ETV Bharat / bharat

সেনা-সরকার মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল, সেনা দিবসে বললেন ভারতের সেনাপ্রধান

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 5:05 PM IST

Army Day: মণিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ সোমবার এমনই দাবি করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ৷ নয়াদিল্লিতে 76তম সেনা দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ৷

General Manoj Pande
General Manoj Pande

নয়াদিল্লি, 15 জানুয়ারি: হিংসাদীর্ণ মণিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ সোমবার এমনই দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ও সরকারের ক্রমাগত প্রচেষ্টার কারণে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । এ দিন ছিল 76তম সেনা দিবস৷ সেই উপলক্ষ্যে তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷ তাঁর আরও দাবি, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি আলোচনার কারণে উত্তর পূর্ব ভারতে ইতিবাচক উন্নয়ন হয়েছে ।

জেনারেল মনোজ পাণ্ডে বলেন, "গত কয়েক বছরে উত্তর পূর্বে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ও শান্তি আলোচনা হয়েছে । যার ফলস্বরূপ ওই এলাকায় ইতিবাচক উন্নয়ন হয়েছে । সরকারি নীতিগুলি শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।" তিনি আরও বলেন, ‘‘মণিপুরে সরকারের তৎপরতা ও ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । সংবেদনশীলতার এই কঠিন পরিবেশে আমাদের সৈন্যরা ধৈর্য ধরে ও দক্ষতার সঙ্গে কাজ করে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রচেষ্টা চলছে ৷"

তিনি আরও বলেন, ‘‘পশ্চিম সীমান্তে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । তবে গত কয়েক মাসে অনেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি দেখা গিয়েছে । নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একটি যুদ্ধবিরতি রয়েছে ৷ কিন্তু অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে এটা স্পষ্ট যে সন্ত্রাসবাদ এখনও সীমান্তের ওপারে রয়েছে ৷ আমাদের অগ্রাধিকার হল অন্যান্যদের সহযোগিতায় আধুনিক পরিকাঠামো শক্তিশালী করা ।"

তাঁর কথায়, "এখন জরুরি ক্রয়ের নীতির মাধ্যমে আমরা নতুন প্রযুক্তিতে সজ্জিত অস্ত্র-সহ আধুনিক সরঞ্জাম আমদানি করেছি । সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ অনুদান দেওয়া হয়েছে । অতীতে ভারতীয় সেনাবাহিনী দৃঢ়তার সঙ্গে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে । আমি গর্বিত যে সীমান্তের নিরাপত্তা, কঠিন এলাকায় মোতায়েন ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আমাদের প্রতিটি সৈন্য তাঁর দায়িত্ব পালন করেছেন । আমাদের সেনাবাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম ।’’

তিনি আরও বলেন, "আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ সতর্কতার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছে । জম্মু ও কাশ্মীরের এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্রমাগত প্রচেষ্টার ফলে, হিংসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে । আমরা, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি । দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে ৷" তাঁর আরও বক্তব্য, স্বাধীনতার শতবর্ষের ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ৷ সেখানে সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ৷ অগ্নিপথ-সহ প্রতিরক্ষায় বিভিন্ন উদ্যোগ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও তিনি দাবি করেন ৷

আরও পড়ুন:

  1. মণিপুরে হিংসার মধ্যে পড়াশোনায় অবিচল চূড়াচাঁদপুর মেডিক্যাল কলেজ
  2. মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধি, বীরেন সিংকে সরানোর দাবি কংগ্রেসের
  3. চলছে বেআইনি অস্ত্রের রমরমা কারবার, মণিপুর কি নতুন কাম্বোডিয়া ?

নয়াদিল্লি, 15 জানুয়ারি: হিংসাদীর্ণ মণিপুরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ সোমবার এমনই দাবি করেছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী ও সরকারের ক্রমাগত প্রচেষ্টার কারণে মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । এ দিন ছিল 76তম সেনা দিবস৷ সেই উপলক্ষ্যে তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই এই কথা বলেন তিনি ৷ তাঁর আরও দাবি, স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি আলোচনার কারণে উত্তর পূর্ব ভারতে ইতিবাচক উন্নয়ন হয়েছে ।

জেনারেল মনোজ পাণ্ডে বলেন, "গত কয়েক বছরে উত্তর পূর্বে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি চুক্তি ও শান্তি আলোচনা হয়েছে । যার ফলস্বরূপ ওই এলাকায় ইতিবাচক উন্নয়ন হয়েছে । সরকারি নীতিগুলি শান্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।" তিনি আরও বলেন, ‘‘মণিপুরে সরকারের তৎপরতা ও ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে । সংবেদনশীলতার এই কঠিন পরিবেশে আমাদের সৈন্যরা ধৈর্য ধরে ও দক্ষতার সঙ্গে কাজ করে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । মণিপুরে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রচেষ্টা চলছে ৷"

তিনি আরও বলেন, ‘‘পশ্চিম সীমান্তে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । তবে গত কয়েক মাসে অনেক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি দেখা গিয়েছে । নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একটি যুদ্ধবিরতি রয়েছে ৷ কিন্তু অনুপ্রবেশের প্রচেষ্টা থেকে এটা স্পষ্ট যে সন্ত্রাসবাদ এখনও সীমান্তের ওপারে রয়েছে ৷ আমাদের অগ্রাধিকার হল অন্যান্যদের সহযোগিতায় আধুনিক পরিকাঠামো শক্তিশালী করা ।"

তাঁর কথায়, "এখন জরুরি ক্রয়ের নীতির মাধ্যমে আমরা নতুন প্রযুক্তিতে সজ্জিত অস্ত্র-সহ আধুনিক সরঞ্জাম আমদানি করেছি । সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের জন্য বিশেষ অনুদান দেওয়া হয়েছে । অতীতে ভারতীয় সেনাবাহিনী দৃঢ়তার সঙ্গে সমস্ত নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে । আমি গর্বিত যে সীমান্তের নিরাপত্তা, কঠিন এলাকায় মোতায়েন ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আমাদের প্রতিটি সৈন্য তাঁর দায়িত্ব পালন করেছেন । আমাদের সেনাবাহিনী যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম ।’’

তিনি আরও বলেন, "আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ সতর্কতার সঙ্গে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করেছে । জম্মু ও কাশ্মীরের এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্রমাগত প্রচেষ্টার ফলে, হিংসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে । আমরা, সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি । দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে হবে ৷" তাঁর আরও বক্তব্য, স্বাধীনতার শতবর্ষের ভারত বিকশিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ৷ সেখানে সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ৷ অগ্নিপথ-সহ প্রতিরক্ষায় বিভিন্ন উদ্যোগ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলেও তিনি দাবি করেন ৷

আরও পড়ুন:

  1. মণিপুরে হিংসার মধ্যে পড়াশোনায় অবিচল চূড়াচাঁদপুর মেডিক্যাল কলেজ
  2. মণিপুরে আফস্পার মেয়াদ বৃদ্ধি, বীরেন সিংকে সরানোর দাবি কংগ্রেসের
  3. চলছে বেআইনি অস্ত্রের রমরমা কারবার, মণিপুর কি নতুন কাম্বোডিয়া ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.