নয়াদিল্লি, 6 এপ্রিল : চলছে গণতন্ত্রের উৎসব ৷ পশ্চিমবঙ্গে আজ 31 টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ পাশাপাশি নজর থাকছে অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির দিকেও ৷ সবমিলিয়ে প্রায় 20 কোটির বেশি মানুষের রায় আজ ইভিএমে বন্দী হচ্ছে ৷
অসমে আজই শেষ দফার নির্বাচন ৷ আর কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে আজই বিধানসভা নির্বাচন ৷ সকাল থেকেই সবক'টি রাজ্যে বুথের বাইরে ভোটারদের লাইন চোখে পড়ার মতো ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা নিয়েছে নির্বাচন কমিশন ৷
অসমে শেষ দফায় ইভিএম বন্দী হচ্ছে 12 টি জেলার 40টি আসনের রায় ৷ এর মধ্যে রয়েছে বিজেপির বর্ষীয়ান নেতা হেমন্ত বিশ্ব শর্মার জালুকবারি বিধানসভা কেন্দ্র ৷ ভাগ্যপরীক্ষা হতে চলেছে 325 জন প্রার্থীর ৷ তাঁদের মধ্যে রয়েছে 12 জন মহিলা প্রার্থী ৷ সবথেকে বেশি প্রার্থী রয়েছে গুয়াহাটিতে ৷ সেখানে নির্বাচনের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন প্রার্থী ৷
আরও পড়ুন : মগরাহাটে বুথ জ্যামের অভিযোগ, ধর্নায় আইএসএফ প্রার্থী
আজ যে 40 টি আসনে ভোট রয়েছে, সেগুলির মধ্যে একটি বড় অংশ কংগ্রেসের শক্ত ঘাঁটি ৷ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, অসমের শেষ দফার ভোটে মানুষের রায় কোনদিকে যাচ্ছে, তার উপর অনেকটাই নির্ভর করছে ফের একবার অসমের বিজেপি সরকার আসবে, নাকি বদল হবে সমীকরণে ৷ সকাল 9 টা পর্যন্ত অসমে ভোট পড়েছে 12.83 শতাংশ ৷
কেরালায় সকাল 9 টা পর্যন্ত ভোট পড়েছে 17.02 শতাংশ ৷ ত্রিপুরা বামেদের হাতছাড়া হওয়ার পর একমাত্র কেরালাতেই এখনও পর্যন্ত উড়ছে বামেদের লাল নিশান ৷ তবে এবারের ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে পিনারাই বিজয়নকে ৷ বঙ্গে জোট হলেও কেরালায় বামদের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেস ৷
অন্যদিকে নজর থাকছে তামিলনাড়ুর দিকেও ৷ সকাল 9 টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে 13.8 শতাংশ ৷ তামিলনাড়ুতে এবার লড়াইটা মূলত ডিএমকে-কংগ্রেস জোট বনাম এআইএডিএমকে-বিজেপির মিলিত শক্তির ৷ লড়াইয়ে রয়েছেন কমল হাসানও ৷
পুদুচেরির 30 আসনের বিধানসভায় টক্কর চলছে ইউপিএ বনাম এনডিএর ৷ কিছুদিন আগেই কংগ্রেস ও ডিএমকের কয়েকজন বিধায়ক ইস্তফা দেওয়ায় এখানে ভেঙে গিয়েছিল কংগ্রেস সরকার ৷ সেখানে দাঁড়িয়ে এখন দেখার পুদুচেরির বিধানসভা নির্বাচনে এবার মানুষের রায় কোনদিকে যায় ৷ সকাল 9 টা পর্যন্ত পুদুচেরিতে ভোট পড়েছে 15.63 শতাংশ ৷