ETV Bharat / bharat

ভোটে লড়তে 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন প্রার্থী ! বিপুল ভোটে পেলেন জয়

kamleshwar dodiyar took loan to became mla from sailana seat of madhya pradesh: কমলেশ্বর দোদিয়ার অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন। গণনার শেষ পর্বে যখন কমলেশ্বর জয়ের দিকে এগোচ্ছেন, তখন তাঁর মা সীতাবাই কাজে চলে গিয়েছেন। কমলেশ্বরের পুরো পরিবারই একটি কুঁড়েঘরে থাকে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কুঁড়েঘরের ওপর টারপলিন দিয়ে ঢেকে দিতে হয়। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রবীণ কমলেশ্বর দোদিয়ার ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 7:02 AM IST

ভোপাল, 4 নভেম্বর: বিজেপির বিরাট জয়ের ঢেউয়ের মধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভায় ঢুকে পড়েছে আরও একটি নতুন দল। 33 বছর বয়সী কমলেশ্বর দোদিয়ার 'ভারত আদিবাসী পার্টি'র টিকিটে কংগ্রেস প্রার্থী হর্ষ বিজয় গেহলতকে হারিয়ে জয়ী হয়েছেন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 12 লক্ষ টাকা ধারও করেছেন কমলেশ্বর ।

কমলেশ্বর দোদিয়ার অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন। গণনার শেষ পর্বে যখন কমলেশ্বর জয়ের দিকে এগোচ্ছেন, তখন তাঁর মা সীতাবাই কাজে চলে গিয়েছেন। কমলেশ্বরের পুরো পরিবারই একটি কুঁড়েঘরে থাকে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কুঁড়েঘরের ওপর টারপলিন দিয়ে ঢেকে দিতে হয়। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রবীণ কমলেশ্বর দোদিয়ার । স্কুল শিক্ষার পর চরম দারিদ্রের মধ্যেই স্নাতক হয়েছেন কমলেশ্বর। এরপর তিনি রাজস্থানের কোটায় চার বছর শ্রমিক হিসেবে কাজ করেন। কলেজে পড়ার সময় তিনি টিকিট বিতরণ করেও জীবিকা নির্বাহ করতেন। পরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জয়াস সংগঠনে যোগ দেন।

প্রথমবার তিনি ভারত আদিবাসী পার্টির টিকিটে সাইলানা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জানা যায়, কমলেশ্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গণনার সময় যখন তিনি জয়ের কাছাকাছি আসছেন, তখন তার মা কাজে চলে যান। জেতার পরও তাঁর পরিবার জানতেন না যে, কমলেশ্বর নির্বাচনে জিতেছেন। পরিবার এখন খুশি হলেও ছেলে এলাকার জন্য ভালো কিছু করবে বলে আশাবাদী তাঁরা। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছেন । বিজেপি তৃতীয় স্থানে রয়েছে। কমলেশ্বর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হর্ষ বিজয় গেহলত এবং বিজেপির সঙ্গীতা চারেলের মুখোমুখি হয়েছেন।

বিজেপির বিপুল জয়ের মাঝেও কমলেশ্বর চার হাজার 648 ভোটে জিতেছেন। কমলেশ্বর পেয়েছেন 71 হাজার 219টি ভোট আর কংগ্রেস পেয়েছে 66 হাজার 601 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির সঙ্গীতা চারেল। এই বিধানসভা আসনে রাজ্যের সর্বোচ্চ 90.8 শতাংশ ভোট পড়েছে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে, এসপি, বিএসপি, আপ-এর মতো দলগুলি তাদের খাতাও খুলতে পারেনি। তবে এই দলটি ডালখাম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যদিও একটি প্রার্থীও জিততে পারেনি। এবার বিএসপি গন্ডোয়ানা রিপাবলিক পার্টির সঙ্গে জোট করেছে।

ভোপাল, 4 নভেম্বর: বিজেপির বিরাট জয়ের ঢেউয়ের মধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভায় ঢুকে পড়েছে আরও একটি নতুন দল। 33 বছর বয়সী কমলেশ্বর দোদিয়ার 'ভারত আদিবাসী পার্টি'র টিকিটে কংগ্রেস প্রার্থী হর্ষ বিজয় গেহলতকে হারিয়ে জয়ী হয়েছেন। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 12 লক্ষ টাকা ধারও করেছেন কমলেশ্বর ।

কমলেশ্বর দোদিয়ার অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এসেছেন। গণনার শেষ পর্বে যখন কমলেশ্বর জয়ের দিকে এগোচ্ছেন, তখন তাঁর মা সীতাবাই কাজে চলে গিয়েছেন। কমলেশ্বরের পুরো পরিবারই একটি কুঁড়েঘরে থাকে। বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে কুঁড়েঘরের ওপর টারপলিন দিয়ে ঢেকে দিতে হয়। প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রবীণ কমলেশ্বর দোদিয়ার । স্কুল শিক্ষার পর চরম দারিদ্রের মধ্যেই স্নাতক হয়েছেন কমলেশ্বর। এরপর তিনি রাজস্থানের কোটায় চার বছর শ্রমিক হিসেবে কাজ করেন। কলেজে পড়ার সময় তিনি টিকিট বিতরণ করেও জীবিকা নির্বাহ করতেন। পরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জয়াস সংগঠনে যোগ দেন।

প্রথমবার তিনি ভারত আদিবাসী পার্টির টিকিটে সাইলানা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জানা যায়, কমলেশ্বর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 12 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। গণনার সময় যখন তিনি জয়ের কাছাকাছি আসছেন, তখন তার মা কাজে চলে যান। জেতার পরও তাঁর পরিবার জানতেন না যে, কমলেশ্বর নির্বাচনে জিতেছেন। পরিবার এখন খুশি হলেও ছেলে এলাকার জন্য ভালো কিছু করবে বলে আশাবাদী তাঁরা। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পরাজিত হয়েছেন । বিজেপি তৃতীয় স্থানে রয়েছে। কমলেশ্বর কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হর্ষ বিজয় গেহলত এবং বিজেপির সঙ্গীতা চারেলের মুখোমুখি হয়েছেন।

বিজেপির বিপুল জয়ের মাঝেও কমলেশ্বর চার হাজার 648 ভোটে জিতেছেন। কমলেশ্বর পেয়েছেন 71 হাজার 219টি ভোট আর কংগ্রেস পেয়েছে 66 হাজার 601 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপির সঙ্গীতা চারেল। এই বিধানসভা আসনে রাজ্যের সর্বোচ্চ 90.8 শতাংশ ভোট পড়েছে। মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে, এসপি, বিএসপি, আপ-এর মতো দলগুলি তাদের খাতাও খুলতে পারেনি। তবে এই দলটি ডালখাম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল যদিও একটি প্রার্থীও জিততে পারেনি। এবার বিএসপি গন্ডোয়ানা রিপাবলিক পার্টির সঙ্গে জোট করেছে।

আরও পড়ুন

ভারতীয় সংস্কৃতি অনুসারে নৌবাহিনীর পদের নামকরণ হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

দুই জঙ্গিগোষ্ঠীর গুলির লড়াইয়ে মণিপুরে 13 জনের মৃত্যু

মিজোরামে সরকার গঠনের পথে জেডপিএম, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন লালডুহোমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.