ETV Bharat / bharat

Wrestler Nisha Dahiya : ‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর

বুধবার সন্ধ্যা নাগাদ হরিয়ানার সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমিতে নিশা ও তাঁর ভাইকে গুলি করে খুন করা হয় । এই ঘটনার পরেই সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা । তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিশা জানালেন, ‘আমি ঠিক আছি ৷’

Wrestler Nisha Dahiya
‘মৃত নিশা দাহিয়া আমি নই’, জানালেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী
author img

By

Published : Nov 10, 2021, 8:00 PM IST

Updated : Nov 10, 2021, 8:46 PM IST

সোনিপত, 10 নভেম্বর : আততায়ী হামলায় মারা গিয়েছেন দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া ৷ বুধবার সন্ধ্যা নাগাদ হরিয়ানার সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমিতে নিশা ও তাঁর ভাইকে গুলি করে খুন করা হয় । তাঁদের মা' ওই হামলায় আহত হয়েছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি । তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিশা জানালেন, ‘আমি ঠিক আছি ৷’ এই মুহূর্তে সিনিয়র ন্যাশনাল খেলতে উত্তরপ্রদেশের গোন্ডায় রয়েছেন তিনি ৷

আরও পড়ুন : T20 World cup semifinal : লর্ডসের স্মৃতি উসকে ইংরেজের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ কিউয়িদের

সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমির ওই ঘটনায় নিশা দাহিয়া এবং তাঁর ভাইয়ের মারা যাওয়ার খবর সত্যি হলেও সুস্থই আছেন কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ৷ মৃত নিশাও জাতীয় স্তরের কুস্তিগীর হওয়ায় ব্রোঞ্জ পদকজয়ীকে তাঁর সঙ্গে গুলিয়ে ফেলে অনেক সংবাদমাধ্যম ৷

গত শুক্রবার, সার্বিয়ার বেলগ্রেডে রেসলিং অনূর্ধ্ব-23 বিশ্ব চ্যাম্পিয়নশিপের 65 কেজিতে ব্রোঞ্জ পদক জেতে নিশা দাহিয়া । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অন্যান্য মহিলা কুস্তিগীরদের সঙ্গে নিশারও প্রশংসা করেন । আজ সকালেই টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বেলগ্রেডে রেসলিং চ্যাম্পিয়নশিপে পদক জেতার জন্য শিবানী, অঞ্জু, দিব্যা, রাধিকা এবং নিশাকে অভিনন্দন । ওদের পারফরম্যান্স ভারত জুড়ে কুস্তিকে আরও জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করবে ৷"

সোনিপত, 10 নভেম্বর : আততায়ী হামলায় মারা গিয়েছেন দেশের জাতীয় স্তরের কুস্তিগীর নিশা দাহিয়া ৷ বুধবার সন্ধ্যা নাগাদ হরিয়ানার সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমিতে নিশা ও তাঁর ভাইকে গুলি করে খুন করা হয় । তাঁদের মা' ওই হামলায় আহত হয়েছেন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি । তারপরেই সোশ্যাল মিডিয়ায় নিশা জানালেন, ‘আমি ঠিক আছি ৷’ এই মুহূর্তে সিনিয়র ন্যাশনাল খেলতে উত্তরপ্রদেশের গোন্ডায় রয়েছেন তিনি ৷

আরও পড়ুন : T20 World cup semifinal : লর্ডসের স্মৃতি উসকে ইংরেজের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ কিউয়িদের

সুশীল কুমার রেসলিং অ্যাকাডেমির ওই ঘটনায় নিশা দাহিয়া এবং তাঁর ভাইয়ের মারা যাওয়ার খবর সত্যি হলেও সুস্থই আছেন কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ৷ মৃত নিশাও জাতীয় স্তরের কুস্তিগীর হওয়ায় ব্রোঞ্জ পদকজয়ীকে তাঁর সঙ্গে গুলিয়ে ফেলে অনেক সংবাদমাধ্যম ৷

গত শুক্রবার, সার্বিয়ার বেলগ্রেডে রেসলিং অনূর্ধ্ব-23 বিশ্ব চ্যাম্পিয়নশিপের 65 কেজিতে ব্রোঞ্জ পদক জেতে নিশা দাহিয়া । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অন্যান্য মহিলা কুস্তিগীরদের সঙ্গে নিশারও প্রশংসা করেন । আজ সকালেই টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বেলগ্রেডে রেসলিং চ্যাম্পিয়নশিপে পদক জেতার জন্য শিবানী, অঞ্জু, দিব্যা, রাধিকা এবং নিশাকে অভিনন্দন । ওদের পারফরম্যান্স ভারত জুড়ে কুস্তিকে আরও জনপ্রিয় হয়ে উঠতে সাহায্য করবে ৷"

Last Updated : Nov 10, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.