নয়াদিল্লি, 29 মে: নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই রাজধানীর রাজপথে 'সোনার' মেয়েদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার ছবি দেখেছে দেশ ।দিল্লি পুলিশ ও সিআরপিএফের আধিকারিকরা এই আচরণের প্রতিবাদে সরব বিভিন্ন মহল। আর তার কয়েক ঘণ্টা বাদেই রাতে দেশকে পদক এনে দেওয়া ভিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের বিরুদ্ধে দাঙ্গা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি আন্দোলনকারী কুস্তিগীরদের অভিযোগ, তাঁদের চরিত্রহননেও নেমে পড়েছে গেরুয়া শিবিরের কুখ্যাত আইটি সেল। সঙ্গীতা ও ভিনেশ ফোগতদের ছবি বিকৃত করে টুইটার-সহ সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তাঁদের দাবি।
-
#WATCH | Delhi: It is unfortunate that a person accused of sexual harassment attended the inauguration of the new Parliament building…It took Delhi Police only a few hours to register an FIR against us but it took them 7 days to register an FIR against Brij Bhushan Singh:… pic.twitter.com/1wUcxEyqv2
— ANI (@ANI) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Delhi: It is unfortunate that a person accused of sexual harassment attended the inauguration of the new Parliament building…It took Delhi Police only a few hours to register an FIR against us but it took them 7 days to register an FIR against Brij Bhushan Singh:… pic.twitter.com/1wUcxEyqv2
— ANI (@ANI) May 28, 2023#WATCH | Delhi: It is unfortunate that a person accused of sexual harassment attended the inauguration of the new Parliament building…It took Delhi Police only a few hours to register an FIR against us but it took them 7 days to register an FIR against Brij Bhushan Singh:… pic.twitter.com/1wUcxEyqv2
— ANI (@ANI) May 28, 2023
গতকাল নয়া সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাতে বিঘ্ন না-ঘটে তার জন্য অতিতৎপরতা দেখিয়েছে দিল্লি পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ, র্যাফ-সহ আধা সামরিক বাহিনী। যন্তর-মন্তর থেকে সংসদ ভবনের দিকে এগোনোর মুখেই কার্যত পদকজয়ী কুস্তিগীরদের ওপরে ঝাঁপিয়ে পড়েন উর্দিধারীরা। তারপরই কার্যত অপরাধীর মতো টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় সাক্ষী মালিক-ভিনেশ ফোগত-বজরং পুনিয়াদের। এর কয়েক ঘণ্টা বাদে ছেড়ে দেওয়া হয়।
-
#WATCH | Delhi: Going back home is not an option, I will meet the rest of the wrestlers and we will decide what needs to be done next: Wrestler Bajrang Punia on protesting wrestlers detained by Police at new Parliament House pic.twitter.com/VeDg6n1a7b
— ANI (@ANI) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Delhi: Going back home is not an option, I will meet the rest of the wrestlers and we will decide what needs to be done next: Wrestler Bajrang Punia on protesting wrestlers detained by Police at new Parliament House pic.twitter.com/VeDg6n1a7b
— ANI (@ANI) May 28, 2023#WATCH | Delhi: Going back home is not an option, I will meet the rest of the wrestlers and we will decide what needs to be done next: Wrestler Bajrang Punia on protesting wrestlers detained by Police at new Parliament House pic.twitter.com/VeDg6n1a7b
— ANI (@ANI) May 28, 2023
তারপর রাতের দিকে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। দেশের পদকপ্রাপ্ত কুস্তিগীরদের ওপর ভারতীয় দণ্ডবিধির ছ'টি ধারায় এফআইআর রুজু করা হয়েছে ৷ ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তা হল-147, 149, 186, 188, 332, 353 ৷ শোনা গিয়েছে, কুস্তিগীরদের আর প্রতিবাদ করতে ওই জায়গায় ফিরতে দেওয়া হবে না।
-
IT Cell वाले ये झूठी तस्वीर फैला रहे हैं। हम ये साफ़ कर देते हैं की जो भी ये फ़र्ज़ी तस्वीर पोस्ट करेगा उसके ख़िलाफ़ शिकायत दर्ज की जाएगी। #WrestlersProtest pic.twitter.com/a0MngT1kUa
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">IT Cell वाले ये झूठी तस्वीर फैला रहे हैं। हम ये साफ़ कर देते हैं की जो भी ये फ़र्ज़ी तस्वीर पोस्ट करेगा उसके ख़िलाफ़ शिकायत दर्ज की जाएगी। #WrestlersProtest pic.twitter.com/a0MngT1kUa
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 28, 2023IT Cell वाले ये झूठी तस्वीर फैला रहे हैं। हम ये साफ़ कर देते हैं की जो भी ये फ़र्ज़ी तस्वीर पोस्ट करेगा उसके ख़िलाफ़ शिकायत दर्ज की जाएगी। #WrestlersProtest pic.twitter.com/a0MngT1kUa
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) May 28, 2023
আরও পড়ুন: নয়া সংসদ ভবনে কুস্তিগীরদের মিছিলে বাধা পুলিশের, আটক সাক্ষী-ভিনেশ-সঙ্গীতা
এনিয়ে বজরং পুনিয়া বলেন, "আমরা যখন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করি, তখন তাঁর বিরুদ্ধে এফআইআর হতে দিল্লি পুলিশের সাত দিন সময় লেগেছিল ৷ আর আমাদের ক্ষেত্রে সেটা সাত ঘণ্টা যেতে না-যেতেই এফআইআর দায়ের হয়ে যায় ৷" এরপর তিনি 'আইটি সেলে'র বিরুদ্ধে ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগ তোলেন বজরং পুনিয়া। যাঁরা সেই ভুয়ো ছবি ছড়াবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন টোকিয়ো অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী।