ETV Bharat / bharat

একদিনে রেকর্ড 75 লাখ টিকাকরণ, দেশবাসীকে শুভেচ্ছা মোদির

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, "করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাই আমাদের প্রধান অস্ত্র । আজকের রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণ আমাকে আনন্দিত করেছে । যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানাই ।"

india-vaccinates-record-75-lakh-people-in-on-day-narendra-modi-congratulates
india-vaccinates-record-75-lakh-people-in-on-day-narendra-modi-congratulates
author img

By

Published : Jun 21, 2021, 10:54 PM IST

Updated : Jun 21, 2021, 11:04 PM IST

নয়া দিল্লি, 21 জুন : গত 24 ঘণ্টায় দেশে টিকা পেলেন 75 লাখ মানুষ ৷ এটাই এখনও অবধি একদিনে সর্বোচ্চ টিকাকরণের রেকর্ড ৷ টিকাকরণে রেকর্ড গড়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

সোমবার থেকে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেওয়া শুরু করে কেন্দ্র ৷ মাস খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী টিকা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে 75 শতাংশ টিকা কিনে নেবে কেন্দ্র ৷ এর মধ্যে 25 শতাংশ টিকা পাঠানো হবে রাজ্যগুলিকে ৷ বাকি 25 শতাংশ টিকা সংস্থাগুলির থেকে সরাসরি কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি ৷ সেই মতো 21 জুন থেকে শুরু হল 18 ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ ৷ তাতেই রেকর্ড টিকাকরণ হল ৷

  • Today’s record-breaking vaccination numbers are gladdening. The vaccine remains our strongest weapon to fight COVID-19. Congratulations to those who got vaccinated and kudos to all the front-line warriors working hard to ensure so many citizens got the vaccine.

    Well done India!

    — Narendra Modi (@narendramodi) June 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, "করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাই আমাদের প্রধান অস্ত্র । আজকের রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণ আমাকে আনন্দিত করেছে । যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানাই । আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনার টিকা দিচ্ছেন, তাঁদের প্রতিও শুভেচ্ছা রইল । ওয়েল ডান ইন্ডিয়া ।"

আরও পড়ুন: KMC : কলকাতায় চালু হল আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার

এর আগে 2 এপ্রিলে একদিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল দেশে ৷ সেদিন 42 লাখ 65 হাজার 157 হাজার জনের টিকাকরণ হয় ৷ রবিবার পর্যন্ত যা ছিল সর্বোচ্চ ৷ সোমবার সেই রেকর্ড ভেঙে গেল ৷

নয়া দিল্লি, 21 জুন : গত 24 ঘণ্টায় দেশে টিকা পেলেন 75 লাখ মানুষ ৷ এটাই এখনও অবধি একদিনে সর্বোচ্চ টিকাকরণের রেকর্ড ৷ টিকাকরণে রেকর্ড গড়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

সোমবার থেকে 18 ঊর্ধ্বদের বিনামূল্যে টিকা দেওয়া শুরু করে কেন্দ্র ৷ মাস খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী টিকা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে 75 শতাংশ টিকা কিনে নেবে কেন্দ্র ৷ এর মধ্যে 25 শতাংশ টিকা পাঠানো হবে রাজ্যগুলিকে ৷ বাকি 25 শতাংশ টিকা সংস্থাগুলির থেকে সরাসরি কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি ৷ সেই মতো 21 জুন থেকে শুরু হল 18 ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ ৷ তাতেই রেকর্ড টিকাকরণ হল ৷

  • Today’s record-breaking vaccination numbers are gladdening. The vaccine remains our strongest weapon to fight COVID-19. Congratulations to those who got vaccinated and kudos to all the front-line warriors working hard to ensure so many citizens got the vaccine.

    Well done India!

    — Narendra Modi (@narendramodi) June 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এদিন প্রধানমন্ত্রী টুইট করেন, "করোনার বিরুদ্ধে যুদ্ধে টিকাই আমাদের প্রধান অস্ত্র । আজকের রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণ আমাকে আনন্দিত করেছে । যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের শুভেচ্ছা জানাই । আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনার টিকা দিচ্ছেন, তাঁদের প্রতিও শুভেচ্ছা রইল । ওয়েল ডান ইন্ডিয়া ।"

আরও পড়ুন: KMC : কলকাতায় চালু হল আরও দুটি মেগা ভ্যাকসিনেশন সেন্টার

এর আগে 2 এপ্রিলে একদিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল দেশে ৷ সেদিন 42 লাখ 65 হাজার 157 হাজার জনের টিকাকরণ হয় ৷ রবিবার পর্যন্ত যা ছিল সর্বোচ্চ ৷ সোমবার সেই রেকর্ড ভেঙে গেল ৷

Last Updated : Jun 21, 2021, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.