ETV Bharat / bharat

Horses Died by Bees Attack: মৌমাছির কামড়ে মৃত্যু কোটি টাকা মূল্যের দু’টি ঘোড়ার - আয়ারল্যান্ড

ছ’বছর আগে আয়ারল্যান্ড (Ireland) ও মার্কিন যুক্তরাষ্ট্র (America) থেকে দু’টি ঘোড়া আনা হয় ৷ মূলত রেসের জন্যই ওই ঘোড়া দু’টিকে আনা হয় ৷ প্রতিটির মূল্য ছিল 1 কোটি টাকা করে ৷

Horses Died by Bees Attack
Horses Died by Bees Attack
author img

By

Published : Jan 7, 2023, 2:22 PM IST

তুমাকুরু (কর্ণাটক), 7 জানুয়ারি: কোটি টাকা মূল্যের দু’টি বিদেশি ঘোড়া মৌমাছির কামড়ে মারা গিয়েছে (Two Horses Died by Bees Attack) কর্ণাটকের তুমাগুরুতে ৷ সেখানকার কুনিগাল স্টাড ফার্মে আয়ারল্যান্ড (Ireland) ও আমেরিকার (America) দু’টি পুরুষ ঘোড়া ছিল ৷

আয়ারল্যান্ড থেকে আনা হয়েছিল সানুস পার আকচাম নামের ঘোড়াটিকে ৷ আর এয়ার সাপোর্ট নামের ঘোড়াটিকে আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৷ আয়ারল্য়ান্ডের ঘোড়াটির বয়স ছিল 10 বছর ৷ আর আমেরিকার ঘোড়াটির বয়স ছিল 15 বছর ৷

জানা গিয়েছে যে অন্যদিনের মতো বুধবার চরাতে নিয়ে যাওয়া হয় ৷ দুপুর 1টা নাগাদ হঠাৎ করে হাজার হাজার মৌমাছি ঘোড়া দু’টিকে আক্রমণ করে । মৌমাছির আক্রমণে (Bees Attack) দু’টি ঘোড়া চিৎকার করে মাটিতে পড়ে যায় । ওই ফার্মে নিযুক্ত কর্মীরা বিষয়টি লক্ষ্য করে চিকিৎসককে জানান । একদল চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলোর চিকিৎসা করেন । কিন্তু চিকিৎসায় কাজ হয়নি ৷ বৃহস্পতিবার রাত 10টায় মারা যায় আয়ারল্যান্ডের ঘোড়াটি ৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোড়াটি মারা যায় ৷

এই প্রথম মৌমাছির আক্রমণে ঘোড়ার মৃত্যুর ঘটনা ঘটল ৷ আমেরিকান ঘোড়াটি ভার্জিনিয়া ডার্বি-সহ একাধিক রেসে অংশ নিয়েছিল ৷ কয়েক মিলিয়ন টাকা জিতেছিল ৷ আয়ারল্যান্ডের ঘোড়াটিও রেসে অংশগ্রহণ করে জয়ের রেকর্ড ছিল ৷ ফার্মের ম্যানেজার লোকেশ জানিয়েছেন, ছ’বছর আগে ঘোড়াটি কেনা হয় ৷ প্রতিটির জন্য 1 কোটি টাকা করে দেওয়া হয়েছিল ৷

ওই ফার্মের তরফে জানানো হয়েছে, ঘোড়া দু’টিকে গত ছয় বছরে বিভিন্ন রেসে অংশগ্রহণ করানো হয় ৷ রেস জিততে দক্ষ ছিল সানুস পার আকচাম ও এয়ার সাপোর্ট ৷ বেশ কয়েকটি রেসও তারা জিতেছিল ৷ ফলে এর জেরে ফার্মের অনেকটাই আর্থিক ক্ষতি হয়ে গেল ৷ যদিও ফার্মের কর্মীদের বক্তব্য, অর্থের পরিমাণে ক্ষতির ব্যাখ্যা সম্ভব নয় ৷ কারণ, ঘোড়া দু’টি ছ’বছর সেখানে ছিল, ফলে ওই প্রাণী দু’টির সঙ্গে কর্মীদের আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল ৷ তাই তাঁরা এই ঘটনায় শোকস্তব্ধ ৷

আরও পড়ুন: 2 গ্রামবাসীর উপর হামলা, রাজস্থানে পিটিয়ে মারা হল চিতাবাঘকে

তুমাকুরু (কর্ণাটক), 7 জানুয়ারি: কোটি টাকা মূল্যের দু’টি বিদেশি ঘোড়া মৌমাছির কামড়ে মারা গিয়েছে (Two Horses Died by Bees Attack) কর্ণাটকের তুমাগুরুতে ৷ সেখানকার কুনিগাল স্টাড ফার্মে আয়ারল্যান্ড (Ireland) ও আমেরিকার (America) দু’টি পুরুষ ঘোড়া ছিল ৷

আয়ারল্যান্ড থেকে আনা হয়েছিল সানুস পার আকচাম নামের ঘোড়াটিকে ৷ আর এয়ার সাপোর্ট নামের ঘোড়াটিকে আনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৷ আয়ারল্য়ান্ডের ঘোড়াটির বয়স ছিল 10 বছর ৷ আর আমেরিকার ঘোড়াটির বয়স ছিল 15 বছর ৷

জানা গিয়েছে যে অন্যদিনের মতো বুধবার চরাতে নিয়ে যাওয়া হয় ৷ দুপুর 1টা নাগাদ হঠাৎ করে হাজার হাজার মৌমাছি ঘোড়া দু’টিকে আক্রমণ করে । মৌমাছির আক্রমণে (Bees Attack) দু’টি ঘোড়া চিৎকার করে মাটিতে পড়ে যায় । ওই ফার্মে নিযুক্ত কর্মীরা বিষয়টি লক্ষ্য করে চিকিৎসককে জানান । একদল চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ঘোড়াগুলোর চিকিৎসা করেন । কিন্তু চিকিৎসায় কাজ হয়নি ৷ বৃহস্পতিবার রাত 10টায় মারা যায় আয়ারল্যান্ডের ঘোড়াটি ৷ শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোড়াটি মারা যায় ৷

এই প্রথম মৌমাছির আক্রমণে ঘোড়ার মৃত্যুর ঘটনা ঘটল ৷ আমেরিকান ঘোড়াটি ভার্জিনিয়া ডার্বি-সহ একাধিক রেসে অংশ নিয়েছিল ৷ কয়েক মিলিয়ন টাকা জিতেছিল ৷ আয়ারল্যান্ডের ঘোড়াটিও রেসে অংশগ্রহণ করে জয়ের রেকর্ড ছিল ৷ ফার্মের ম্যানেজার লোকেশ জানিয়েছেন, ছ’বছর আগে ঘোড়াটি কেনা হয় ৷ প্রতিটির জন্য 1 কোটি টাকা করে দেওয়া হয়েছিল ৷

ওই ফার্মের তরফে জানানো হয়েছে, ঘোড়া দু’টিকে গত ছয় বছরে বিভিন্ন রেসে অংশগ্রহণ করানো হয় ৷ রেস জিততে দক্ষ ছিল সানুস পার আকচাম ও এয়ার সাপোর্ট ৷ বেশ কয়েকটি রেসও তারা জিতেছিল ৷ ফলে এর জেরে ফার্মের অনেকটাই আর্থিক ক্ষতি হয়ে গেল ৷ যদিও ফার্মের কর্মীদের বক্তব্য, অর্থের পরিমাণে ক্ষতির ব্যাখ্যা সম্ভব নয় ৷ কারণ, ঘোড়া দু’টি ছ’বছর সেখানে ছিল, ফলে ওই প্রাণী দু’টির সঙ্গে কর্মীদের আত্মিক যোগাযোগ তৈরি হয়েছিল ৷ তাই তাঁরা এই ঘটনায় শোকস্তব্ধ ৷

আরও পড়ুন: 2 গ্রামবাসীর উপর হামলা, রাজস্থানে পিটিয়ে মারা হল চিতাবাঘকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.