কলকাতা, 19 ডিসেম্বর: বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির অশোকা হোটেলে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূল বৈঠক শুরু হতে এখনও সময় বাকি আছে । বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গতকালই তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য বিজেপি সরকারকে উৎখাত ৷ সেই প্রয়োজনে এ রাজ্যের সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে তিনি রাজি । যদিও এক্ষেত্রে তিনি বার্তা দিয়েছিলেন, দলের স্বার্থ নয় বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে ইন্ডিয়া জোটের শরিকদের ।
এ দিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন মাস বাদে বিরোধী জোটের নেতারা পরস্পরের মুখোমুখি বসছেন । ইতিমধ্যেই আসন বিন্যাস নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা হোক, এই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের একাধিক নেতা । যেহেতু লোকসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে, তাই এ দিনের বৈঠকে যতদূর জানা যাচ্ছে আসন সমঝোতার বিষয়টিকেই বাড়তি গুরুত্ব দিয়ে আলোচনা হবে । এ ক্ষেত্রে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকেরা মনে করছেন 70% আসনে যদি একের বিরুদ্ধে এক লড়াই করা যেতে পারে, সে ক্ষেত্রে বিজেপিকে হারানো সম্ভব ।
-
#WATCH | Delhi: Shiv Sena (UBT) chief Uddhav Thackeray met West Bengal CM Mamata Banerjee, this afternoon.
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
TMC MP Abhishek Banerjee, Shiv Sena (UBT) leaders Aaditya Thackeray, Sanjay Raut and Priyanka Chaturvedi were also present.
(Source: Shiv Sena (UBT) MP Arvind Sawant's… pic.twitter.com/0JxC3O3AwR
">#WATCH | Delhi: Shiv Sena (UBT) chief Uddhav Thackeray met West Bengal CM Mamata Banerjee, this afternoon.
— ANI (@ANI) December 19, 2023
TMC MP Abhishek Banerjee, Shiv Sena (UBT) leaders Aaditya Thackeray, Sanjay Raut and Priyanka Chaturvedi were also present.
(Source: Shiv Sena (UBT) MP Arvind Sawant's… pic.twitter.com/0JxC3O3AwR#WATCH | Delhi: Shiv Sena (UBT) chief Uddhav Thackeray met West Bengal CM Mamata Banerjee, this afternoon.
— ANI (@ANI) December 19, 2023
TMC MP Abhishek Banerjee, Shiv Sena (UBT) leaders Aaditya Thackeray, Sanjay Raut and Priyanka Chaturvedi were also present.
(Source: Shiv Sena (UBT) MP Arvind Sawant's… pic.twitter.com/0JxC3O3AwR
জানা গিয়েছে, এ দিনের বৈঠকে আসন সমঝোতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে । পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব এবং কেরল - এই সমস্ত রাজ্যে আসন সমঝোতা নিয়ে জোট শরিকদের মধ্যে জটিলতা রয়েছে। এ রাজ্যে এবং কেরলে সিপিএম জোট চাইছে না। সীতারাম ইয়েচুরি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন সিপিএম ও তৃণমূল জোট হবে না । একইভাবে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে তারা জোট চায় না । এই অবস্থায় কংগ্রেস হাইকম্যান্ডকে সিদ্ধান্ত নিতে হবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না । মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন এই ব্যাপারে একটা চূড়ান্ত নিষ্পত্তি হোক । নীতিগতভাবে তিনি জোট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ তৈরি করতে পারেন ।
গতকাল মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে, এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হলে দুটি আসন তারা কংগ্রেসকে ছাড়তে পারে । এই দুটি আসন নিয়ে জোটে যেতে কংগ্রেস এ রাজ্যে কতটা ইচ্ছুক হবে সেইটাও এই মুহূর্তে বড় প্রশ্ন । এ দিন এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, "আমরা সবসময় চাই রাজ্যে শক্তিশালী হোক কংগ্রেস । এ ক্ষেত্রে আমাদের অবস্থান আমরা হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি ৷ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড । যেহেতু এই মুহূর্তে আমি ওই যৌথ জোট বৈঠকে নেই, কাজেই এখানে কী চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা বলা মুশকিল আমার পক্ষে । তবে আমরা আশা করব, রাজ্য কংগ্রেসের স্বার্থ উপেক্ষা করে জোটের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না হাইকমান্ড।"
-
#WATCH | Meeting of the INDIA Alliance to begin shortly, in Delhi. pic.twitter.com/1pwiA5GBay
— ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Meeting of the INDIA Alliance to begin shortly, in Delhi. pic.twitter.com/1pwiA5GBay
— ANI (@ANI) December 19, 2023#WATCH | Meeting of the INDIA Alliance to begin shortly, in Delhi. pic.twitter.com/1pwiA5GBay
— ANI (@ANI) December 19, 2023
এ দিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপিকে হারাতে পুরোপুরি সক্ষম তৃণমূল কংগ্রেস । আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে অন্তত বিজেপির পরাজয় নিশ্চিত । কিন্তু দলনেত্রী বলছেন বিজেপিকে হারানোর স্বার্থে যৌথ লড়াইয়ের কথা ৷ সে ক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে যা সিদ্ধান্ত তিনি নেবেন সেটাই চূড়ান্ত । সুদীপের মতে, জোট হোক অথবা না হোক, এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সক্ষম তৃণমূল ৷ এই অবস্থায় যতই আসন সমঝোতা নিয়ে আলোচনা হোক, মূল জট এ দিনের বৈঠকে যে কাটানো যাবে, সে বিষয়ে এখনই নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না । সিপিএম তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তৃণমূলের সঙ্গে জোট হবে না । অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের কথায় স্পষ্ট তারা এখনও একত্রে লড়াইয়ের জন্য মানসিকতা তৈরি করতে পারেনি ।
এই বিষয়টিকেই এ দিন কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলছেন, "ইতিমধ্যেই এতগুলো বৈঠক হয়েছে ৷ সেখানে চা খাওয়া ছাড়া আর হয়েছেটা কী । এখনও পর্যন্ত ওরা এ বিষয়ে নিশ্চিত নয়, একসঙ্গে লড়াই করতে পারবে কিনা ! তাহলে বিজেপিকে হারাবে কীভাবে ?"
আরও পড়ুন: