গয়া, 11 ফেব্রুয়ারি: রাখে হরি তো মারে কে ! এই প্রবাদটিই যেন সত্যি হল বিহারের গয়ায় ৷ কয়লা বোঝাই একটি মালবাহী ট্রেনের ডজনখানেক বগি এক মহিলার উপর দিয়ে চলে যায় ৷ কিন্তু তাও তিনি বেঁচে গিয়েছেন । হারিয়ে দিয়েছেন নিশ্চিত মৃত্যুকে ৷ ভয়ঙ্কর এই ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যেই (Goods train Ran Over Woman In Gaya) ৷
ট্রেনের নীচ দিয়ে পারাপার করছিলেন মহিলা
ঘটনাটি গয়া-ধানবাদ রেলওয়ে সেকশনের টাংকুপ্পা স্টেশনের ৷ যাত্রীবাহী ট্রেন ধরতে গিয়েই বিপত্তি বাধে ৷ স্থানীয়দের দাবি, বিপজ্জনক ভাবে রেললাইন পার হচ্ছিলেন তিনি ৷ এমন সময় আচমকাই মালবাহী ট্রেনটি চলে আসে ৷ ট্রেনের ট্র্যাকেই পড়ে যান মহিলা । তাঁর উপর দিয়ে ডজনখানেক বগি চলে যায় ৷ কিন্তু তাঁর একটি চুলও নাকি নড়েনি ৷ আর তাতেই বাঁচল প্রাণ ।
রেলের ট্র্যাকে শুয়ে কী করে প্রাণ বাঁচালেন ?
পণ্যবাহী ট্রেনটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলার হুঁশ ফেরে ৷ বুঝতে পারেন, তিনি কী সাংঘাতিক কাণ্ড করে ফেলেছেন ৷ শরীরের সামান্য নড়াচড়াও মৃত্যুর কারণ হতে পারত ৷ তিনি ট্র্যাকের উপর শান্ত ভাবে শুয়ে থেকে হারিয়েছেন অবধারিত মৃত্যুকে ৷ তাঁর উপর দিয়েই চলে যায় ডজনখানেক পণ্যবাহী ওয়াগন ৷
আরও পড়ুন: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় দোষী সাব্যস্ত 8 রেলকর্মী
মহিলা পেশায় শিক্ষিকা
ওই মহিলার নাম বিনীতা কুমারী ৷ তিনি ভুসুন্ডা কবরস্থানের কাছে থাকেন ৷ বাদিল বিঘা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ৷ প্যাসেঞ্জার ট্রেন ধরতে তিনি গয়া স্টেশনে আসেন ৷ গা শিউরে ওঠা এই ঘটনায় প্রত্যক্ষদর্শী সিকন্দর যাদব ও পঙ্কজ কুমার জানান, শুক্রবার দুপুর একটা নাগাদ পণ্যবাহী ট্রেনটি আপ লুপে দাঁড়িয়েছিল ৷ এই সময় আসানসোল-বারাণসী ট্রেন টাংকুপা স্টেশনে পৌঁছয় ৷ শিক্ষিকাও প্যাসেঞ্জার ট্রেন ধরবেন বলে অপেক্ষা করছিলেন ৷ স্টেশনে ওভারব্রিজ না থাকায় বিনীতা কুমারী আপলুপে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনের তলা দিয়ে পারাপারের চেষ্টা চালান এবং ট্র্যাকের নীচে ঢোকেন ৷ তখনই কোনও ঘোষণা ছাড়া হঠাৎ পণ্যবাহী ট্রেনটি চালু করে দেওয়া হয় ৷
পণ্যবাহী ট্রেনের বগিগুলো যাওয়ার পরপরই স্থানীয় লোকজন আহত মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় এবং তার পরিবারের সদস্যদের ফোন করে ঘটনাটি জানায় ৷ তাড়াহুড়ো করে পড়ে যাওয়ায় মাথায় চোট পান ওই নারী ৷ এই ঘটনার একটি ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যায় যে পণ্যবাহী ট্রেনের বগিগুলি মহিলার উপর দিয়ে চলে যায় এবং তবুও তার জীবন রক্ষা পায়। ভিডিওতে দেখা যায়, এই ঘটনার সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষজন চিৎকার করছে ৷ উপস্থিত গ্রামবাসীরা জানান, রেলকর্মীর গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে ৷ আরও পড়ুন: প্ল্যাটফর্মে ঢোকার মুখে বেলাইন লোকালের কামরা, হাওড়া কর্ড-মেইন লাইনে ব্যাহত পরিষেবা