কলকাতা, 26 নভেম্বর: খাতা না-দেখা প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শোকজ করা হয়েছে অভিযুক্ত দুই অধ্যাপককে । বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তাঁদের নাম অভিষেক দাস ও সান্ত্বন চট্টোপাধ্যায় ৷ তাঁদের বক্তব্য জানা যায়নি ৷
তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, দু’জনকেই শুক্রবারের মধ্যে উত্তর দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । তাঁদের কাছ থেকে উত্তর দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর । এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, "আমার অভিযোগগুলো শুনেছি । সব খতিয়ে দেখা হবে ।"
যদিও এই শোকজে খুশি নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পড়ুয়ারা । ফলে তাঁরা অভিযুক্ত অধ্যাপকের ঘরের সামনে তালা লাগিয়ে দেন । সেখানে লিখে দেন "ডিপার্টমেন্ট এথিক্স আন্ডার মেন্টেনেন্স ।" যতক্ষণ না-পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তদের সাসপেন্ড করছে, ততক্ষণ পর্যন্ত তালা লাগানো থাকবে এই ঘরের সামনে, এমনই দাবি পড়ুয়াদের । নাম প্রকাশ্যে অনিচ্ছুক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক পড়ুয়া বলেন, "আমরা শোকজ করতে বলিনি । আমাদের দাবি সাসপেন্ড । যতক্ষণ না সাসপেন্ড করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তালা লাগানো থাকবে ।"
এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি কিশলয় রায় বলেন, "আমরা অনেক আগে থেকেই বলে এসেছি এই বিষয়গুলো । তখন বিষয়টা সাড়া ফেলেনি এত। এখন এক এক জনের সঙ্গে এই ঘটনা ঘটছে । সবাই বুঝতে পারছে । জুটা এই বাড়াবাড়িগুলো বহুদিন ধরেই করছে ।"
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক্সটারনাল পরীক্ষার খাতা না-দেখে নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে । বিষয়টি জানাজানির পর এক্সটারনাল সিমেস্টারের খাতা দেখানোর দাবি তোলেন অন্তর্বর্তী উপাচার্যের কাছে । গত শুক্রবার সেই খাতা পরীক্ষার্থীদের দেখানো হয় । সেখানে দেখা যায় বহু খাতায় বেশ কিছু জায়গায় গড়ে নম্বর দেওয়া হয়েছে । বহু জায়গায় আবার শিক্ষকের সই নেই । তারপর থেকেই শোরগোল পড়ে যায় । অভিযোগ, এর আগে একই ঘটনা হয়েছিল ইন্টারনাল খাতার প্রেক্ষিতে ।