ETV Bharat / bharat

জাতীয় পতাকার অপমানে স্তম্ভিত দেশ, মন কি বাতে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি আগেই নিন্দা করেছিলেন । এবার প্রধানমন্ত্রীও সাধারণতন্ত্র দিবসে লালকেল্লার ঘটনার তীব্র নিন্দা করলেন ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jan 31, 2021, 1:25 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি : ট্র্যাক্টর ব়্যালিকে কেন্দ্র করে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "26 জানুয়ারি যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তা দেখে স্তম্ভিত গোটা দেশ ।"

জাতীয় পতাকার 'অপমান' উল্লেখ করলেও সরাসরি কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী । আজ মন কি বাতের 73 তম পর্বে কৃষি আইন নিয়ে নতুন কিছু বলতেও যায়নি নরেন্দ্র মোদিকে ।

আরও পড়ুন : হিংসার পর থেকে হদিশ নেই লালকেল্লার কিছু পুরাকীর্তির, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

লালকেল্লায় সাধারণতন্ত্র দিবসের ট্র্যাক্টর ব়্যালি রীতিমতো তাণ্ডবের রূপ নিয়েছিল । লালকেল্লায় উড়েছিল কৃষকদের পতাকা ৷ লালকেল্লার যেখানে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার সেখানেই আন্দোলনকারী কৃষকরা পতাকা উত্তোলন করেন ৷ আর এই নিয়েই যাবতীয় বিতর্কের শুরু হয়েছে । একাংশ বলছেন, কৃষকরা জাতীয় পতাকা খোলেননি । জাতীয় পতাকার সামনের একটি খুঁটিতে উড়ছিল আন্দোলনকারীদের পতাকা । অন্য একটি অংশের অভিযোগ, জাতীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছিল ।

বাজেট অধিবেশন শুরুর আগে ভাষণে আগেই এর নিন্দা করেছিলেন রাষ্ট্রপতি । এবার প্রধানমন্ত্রীর কথাতেও উঠে এল সেই কথা ।

নয়াদিল্লি, 31 জানুয়ারি : ট্র্যাক্টর ব়্যালিকে কেন্দ্র করে সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "26 জানুয়ারি যেভাবে জাতীয় পতাকার অপমান করা হয়েছে তা দেখে স্তম্ভিত গোটা দেশ ।"

জাতীয় পতাকার 'অপমান' উল্লেখ করলেও সরাসরি কৃষক বিক্ষোভ নিয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী । আজ মন কি বাতের 73 তম পর্বে কৃষি আইন নিয়ে নতুন কিছু বলতেও যায়নি নরেন্দ্র মোদিকে ।

আরও পড়ুন : হিংসার পর থেকে হদিশ নেই লালকেল্লার কিছু পুরাকীর্তির, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

লালকেল্লায় সাধারণতন্ত্র দিবসের ট্র্যাক্টর ব়্যালি রীতিমতো তাণ্ডবের রূপ নিয়েছিল । লালকেল্লায় উড়েছিল কৃষকদের পতাকা ৷ লালকেল্লার যেখানে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী, মঙ্গলবার সেখানেই আন্দোলনকারী কৃষকরা পতাকা উত্তোলন করেন ৷ আর এই নিয়েই যাবতীয় বিতর্কের শুরু হয়েছে । একাংশ বলছেন, কৃষকরা জাতীয় পতাকা খোলেননি । জাতীয় পতাকার সামনের একটি খুঁটিতে উড়ছিল আন্দোলনকারীদের পতাকা । অন্য একটি অংশের অভিযোগ, জাতীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়েছিল ।

বাজেট অধিবেশন শুরুর আগে ভাষণে আগেই এর নিন্দা করেছিলেন রাষ্ট্রপতি । এবার প্রধানমন্ত্রীর কথাতেও উঠে এল সেই কথা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.