ETV Bharat / bharat

PM Modi on G20: খাদ্য ও সার সরবরাহ সুনিশ্চিত করায় জোর, জি20-তে চুক্তি চাইলেন মোদি

জি20-তে (PM Modi on G20) খাদ্য ও সার সরবরাহ সুনিশ্চিত করার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ এ বিষয়ে চুক্তি হওয়া উচিত বলে মত তাঁর (G20 Summit)৷

G20 Summit: PM Modi seeks agreement to maintain supply of manure and foodgrains
খাদ্য ও সার সরবরাহ সুনিশ্চিত করায় জোর, জি20-তে চুক্তি চাইলেন মোদি
author img

By

Published : Nov 15, 2022, 1:44 PM IST

বালি (ইন্দোনেশিয়া), 15 নভেম্বর: নাগরিকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের উদ্যোগের কথা জি-20 শীর্ষ সম্মেলনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি20 সামিটে (PM Modi on G20) তিনি বলেন, খাদ্য ও সারের ক্ষেত্রে পর্যাপ্ত সরবরাহের শৃঙ্খল নিশ্চিত করা খুবই জরুরি ৷

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, "আজ সকালে জি20 সামিটে খাদ্য ও শক্তি নিরাপত্তা বিষয়ক সেশনে বক্তব্য রাখলাম । আমাদের নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে ভারতের প্রচেষ্টাকে তুলে ধরেছি । খাদ্য ও সারের ক্ষেত্রে পর্যাপ্ত সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও বলা হয়েছে ৷" বালিতে জি20 শীর্ষ সম্মেলনের 17 তম সংস্করণে যোগ দিয়ে জি20র (G20 Summit) সদস্যভুক্ত দেশগুলির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি ৷

কীভাবে ভারত তার 130 কোটি নাগরিকের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে এবং মহামারি চলাকালীন অনেক দেশের প্রয়োজনে তাদেরকেও সরবরাহ করেছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

তিনি খাদ্য নিরাপত্তার দিক থেকে বর্তমান সারের ঘাটতিকেও একটি বড় সংকট বলে উল্লেখ করে বলেন, আজকের সারের ঘাটতি মানেই আগামিকালের খাদ্য সংকট । তিনি বলেন, "আজকের সারের ঘাটতি আগামিকালের খাদ্য সংকট । বিশ্বের কাছে এর কোনও সমাধান হবে না । সার ও খাদ্যশস্যের একটি স্থিতিশীল এবং নিশ্চিত সরবরাহের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের একটি পারস্পরিক চুক্তি তৈরি করা উচিত । ভারতে স্থায়ী খাদ্য নিরাপত্তার জন্য আমরা প্রাকৃতিক চাষবাসের প্রচার করছি এবং বাজরার মতো পুষ্টিকর ও ঐতিহ্যবাহী খাদ্যশস্যকে আবার জনপ্রিয় করে তুলছি । বাজরা বিশ্বব্যাপী অপুষ্টি এবং ক্ষুধার সমাধান করতে পারে । আমাদের সকলকে অবশ্যই পরের বছর বিপুল উত্সাহের সঙ্গে আন্তর্জাতিক বাজরা বছর উদযাপন করতে হবে ৷"

আরও পড়ুন: ‘একত্রে ঘুরে দাঁড়ানো’র স্লোগান জি20 সম্মেলনে, অংশ নেবেন নরেন্দ্র মোদি

বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারতের শক্তি নিরাপত্তা বিশ্বব্যাপী বৃদ্ধির জন্য কতটা "গুরুত্বপূর্ণ" তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "শক্তি সরবরাহের উপর বিধিনিষেধকে প্রচার করা উচিত নয় এবং শক্তির বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার । ভারত পরিচ্ছন্ন শক্তি এবং পরিবেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । 2030 সালের মধ্যে ভারতের অর্ধেক বিদ্যুত পুনর্ব্যবহারযোগ্য উত্স থেকে উত্পাদিত হবে ।"

বালি (ইন্দোনেশিয়া), 15 নভেম্বর: নাগরিকদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতের উদ্যোগের কথা জি-20 শীর্ষ সম্মেলনে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি20 সামিটে (PM Modi on G20) তিনি বলেন, খাদ্য ও সারের ক্ষেত্রে পর্যাপ্ত সরবরাহের শৃঙ্খল নিশ্চিত করা খুবই জরুরি ৷

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, "আজ সকালে জি20 সামিটে খাদ্য ও শক্তি নিরাপত্তা বিষয়ক সেশনে বক্তব্য রাখলাম । আমাদের নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে ভারতের প্রচেষ্টাকে তুলে ধরেছি । খাদ্য ও সারের ক্ষেত্রে পর্যাপ্ত সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও বলা হয়েছে ৷" বালিতে জি20 শীর্ষ সম্মেলনের 17 তম সংস্করণে যোগ দিয়ে জি20র (G20 Summit) সদস্যভুক্ত দেশগুলির উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদি ৷

কীভাবে ভারত তার 130 কোটি নাগরিকের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে এবং মহামারি চলাকালীন অনেক দেশের প্রয়োজনে তাদেরকেও সরবরাহ করেছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী ।

তিনি খাদ্য নিরাপত্তার দিক থেকে বর্তমান সারের ঘাটতিকেও একটি বড় সংকট বলে উল্লেখ করে বলেন, আজকের সারের ঘাটতি মানেই আগামিকালের খাদ্য সংকট । তিনি বলেন, "আজকের সারের ঘাটতি আগামিকালের খাদ্য সংকট । বিশ্বের কাছে এর কোনও সমাধান হবে না । সার ও খাদ্যশস্যের একটি স্থিতিশীল এবং নিশ্চিত সরবরাহের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের একটি পারস্পরিক চুক্তি তৈরি করা উচিত । ভারতে স্থায়ী খাদ্য নিরাপত্তার জন্য আমরা প্রাকৃতিক চাষবাসের প্রচার করছি এবং বাজরার মতো পুষ্টিকর ও ঐতিহ্যবাহী খাদ্যশস্যকে আবার জনপ্রিয় করে তুলছি । বাজরা বিশ্বব্যাপী অপুষ্টি এবং ক্ষুধার সমাধান করতে পারে । আমাদের সকলকে অবশ্যই পরের বছর বিপুল উত্সাহের সঙ্গে আন্তর্জাতিক বাজরা বছর উদযাপন করতে হবে ৷"

আরও পড়ুন: ‘একত্রে ঘুরে দাঁড়ানো’র স্লোগান জি20 সম্মেলনে, অংশ নেবেন নরেন্দ্র মোদি

বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারতের শক্তি নিরাপত্তা বিশ্বব্যাপী বৃদ্ধির জন্য কতটা "গুরুত্বপূর্ণ" তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, "শক্তি সরবরাহের উপর বিধিনিষেধকে প্রচার করা উচিত নয় এবং শক্তির বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার । ভারত পরিচ্ছন্ন শক্তি এবং পরিবেশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । 2030 সালের মধ্যে ভারতের অর্ধেক বিদ্যুত পুনর্ব্যবহারযোগ্য উত্স থেকে উত্পাদিত হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.