ETV Bharat / bharat

কর্নাটকে শুধু 45 বয়সোর্ধ্বরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ - কর্নাটক

যাঁদের বয়স 45 বছরের উপরে, শুধু তাঁরাই কোভিড টিকার দ্বিতীয় ডোজ পাবেন ৷ নয়া নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার ৷

karnataka-to-give-2nd-dose-only-to-those-above-45-years
কর্নাটকে শুধু 45 বয়সোর্ধ্বরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ
author img

By

Published : May 25, 2021, 2:32 PM IST

বেঙ্গালুরু, 25 মে: শুধুমাত্র যাঁদের বয়স 45 বছরের উপরে, তাঁরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ ৷ টিকার প্রবল সংকটকালে এমনই নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার ৷

একটি সরকারি নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানানো হয়েছে, "রাজ্যে কোভ্যাক্সিনের প্রবল সংকট থাকায় বর্তমানে যে কোভ্যাক্সিনের স্টক রয়েছে, তা দিয়ে শুধুমাত্র 45 বছরের উপরের মানুষদের টিকার দ্বিতীয় ডোজ দিতে নির্দেশ দেওয়া হওয়া হচ্ছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ৷"

আরও পড়ুন: যশ আছড়ে পড়ার আগেই সুন্দরবনে নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল

গত 24 ঘণ্টায় কর্নাটকে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন 25,311 জন ৷ করোনায় আক্রান্ত আরও 529 জনের মৃত্যু হয়েছে ৷ তবে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 57,333 জন ৷ রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্য়া 4,40,435 জন ৷ ব্ল্যাক ফাংগাসেরও প্রকোপ ছড়িয়েছে কর্নাটকে ৷ এখনও পর্যন্ত 446 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 12 জনের ৷

দেশজুড়েই প্রবল আকারে দেখা দিয়েছে টিকার সংকট ৷ টিকার অভাবে সব নাবালকদের টিকা দেওয়ার কর্মসুচি ঘোষণা করা হলেও, বহু রাজ্যে এখনও তা ঠিকমতো করা যায়নি ৷

বেঙ্গালুরু, 25 মে: শুধুমাত্র যাঁদের বয়স 45 বছরের উপরে, তাঁরাই পাবেন কোভিড টিকার দ্বিতীয় ডোজ ৷ টিকার প্রবল সংকটকালে এমনই নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার ৷

একটি সরকারি নির্দেশিকা জারি করে সরকারের তরফে জানানো হয়েছে, "রাজ্যে কোভ্যাক্সিনের প্রবল সংকট থাকায় বর্তমানে যে কোভ্যাক্সিনের স্টক রয়েছে, তা দিয়ে শুধুমাত্র 45 বছরের উপরের মানুষদের টিকার দ্বিতীয় ডোজ দিতে নির্দেশ দেওয়া হওয়া হচ্ছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে ৷"

আরও পড়ুন: যশ আছড়ে পড়ার আগেই সুন্দরবনে নদী বাঁধ উপচে গ্রামে ঢুকছে জল

গত 24 ঘণ্টায় কর্নাটকে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন 25,311 জন ৷ করোনায় আক্রান্ত আরও 529 জনের মৃত্যু হয়েছে ৷ তবে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন 57,333 জন ৷ রাজ্যে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্য়া 4,40,435 জন ৷ ব্ল্যাক ফাংগাসেরও প্রকোপ ছড়িয়েছে কর্নাটকে ৷ এখনও পর্যন্ত 446 জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 12 জনের ৷

দেশজুড়েই প্রবল আকারে দেখা দিয়েছে টিকার সংকট ৷ টিকার অভাবে সব নাবালকদের টিকা দেওয়ার কর্মসুচি ঘোষণা করা হলেও, বহু রাজ্যে এখনও তা ঠিকমতো করা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.