দিল্লি, 3 ফেব্রুয়ারি : ভারতীয় বায়ুসেনার হাতে এখন যুদ্ধবিমানের সংখ্যা কম৷ যা দীর্ঘমেয়াদের ক্ষেত্রে যথেষ্ট ভয়ের৷ সাম্প্রতিক কালে এই ভয় আরও বৃদ্ধি পেয়েছে৷ বিশেষ করে চিনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্যা শুরু হওয়ার পর৷
এই পরিস্থিতিতে বুধবার প্রতিরক্ষামন্ত্রকের তরফে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালকে 48 হাজার কোটি টাকার বরাত আনুষ্ঠানিক ভাবে দেওয়া হল৷ এই বরাতে হ্যাল ভারতীয় বায়ুসেনার জন্য 83 টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস যুদ্ধবিমান তৈরি করবে৷ এই বরাতের বিষয়ে গত মাসেই সবুজ সংকেত দিয়েছিল সরকার৷
সরকারি তরফে জানা গিয়েছে, ভারতের হাতে এই মুহূর্তে 33টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে৷ কিন্তু এক সঙ্গে দু’টি সীমান্তে যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই সংখ্যাটা 43 হওয়া প্রয়োজন৷ তাই প্রাথমিক ভাবে 2032 সালের মধ্যে এই সংখ্যাটা 45 এ নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ আর সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে দ্রুতগতিতে৷
আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে এখন বন্দি 183 জন : স্বরাষ্ট্রমন্ত্রক
কেন্দ্রীয় সরকারের তরফে যে 48 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে 45 হাজার 696 কোটি টাকা খরচ করা হবে যুদ্ধবিমান তৈরিতে৷ আর বাকি টাকা দিয়ে নকশা, তার প্রস্তুতি ও পরিকাঠামো অনুমোদনের কাজ করা হবে৷ 2023 সালে প্রথমবার যুদ্ধবিমান সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে৷ এর পর থেকে প্রতি বছর 16টি করে যুদ্ধবিমান হ্যাল ভারতীয় বায়ুসেনাকে দেবে৷ 2028 এর মধ্যে সমস্ত যুদ্ধবিমান দেওয়ার কাজ শেষ হবে৷