ETV Bharat / bharat

'ইন্ডিয়া'র বৈঠকে মমতা-অভিষেক, জট কাটিয়ে আসন সমঝোতা সম্ভব হবে ? উঠছে প্রশ্ন

Mamata-Abhishek in INDIA Meeting: বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এ বার জট কাটিয়ে আসন সমঝোতায় কী যাওয়া সম্ভব হবে ? এই নিয়েই উঠছে প্রশ্ন ৷

INDIA bloc meeting
ইন্ডিয়ার বৈঠকে মমতা-অভিষেক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 3:35 PM IST

Updated : Dec 19, 2023, 3:45 PM IST

কলকাতা, 19 ডিসেম্বর: বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির অশোকা হোটেলে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূল বৈঠক শুরু হতে এখনও সময় বাকি আছে । বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গতকালই তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য বিজেপি সরকারকে উৎখাত ৷ সেই প্রয়োজনে এ রাজ্যের সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে তিনি রাজি । যদিও এক্ষেত্রে তিনি বার্তা দিয়েছিলেন, দলের স্বার্থ নয় বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে ইন্ডিয়া জোটের শরিকদের ।

এ দিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন মাস বাদে বিরোধী জোটের নেতারা পরস্পরের মুখোমুখি বসছেন । ইতিমধ্যেই আসন বিন্যাস নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা হোক, এই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের একাধিক নেতা । যেহেতু লোকসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে, তাই এ দিনের বৈঠকে যতদূর জানা যাচ্ছে আসন সমঝোতার বিষয়টিকেই বাড়তি গুরুত্ব দিয়ে আলোচনা হবে । এ ক্ষেত্রে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকেরা মনে করছেন 70% আসনে যদি একের বিরুদ্ধে এক লড়াই করা যেতে পারে, সে ক্ষেত্রে বিজেপিকে হারানো সম্ভব ।

  • #WATCH | Delhi: Shiv Sena (UBT) chief Uddhav Thackeray met West Bengal CM Mamata Banerjee, this afternoon.

    TMC MP Abhishek Banerjee, Shiv Sena (UBT) leaders Aaditya Thackeray, Sanjay Raut and Priyanka Chaturvedi were also present.

    (Source: Shiv Sena (UBT) MP Arvind Sawant's… pic.twitter.com/0JxC3O3AwR

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, এ দিনের বৈঠকে আসন সমঝোতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে । পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব এবং কেরল - এই সমস্ত রাজ্যে আসন সমঝোতা নিয়ে জোট শরিকদের মধ্যে জটিলতা রয়েছে। এ রাজ্যে এবং কেরলে সিপিএম জোট চাইছে না। সীতারাম ইয়েচুরি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন সিপিএম ও তৃণমূল জোট হবে না । একইভাবে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে তারা জোট চায় না । এই অবস্থায় কংগ্রেস হাইকম্যান্ডকে সিদ্ধান্ত নিতে হবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না । মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন এই ব্যাপারে একটা চূড়ান্ত নিষ্পত্তি হোক । নীতিগতভাবে তিনি জোট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ তৈরি করতে পারেন ।

গতকাল মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে, এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হলে দুটি আসন তারা কংগ্রেসকে ছাড়তে পারে । এই দুটি আসন নিয়ে জোটে যেতে কংগ্রেস এ রাজ্যে কতটা ইচ্ছুক হবে সেইটাও এই মুহূর্তে বড় প্রশ্ন । এ দিন এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, "আমরা সবসময় চাই রাজ্যে শক্তিশালী হোক কংগ্রেস । এ ক্ষেত্রে আমাদের অবস্থান আমরা হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি ৷ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড । যেহেতু এই মুহূর্তে আমি ওই যৌথ জোট বৈঠকে নেই, কাজেই এখানে কী চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা বলা মুশকিল আমার পক্ষে । তবে আমরা আশা করব, রাজ্য কংগ্রেসের স্বার্থ উপেক্ষা করে জোটের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না হাইকমান্ড।"

এ দিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপিকে হারাতে পুরোপুরি সক্ষম তৃণমূল কংগ্রেস । আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে অন্তত বিজেপির পরাজয় নিশ্চিত । কিন্তু দলনেত্রী বলছেন বিজেপিকে হারানোর স্বার্থে যৌথ লড়াইয়ের কথা ৷ সে ক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে যা সিদ্ধান্ত তিনি নেবেন সেটাই চূড়ান্ত । সুদীপের মতে, জোট হোক অথবা না হোক, এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সক্ষম তৃণমূল ৷ এই অবস্থায় যতই আসন সমঝোতা নিয়ে আলোচনা হোক, মূল জট এ দিনের বৈঠকে যে কাটানো যাবে, সে বিষয়ে এখনই নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না । সিপিএম তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তৃণমূলের সঙ্গে জোট হবে না । অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের কথায় স্পষ্ট তারা এখনও একত্রে লড়াইয়ের জন্য মানসিকতা তৈরি করতে পারেনি ।

এই বিষয়টিকেই এ দিন কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলছেন, "ইতিমধ্যেই এতগুলো বৈঠক হয়েছে ৷ সেখানে চা খাওয়া ছাড়া আর হয়েছেটা কী । এখনও পর্যন্ত ওরা এ বিষয়ে নিশ্চিত নয়, একসঙ্গে লড়াই করতে পারবে কিনা ! তাহলে বিজেপিকে হারাবে কীভাবে ?"

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
  2. মঙ্গলের দুপুরে ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক, আসন সমোঝাতা চূড়ান্ত করায় জোর তৃণমূলের
  3. সুপ্রিয়া সুলে-শশী থারুর-সহ লোকসভা থেকে সাসপেন্ড আরও 49 সাংসদ, গত 2 দিনে 141

কলকাতা, 19 ডিসেম্বর: বিরোধী দলগুলির জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির অশোকা হোটেলে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় । মূল বৈঠক শুরু হতে এখনও সময় বাকি আছে । বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গতকালই তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য বিজেপি সরকারকে উৎখাত ৷ সেই প্রয়োজনে এ রাজ্যের সিপিএম ও কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে তিনি রাজি । যদিও এক্ষেত্রে তিনি বার্তা দিয়েছিলেন, দলের স্বার্থ নয় বৃহত্তর স্বার্থের কথা ভাবতে হবে ইন্ডিয়া জোটের শরিকদের ।

এ দিনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন মাস বাদে বিরোধী জোটের নেতারা পরস্পরের মুখোমুখি বসছেন । ইতিমধ্যেই আসন বিন্যাস নিয়ে জরুরি ভিত্তিতে আলোচনা হোক, এই দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী জোটের একাধিক নেতা । যেহেতু লোকসভা নির্বাচন দোরগোড়ায় রয়েছে, তাই এ দিনের বৈঠকে যতদূর জানা যাচ্ছে আসন সমঝোতার বিষয়টিকেই বাড়তি গুরুত্ব দিয়ে আলোচনা হবে । এ ক্ষেত্রে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিকেরা মনে করছেন 70% আসনে যদি একের বিরুদ্ধে এক লড়াই করা যেতে পারে, সে ক্ষেত্রে বিজেপিকে হারানো সম্ভব ।

  • #WATCH | Delhi: Shiv Sena (UBT) chief Uddhav Thackeray met West Bengal CM Mamata Banerjee, this afternoon.

    TMC MP Abhishek Banerjee, Shiv Sena (UBT) leaders Aaditya Thackeray, Sanjay Raut and Priyanka Chaturvedi were also present.

    (Source: Shiv Sena (UBT) MP Arvind Sawant's… pic.twitter.com/0JxC3O3AwR

    — ANI (@ANI) December 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জানা গিয়েছে, এ দিনের বৈঠকে আসন সমঝোতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে । পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব এবং কেরল - এই সমস্ত রাজ্যে আসন সমঝোতা নিয়ে জোট শরিকদের মধ্যে জটিলতা রয়েছে। এ রাজ্যে এবং কেরলে সিপিএম জোট চাইছে না। সীতারাম ইয়েচুরি প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন সিপিএম ও তৃণমূল জোট হবে না । একইভাবে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে তারা জোট চায় না । এই অবস্থায় কংগ্রেস হাইকম্যান্ডকে সিদ্ধান্ত নিতে হবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে তারা তৃণমূলের সঙ্গে জোটে যাবে কি না । মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইছেন এই ব্যাপারে একটা চূড়ান্ত নিষ্পত্তি হোক । নীতিগতভাবে তিনি জোট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ তৈরি করতে পারেন ।

গতকাল মুখ্যমন্ত্রী একটা ইঙ্গিত দিয়েছিলেন যে, এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হলে দুটি আসন তারা কংগ্রেসকে ছাড়তে পারে । এই দুটি আসন নিয়ে জোটে যেতে কংগ্রেস এ রাজ্যে কতটা ইচ্ছুক হবে সেইটাও এই মুহূর্তে বড় প্রশ্ন । এ দিন এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, "আমরা সবসময় চাই রাজ্যে শক্তিশালী হোক কংগ্রেস । এ ক্ষেত্রে আমাদের অবস্থান আমরা হাইকমান্ডকে জানিয়ে দিয়েছি ৷ এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকমান্ড । যেহেতু এই মুহূর্তে আমি ওই যৌথ জোট বৈঠকে নেই, কাজেই এখানে কী চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা বলা মুশকিল আমার পক্ষে । তবে আমরা আশা করব, রাজ্য কংগ্রেসের স্বার্থ উপেক্ষা করে জোটের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে না হাইকমান্ড।"

এ দিন এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে বিজেপিকে হারাতে পুরোপুরি সক্ষম তৃণমূল কংগ্রেস । আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যে অন্তত বিজেপির পরাজয় নিশ্চিত । কিন্তু দলনেত্রী বলছেন বিজেপিকে হারানোর স্বার্থে যৌথ লড়াইয়ের কথা ৷ সে ক্ষেত্রে আসন সমঝোতা নিয়ে যা সিদ্ধান্ত তিনি নেবেন সেটাই চূড়ান্ত । সুদীপের মতে, জোট হোক অথবা না হোক, এ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সক্ষম তৃণমূল ৷ এই অবস্থায় যতই আসন সমঝোতা নিয়ে আলোচনা হোক, মূল জট এ দিনের বৈঠকে যে কাটানো যাবে, সে বিষয়ে এখনই নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না । সিপিএম তো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তৃণমূলের সঙ্গে জোট হবে না । অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের কথায় স্পষ্ট তারা এখনও একত্রে লড়াইয়ের জন্য মানসিকতা তৈরি করতে পারেনি ।

এই বিষয়টিকেই এ দিন কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলছেন, "ইতিমধ্যেই এতগুলো বৈঠক হয়েছে ৷ সেখানে চা খাওয়া ছাড়া আর হয়েছেটা কী । এখনও পর্যন্ত ওরা এ বিষয়ে নিশ্চিত নয়, একসঙ্গে লড়াই করতে পারবে কিনা ! তাহলে বিজেপিকে হারাবে কীভাবে ?"

আরও পড়ুন:

  1. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের
  2. মঙ্গলের দুপুরে ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক, আসন সমোঝাতা চূড়ান্ত করায় জোর তৃণমূলের
  3. সুপ্রিয়া সুলে-শশী থারুর-সহ লোকসভা থেকে সাসপেন্ড আরও 49 সাংসদ, গত 2 দিনে 141
Last Updated : Dec 19, 2023, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.