ETV Bharat / bharat

CWG 2022: স্কোয়াসে সৌরভ, হাই জাম্পে শংকর! একই দিনে ইতিহাস গড়লেন দুই তারকা

স্কোয়াসে সিঙ্গলস ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল । এই প্রথম কমনওয়েলথে স্কোয়াসের ব্যক্তিগত ইভেন্টের পোডিয়ামে পা রাখলেন কোনও ভারতীয় । নজির গড়েছেন তেজস্বী শংকরও । পুরুষদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ ঘরে তুলেছেন তিনি (Medals In Squash And High Jump) ।

Squash And High Jump
Etv Bharatএকই দিনে ইতিহাস রচলেন দুই তারকা
author img

By

Published : Aug 4, 2022, 8:40 AM IST

বার্মিংহাম, 4 অগস্ট: ভারোত্তলোনে দেশকে সোনার স্বাদ দিয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি । এবার কমনওয়েলথের মঞ্চে ফের বাজিমাত আরেক বাঙালির । হাওড়ার শিউলির মতো পোডিয়ামের মধ্যমণি হতে না পারলেও 'ইতিহাস' গড়েছেন সৌরভ ঘোষাল । স্কোয়াসে সিঙ্গলসে ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি । এই প্রথম কমনওয়েলথে স্কোয়াসের ব্যক্তিগত ইভেন্টে পোডিয়ামে পা রাখলেন কোনও ভারতীয় (Historic medals for India in Squash And High Jump in CWG 2022)।

বার্মিংহামে তৃতীয় স্থানের ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে 3-0 ব্যবধানে হারিয়ে অনায়াস জয় পেয়েছেন বঙ্গ-তারকা । ম্যাচের ফল 11-6, 11-1, 11-4 । 2018 সালে গোল্ড কোস্টে মিক্সড ডাবলসে শ্যালিকা দীপিকা পাডিক্কলের সঙ্গে জুটি বেঁধে রুপো জিতেছিলেন তিনি । আন্তর্জাতিক পর্যায়ে গ্লাসগোয় বিশ্বচ্যাম্পিয়নশিপে দীপিকার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন । বিশেষজ্ঞদের মতে, সেই সাফল্য সৌরভের ঝুলিতে 'সেরা' হলেও ইতিহাস গড়ার পদক অনেক বেশি তৃপ্তি দেবে তাঁকে ।

  • It is a delight to see @SauravGhosal scaling new heights of success. The Bronze medal he’s won in Birmingham is a very special one. Congratulations to him. May his achievements help boost the popularity of squash among India’s youth. pic.twitter.com/uhCEv15AMs

    — Narendra Modi (@narendramodi) August 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের

একইদিনে নজির গড়েছেন তেজস্বী শংকরও । পুরুষদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ ঘরে তুলেছেন তিনি । কমনওয়েলথ গেমস 2022-এ অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট) এটাই ভারতের প্রথম পদক । শুধু তাই নয়, কমনওয়েলথের মঞ্চে এটাই হাই জাম্পে ভারতের প্রথম পদক । 2.2 মিটার লাফিয়ে তৃতীয় স্থান পেয়েছেন শংকর ।

  • Tejaswin Shankar creates history. He wins our first high jump medal in the CWG. Congratulations to him for winning the Bronze medal. Proud of his efforts. Best wishes for his future endeavours. May he keep attaining success. @TejaswinShankar pic.twitter.com/eQcFOtSU58

    — Narendra Modi (@narendramodi) August 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, বার্বাডোজকে 100 রানে হারিয়ে কমনওয়েলথের শেষ চারে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । হকিতেও শেষ চারে পৌঁছেছে মেয়েরা । সেমিফাইনালে অজিদের কঠিন চ্যালেঞ্জ সামলাবেন রানি রামপালেরা । ভারোত্তলোনে পুরুষদের 109 কিলো ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং । বক্সিংয়ে একটা অঘটন ঘটেছে অবশ্য ৷ ছিটকে গিয়েছন লভলিনা ৷ তবে পদকের আশা জিইয়ে রেখে সেমিফাইনালে উঠেছেন নিখাত জারিন । মহিলা জুডোর 78 কেজি ফাইনালে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছেন তুলিকা মান । শেষ পর্যন্ত রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় জুডোকাকে ।

বার্মিংহাম, 4 অগস্ট: ভারোত্তলোনে দেশকে সোনার স্বাদ দিয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি । এবার কমনওয়েলথের মঞ্চে ফের বাজিমাত আরেক বাঙালির । হাওড়ার শিউলির মতো পোডিয়ামের মধ্যমণি হতে না পারলেও 'ইতিহাস' গড়েছেন সৌরভ ঘোষাল । স্কোয়াসে সিঙ্গলসে ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি । এই প্রথম কমনওয়েলথে স্কোয়াসের ব্যক্তিগত ইভেন্টে পোডিয়ামে পা রাখলেন কোনও ভারতীয় (Historic medals for India in Squash And High Jump in CWG 2022)।

বার্মিংহামে তৃতীয় স্থানের ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে 3-0 ব্যবধানে হারিয়ে অনায়াস জয় পেয়েছেন বঙ্গ-তারকা । ম্যাচের ফল 11-6, 11-1, 11-4 । 2018 সালে গোল্ড কোস্টে মিক্সড ডাবলসে শ্যালিকা দীপিকা পাডিক্কলের সঙ্গে জুটি বেঁধে রুপো জিতেছিলেন তিনি । আন্তর্জাতিক পর্যায়ে গ্লাসগোয় বিশ্বচ্যাম্পিয়নশিপে দীপিকার সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন । বিশেষজ্ঞদের মতে, সেই সাফল্য সৌরভের ঝুলিতে 'সেরা' হলেও ইতিহাস গড়ার পদক অনেক বেশি তৃপ্তি দেবে তাঁকে ।

  • It is a delight to see @SauravGhosal scaling new heights of success. The Bronze medal he’s won in Birmingham is a very special one. Congratulations to him. May his achievements help boost the popularity of squash among India’s youth. pic.twitter.com/uhCEv15AMs

    — Narendra Modi (@narendramodi) August 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের

একইদিনে নজির গড়েছেন তেজস্বী শংকরও । পুরুষদের হাই জাম্প ফাইনালে ব্রোঞ্জ ঘরে তুলেছেন তিনি । কমনওয়েলথ গেমস 2022-এ অ্যাথলেটিক্স (ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট) এটাই ভারতের প্রথম পদক । শুধু তাই নয়, কমনওয়েলথের মঞ্চে এটাই হাই জাম্পে ভারতের প্রথম পদক । 2.2 মিটার লাফিয়ে তৃতীয় স্থান পেয়েছেন শংকর ।

  • Tejaswin Shankar creates history. He wins our first high jump medal in the CWG. Congratulations to him for winning the Bronze medal. Proud of his efforts. Best wishes for his future endeavours. May he keep attaining success. @TejaswinShankar pic.twitter.com/eQcFOtSU58

    — Narendra Modi (@narendramodi) August 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, বার্বাডোজকে 100 রানে হারিয়ে কমনওয়েলথের শেষ চারে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । হকিতেও শেষ চারে পৌঁছেছে মেয়েরা । সেমিফাইনালে অজিদের কঠিন চ্যালেঞ্জ সামলাবেন রানি রামপালেরা । ভারোত্তলোনে পুরুষদের 109 কিলো ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং । বক্সিংয়ে একটা অঘটন ঘটেছে অবশ্য ৷ ছিটকে গিয়েছন লভলিনা ৷ তবে পদকের আশা জিইয়ে রেখে সেমিফাইনালে উঠেছেন নিখাত জারিন । মহিলা জুডোর 78 কেজি ফাইনালে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছেন তুলিকা মান । শেষ পর্যন্ত রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় জুডোকাকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.