ETV Bharat / bharat

JK Prisons DGP Murder: ভূস্বর্গে শীর্ষ পুলিশকর্তার দেহ উদ্ধার, হত্যা বলে প্রাথমিক অনুমান - পুলিশকর্তার দেহ উদ্ধার

জম্মু ও কাশ্মীরের ডিজি কারা হেমন্ত কুমার লোহিয়ার দেহ (Hemant Kumar Lohia) উদ্ধার হল ৷ তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

Jammu and Kashmir prisons DGP Hemant Kumar Lohia found dead cops suspect murder
ভূস্বর্গের শীর্ষ পুলিশকর্তার দেহ উদ্ধার, হত্যা বলে প্রাথমিক অনুমান
author img

By

Published : Oct 4, 2022, 7:56 AM IST

শ্রীনগর, 4 অক্টোবর: জম্মু ও কাশ্মীর (JK Prisons DGP Murder) পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন হেমন্ত কুমার লোহিয়ার (Hemant Kumar Lohia) দেহ উদ্ধার হল তাঁর বন্ধুর বাড়ি থেকে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি একটি হত্যাকাণ্ড ৷

জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, "সন্দেহজনক পরিস্থিতিতে মিলেছে কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ ৷ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে ৷" তিনি জানিয়েছেন, লোহিয়ার পরিচারক পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল (Hemant Kumar Lohia found dead)৷

মুকেশ সিং আরও জানিয়েছেন যে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে গিয়েছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের শীর্ষ কর্তার প্রয়াণে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ লোহিয়ার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: উপত্যকায় জোড়া বাস বিস্ফোরণ, গ্রেফতার একাধিক সন্দেহভাজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হেমন্ত কুমার লোহিয়ার দেহ ৷ রাজৌরিতে বাড়ি রাজীবের ৷

শ্রীনগর, 4 অক্টোবর: জম্মু ও কাশ্মীর (JK Prisons DGP Murder) পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন হেমন্ত কুমার লোহিয়ার (Hemant Kumar Lohia) দেহ উদ্ধার হল তাঁর বন্ধুর বাড়ি থেকে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি একটি হত্যাকাণ্ড ৷

জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, "সন্দেহজনক পরিস্থিতিতে মিলেছে কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ ৷ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে ৷" তিনি জানিয়েছেন, লোহিয়ার পরিচারক পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল (Hemant Kumar Lohia found dead)৷

মুকেশ সিং আরও জানিয়েছেন যে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে গিয়েছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের শীর্ষ কর্তার প্রয়াণে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ লোহিয়ার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন: উপত্যকায় জোড়া বাস বিস্ফোরণ, গ্রেফতার একাধিক সন্দেহভাজন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হেমন্ত কুমার লোহিয়ার দেহ ৷ রাজৌরিতে বাড়ি রাজীবের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.