আমেদাবাদ, 4 ডিসেম্বর : এবার গুজরাতেও ঢুকে পড়ল ওমিক্রন সংক্রমণ (First case of Omicron infection detected in Gujarat) ৷ জামনগরে গুজরাতের প্রথম সংক্রমণটি ধরা পড়েছে ৷ আফ্রিকার এক নাগরিকের শরীরে ধরা পড়েছে সংক্রমণ ৷ তাঁকে জামনগরের জেজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তাঁর সংস্পর্শে ইতিমধ্যেই প্রায় 90 জন এসেছেন বলে জানা যাচ্ছে ।
গুজরাতে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, জিম্বাবোয়ে থেকে আসা 72 বছর বয়সী এক ব্যক্তির শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে ৷ বৃহস্পতিবার তাঁর জিনোম সিকোয়েন্সিং করা হয় ৷ তাতেই ধরা পড়ে সংক্রমণ ৷ তাঁর নমুনা ফের পুনেতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য ৷ পাশাপাশি আক্রান্ত ওই ব্যক্তির বাড়ির এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷
সে রাজ্যের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, ওমিক্রন আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে নজরদারি চালানো হচ্ছে ৷ তাঁর বাড়ির এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷ ওই এলাকায় ইতিমধ্যেই স্থানীয়দের নমুনা পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ৷
এই নিয়ে দেশে তৃতীয় ওমিক্রন সংক্রমণ ধরা পড়ল ৷ দিন দুই আগেই কর্নাটকে দেশের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৷ সেখানে দুই ব্যক্তির শরীরে ওমিক্রণের জীবাণু পাওয়া যায় ৷
আরও পড়ুন : COVID Variant Omicron: কর্নাটকে নিখোঁজ 10 দক্ষিণ আফ্রিকার নাগরিক, নয়া মাত্রা পেল ওমিক্রন আতঙ্ক