ETV Bharat / bharat

কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেননি, মোদি কী করবেন : রাহুল - জয়পুর

কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেননি৷ তাহলে নরেন্দ্র মোদি কী করবেন? তাঁকে নয়া আইন বাতিল করতেই হবে৷ শুক্রবার রাজস্থানে কৃষকদের সভামঞ্চ থেকে একথা বললেন রাহুল গান্ধি৷

Govt will have to withdraw farm laws, even British could not stand before farmers: Rahul
কৃষকদের সামনে ব্রিটিশরাই টিকতে পারেননি, তাহলে মোদি কী করবেন? কটাক্ষ রাহুলের
author img

By

Published : Feb 12, 2021, 10:21 PM IST

জয়পুর, 12 ফেব্রুয়ারি: আস্ত ব্রিটিশ সাম্রাজ্যই কৃষকদের সামনে টিকতে পারেনি৷ সেখানে নরেন্দ্র মোদি কী করবেন? নয়া তিন কৃষি আইন তাঁকে বাতিল করতেই হবে৷ শুক্রবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য় করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

এদিন রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার পদ্মাপুর শহরে কৃষকদের একটি সভায় যোগ দেন রাহুল৷ সেখানে ভাষণ দেওয়ার সময়েই তিনি বলেন, দেশের 40 শতাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত৷ কৃষিকাজ ‘‘ভারত মাতার ব্য়বসা’’, যা গোটা দেশের মুখে খাবার তুলে দেয়৷

আরও পড়ুন: ভারতীয় জওয়ানদের আত্মবলিদানকে অপমান করছে কেন্দ্র: রাহুল

এদিন রাহুল বলেন, কৃষকদের আন্দোলন ক্রমেই গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ কারণ, এর সঙ্গে শুধুমাত্র কৃষকদের নয়, গোটা দেশের সকলেরই স্বার্থ জড়িয়ে রয়েছে৷ শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি ব্য়বসায়ী, মধ্যবিত্ত- সকলেরই স্বার্থ জড়িয়ে রয়েছে এর সঙ্গে৷

জয়পুর, 12 ফেব্রুয়ারি: আস্ত ব্রিটিশ সাম্রাজ্যই কৃষকদের সামনে টিকতে পারেনি৷ সেখানে নরেন্দ্র মোদি কী করবেন? নয়া তিন কৃষি আইন তাঁকে বাতিল করতেই হবে৷ শুক্রবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এই মন্তব্য় করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

এদিন রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার পদ্মাপুর শহরে কৃষকদের একটি সভায় যোগ দেন রাহুল৷ সেখানে ভাষণ দেওয়ার সময়েই তিনি বলেন, দেশের 40 শতাংশ মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত৷ কৃষিকাজ ‘‘ভারত মাতার ব্য়বসা’’, যা গোটা দেশের মুখে খাবার তুলে দেয়৷

আরও পড়ুন: ভারতীয় জওয়ানদের আত্মবলিদানকে অপমান করছে কেন্দ্র: রাহুল

এদিন রাহুল বলেন, কৃষকদের আন্দোলন ক্রমেই গোটা দেশে ছড়িয়ে পড়বে৷ কারণ, এর সঙ্গে শুধুমাত্র কৃষকদের নয়, গোটা দেশের সকলেরই স্বার্থ জড়িয়ে রয়েছে৷ শ্রমিক, ক্ষুদ্র ও মাঝারি ব্য়বসায়ী, মধ্যবিত্ত- সকলেরই স্বার্থ জড়িয়ে রয়েছে এর সঙ্গে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.