ETV Bharat / bharat

National Film Awards 2023: জাতীয় মঞ্চে বাজিমাত গণেশ-বকুলের, দু’টি পুরস্কার এল ঝিল্লির ঝুলিতে - ঈশান ঘোষ

69তম জাতীয় চলচিত্র পুরস্কারের মঞ্চে দু’টি পুরস্কার এসেছে ‘ঝিল্লি’র ঝুলিতে ৷ ফিচার ফিল্ম ‘স্পেশাল মেনসন’ ও সাউন্ড ডিজাইন বিভাগে সেরার পুরস্কার জিতে নিয়েছে ঈশান ঘোষ পরিচালিত ঝিল্লি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 7:38 PM IST

Updated : Aug 24, 2023, 8:51 PM IST

নয়াদিল্লি, 24 অগস্ট: লাইক ফাদার লাইক সন ৷ 'শঙ্খচিল' ছবিতে সিনেমাটোগ্রাফির জন্য বাবার ঝুলিতে এসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সিনেমাটোগ্রাফির পুরস্কার ৷ এবার জাতীয় পুরস্কারের মঞ্চেও বাজিমাত গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষের ৷ বৃহস্পতিবার নয়াদিল্লির মিডিয়ায় সেন্টারে ঘোষিত হয়েছে, 69তম জাতীয় চলচ্চিত্র মাধ্যমে কারা পেয়েছেন সেরার শিরোপা ৷ সেই তালিকায় জায়গা করে নিয়েছে ঈশান ঘোষ পরিচালিত 'ঝিল্লি' ৷ 69তম জাতীয় চলচিত্র পুরস্কারের মঞ্চে দু’টি পুরস্কার এসেছে ‘ঝিল্লি’র ঝুলিতে ৷

এই ছবি প্রযোজনা করেছিলেন গৌতম ঘোষ ৷ বাবা-ছেলে জুটি’র হাত ধরে জাতীয় মঞ্চে ফের একবার জয়জয়কার বাংলা সিনেমার ৷ ফিচার ফিল্ম ‘স্পেশাল মেনসন’ বিভাগে পুরস্কৃত হয়েছে ঝিল্লি ৷ বিতান বিশ্বাস ও অরণ্য গুপ্ত পুরস্কৃত হয়েছে এই বিভাগে ৷ অন্যদিকে ঝিল্লি’র জন্য সাউন্ড ডিজাইন বিভাগে সেরার পুরস্কার গিয়েছে অনীশ বসুর ঝুলিতে ৷

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

প্রায় চার বছরের বেশি সময় ধরে ছবির শুটিং করেছিলেন পরিচালক ঈশান ঘোষ ৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি পরিচালক গৌতম ঘোষের ছেলে ৷ কিন্তু সততা ও কঠিন পরিশ্রম এই ছবির ঝুলিতে এনে দিয়েছে সেরার সেরা পুরস্কার ৷ ছবি তৈরির শুরুর দিকে ছিল না তেমন কোনও বাজেট ৷ এগিয়ে এসেছিলেন বাবা গৌতম ঘোষ ৷ এই ছবির প্রযোজক তিনিই ৷ ক’জন বন্ধু মিলে শুরু করেছিলেন এই ছবির জার্নি ৷ কলকাতার ধাপার জনজীবন ছিল এই ছবির প্রেক্ষাপট ৷ সেই সকল মানুষদের কঠিন লড়াই চিত্রায়ন করা হয়েছে পর্দায় ৷ বকুল (অরণ্য গুপ্ত) এবং তার দুই বন্ধু শম্ভু (শম্ভুনাথ দে) ও গণেশ (বিতান বিশ্বাস)- এই তিন জনের ছোট ছোট চাওয়া-পাওয়া এবং হতাশা ছবির গতিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷

পাশাপাশি পুরস্কার গিয়েছে বাংলা ছবি 'কালকক্ষ'র ঝুলিতে ৷ লকডাউনের সময় সকলেই ছিলেন ঘরবন্দি ৷ তবে ধনী ও নিম্নবিত্তের মাঝখানে আটকে তাকা মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি ঠিক কেমন, তাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল কালকক্ষ ৷ এবার বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে সেরা ছবির শিরোপা পেল 'কালকক্ষ' ৷

নয়াদিল্লি, 24 অগস্ট: লাইক ফাদার লাইক সন ৷ 'শঙ্খচিল' ছবিতে সিনেমাটোগ্রাফির জন্য বাবার ঝুলিতে এসেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সিনেমাটোগ্রাফির পুরস্কার ৷ এবার জাতীয় পুরস্কারের মঞ্চেও বাজিমাত গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষের ৷ বৃহস্পতিবার নয়াদিল্লির মিডিয়ায় সেন্টারে ঘোষিত হয়েছে, 69তম জাতীয় চলচ্চিত্র মাধ্যমে কারা পেয়েছেন সেরার শিরোপা ৷ সেই তালিকায় জায়গা করে নিয়েছে ঈশান ঘোষ পরিচালিত 'ঝিল্লি' ৷ 69তম জাতীয় চলচিত্র পুরস্কারের মঞ্চে দু’টি পুরস্কার এসেছে ‘ঝিল্লি’র ঝুলিতে ৷

এই ছবি প্রযোজনা করেছিলেন গৌতম ঘোষ ৷ বাবা-ছেলে জুটি’র হাত ধরে জাতীয় মঞ্চে ফের একবার জয়জয়কার বাংলা সিনেমার ৷ ফিচার ফিল্ম ‘স্পেশাল মেনসন’ বিভাগে পুরস্কৃত হয়েছে ঝিল্লি ৷ বিতান বিশ্বাস ও অরণ্য গুপ্ত পুরস্কৃত হয়েছে এই বিভাগে ৷ অন্যদিকে ঝিল্লি’র জন্য সাউন্ড ডিজাইন বিভাগে সেরার পুরস্কার গিয়েছে অনীশ বসুর ঝুলিতে ৷

আরও পড়ুন: চলচ্চিত্র জগতে জাতীয় পুরস্কার কাদের মুকুটে উঠল, রইল তালিকা

প্রায় চার বছরের বেশি সময় ধরে ছবির শুটিং করেছিলেন পরিচালক ঈশান ঘোষ ৷ তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি পরিচালক গৌতম ঘোষের ছেলে ৷ কিন্তু সততা ও কঠিন পরিশ্রম এই ছবির ঝুলিতে এনে দিয়েছে সেরার সেরা পুরস্কার ৷ ছবি তৈরির শুরুর দিকে ছিল না তেমন কোনও বাজেট ৷ এগিয়ে এসেছিলেন বাবা গৌতম ঘোষ ৷ এই ছবির প্রযোজক তিনিই ৷ ক’জন বন্ধু মিলে শুরু করেছিলেন এই ছবির জার্নি ৷ কলকাতার ধাপার জনজীবন ছিল এই ছবির প্রেক্ষাপট ৷ সেই সকল মানুষদের কঠিন লড়াই চিত্রায়ন করা হয়েছে পর্দায় ৷ বকুল (অরণ্য গুপ্ত) এবং তার দুই বন্ধু শম্ভু (শম্ভুনাথ দে) ও গণেশ (বিতান বিশ্বাস)- এই তিন জনের ছোট ছোট চাওয়া-পাওয়া এবং হতাশা ছবির গতিকে এগিয়ে নিয়ে গিয়েছে ৷

পাশাপাশি পুরস্কার গিয়েছে বাংলা ছবি 'কালকক্ষ'র ঝুলিতে ৷ লকডাউনের সময় সকলেই ছিলেন ঘরবন্দি ৷ তবে ধনী ও নিম্নবিত্তের মাঝখানে আটকে তাকা মধ্যবিত্ত পরিবারের পরিস্থিতি ঠিক কেমন, তাই ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবিতে ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছিল কালকক্ষ ৷ এবার বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে সেরা ছবির শিরোপা পেল 'কালকক্ষ' ৷

Last Updated : Aug 24, 2023, 8:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.