলে তার পাল্টা দিলেন কিরেন রিজিজু (Rahul Welcomes Sedition Law Hold Order) ৷ কংগ্রেসকে অতীত মনে করতে বললেন তিনি ৷ ৷

Rahul Gandhi and Kiren Rijiju Over Sedition Law
কংগ্রেসের রাহুল বনাম বিজেপির কিরন রিজিজু
author img

By

Published : May 12, 2022, 10:10 AM IST

নয়াদিল্লি, 12 মে : দেশের সর্বোচ্চ বিচারালয় 152 বছরের প্রাচীন এবং ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ স্থগিত রাখার ঐতিহাসিক রায় দিয়েছে ৷ বুধবার প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁর নির্দেশে জানিয়েছেন, ব্রিটিশ শাসনধীন ভারতে তৈরি হওয়া এই আইনে নতুন করে কারও বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না ৷ কেন্দ্রীয় সরকার ভারতীয় দণ্ডবিধির 124এ ধারা পুনর্বিবেচনা করে সুপ্রিম কোর্টকে জানাবে ৷ জুলাই মাসে পরবর্তী শুনানি ৷ এই রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Law Minister Kiren Rijiju take a jibe at Congress MP Rahul Gandhi over Sedition Law Order) ৷

তিনি টুইট করে লিখেছেন, "সত্যি কথা বলাটা স্বদেশপ্রেম, দেশদ্রোহিতা নয় ৷ সত্য বলা মানে দেশকে ভালবাসা, দেশের বিরোধিতা করা নয় ৷ সত্য শোনা 'রাজধর্ম' ৷ সত্যকে দুমড়ে মুচড়ে শেষ করাটা ঔদ্ধত্য ৷ ভয় পাবেন না ৷" এরপর তাঁকে আক্রমণ করে বিজেপি সরকারের আইনমন্ত্রী কিরেন রিজিজু পাল্টা টুইট করে জানান, রাহুলের কথাগুলি আসলে ফাঁকা আওয়াজ ৷ তিনি কংগ্রেসকে 'স্বাধীনতা-বিরোধী' (antithesis of freedom) বলে বিঁধে লেখেন, "দেশে যদি এমন কোনও দল থাকে যা স্বাধীনতার বিপক্ষে, যার কাছে প্রতিষ্ঠানের প্রতি গণতন্ত্র এবং শ্রদ্ধা নেই, তাহলে সেই দলটি ভারতীয় জাতীয় কংগ্রেস ৷" দেশভাগের কথা উল্লেখ না করেও কেন্দ্রীয় আইনমন্ত্রী কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করিয়ে লেখেন, "এই দল সবসময় দেশের শক্তিকে ভেঙেচুরে দিয়েছে ৷ ভারতকে ভাগ করার কোনও সুযোগ হাতছাড়া করেনি ৷"

  • सच बोलना देशभक्ति है, देशद्रोह नहीं।
    सच कहना देश प्रेम है, देशद्रोह नहीं।

    सच सुनना राजधर्म है,
    सच कुचलना राजहठ है।

    डरो मत! pic.twitter.com/AvbWVxKh6p

    — Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : SC puts sedition law on hold: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহিতা আইন

স্বাধীনতার আগে ব্রিটিশ-বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধি এবং অন্য বিপ্লবীদের বিরুদ্ধে অন্যতম অস্ত্র ছিল এই আইন ৷ ব্রিটিশরা দেশ ছাড়লেও সেই আইনে এখনও এফআইআর দায়ের করা হয় এবং অনেকেই বন্দি হয়ে রয়েছেন ৷ সুপ্রিম কোর্টের রায়ে নতুন করে আর একজনকেও 124এ-র আওতায় অভিযুক্ত করা যাবে না ৷ গতকাল দেশের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে ৷

  • Empty words by @RahulGandhi

    If there is one party that is the antithesis of freedom, democracy and respect for institutions, it is the Indian National Congress.

    This Party has always stood with Breaking India forces and left no opportunity to divide India. https://t.co/Rajl1pG2v8

    — Kiren Rijiju (@KirenRijiju) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেঞ্চ এও জানিয়েছে, ভবিষ্যতে যদি এরকম কোনও মামলা দায়ের করা হয়, তাহলে অভিযুক্ত আদালতে আবেদন জানাতে পারবে ৷ আদালতও দ্রুত এর নিষ্পত্তি করবে ৷ ইতিমধ্যে যাঁরা ভারতীয় দণ্ডবিধির 124এ ধারায় অভিযুক্ত এবং জেলে বন্দি, তাঁরা আদালতে জামিনের আবেদন জানাতে পারবেন ৷ এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছিল ৷

আরও পড়ুন : Chidambaram and Rijiju on Sedition Law : রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে বিবাদে জড়ালেন চিদম্বরম, রিজিজু

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.