ETV Bharat / bharat

ছেলের শেষকৃত্য করে ফিরে বাড়িতে দেখলেন আর এক ছেলের দেহ !

জালালপুরের আতর সিংহ হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি এক ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে না করতেই আর এক ছেলের সৎকারের ব্যবস্থা করতে হবে ৷ এদিন তাঁর ছেলে পঙ্কজ সিংহের আচমকাই মৃত্যু হয় ৷ তার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরে দেখেন তার আর এক ছেলে দীপকেরও মৃত্যু হয়েছে ৷

এক ছেলের শেষকৃত্য করে ফেরার পর বাবা বাড়িতে ফিরে উদ্ধার করলেন আরেক ছেলের দেহ
এক ছেলের শেষকৃত্য করে ফেরার পর বাবা বাড়িতে ফিরে উদ্ধার করলেন আরেক ছেলের দেহ
author img

By

Published : May 12, 2021, 1:14 PM IST

Updated : May 12, 2021, 2:26 PM IST

নয়ডা, 12 মে : নয়ডা পশ্চিমের জলালপুর গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ জালালপুর গ্রামের এক বাসিন্দা আতর সিংহ তার এক ছেলের সৎকার করে বাড়ি ফিরে দেখেন তাঁর আরেক সন্তানেরও মৃত্যু হয়েছে ৷ দুজনেই করোনা আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে ৷

করোনা ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছ গোটা দেশ ৷ মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ৷ প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ দিন দিন রূপ বদলাচ্ছে এই ভাইরাস ৷ হয়ে উছঠে আরও বেশি ভয়ানক ৷ শুরুর দিকে মূলত শহরাঞ্চলগুলোতেই বেশি সংক্রমণের খবর মিলছিল ৷ এখন গ্রামাঞ্চলেও সামানতালে বেড়েছ সংক্রমণের হার ৷

জালালপুরের আতর সিংহ হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি এক ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে না করতেই আর এক ছেলের সৎকারের ব্যবস্থা করতে হবে ৷ এদিন তাঁর ছেলে পঙ্কজ সিংহের আচমকাই মৃত্যু হয় ৷ তার শেষকৃত সম্পন্ন করে বাড়ি ফিরে দেখেন তার আর এক ছেলে দীপকেরও মৃত্যু হয়েছে ৷ সেও করোনায় আক্রান্ত ছিল ৷ দুই ছেলের মৃত্যুতে তাদের মা পুরোপুরি ভেঙে পড়েছেন ৷ স্বভাবতই শোকের পাহাড় ভেঙ্গে পড়েছে গোটা পরিবারের উপর ৷

সূত্রের খবর, গ্রামে করোনা আক্রান্ত হয়ে একেক পর এক মৃত্যু হচ্ছে ৷ গত 10 দিনে 18 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে ক্রমশ আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌছেছে হাসপাতালে মিলছে না বেড ৷ তার উপরে গ্রামে হাসপাতালেও সংখ্যাও অনেক কম ৷ ফলে সমস্যা আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বহু মানুষ চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন ৷ এই অবস্থায় দুই যুবকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে ৷

আরও পড়ুন : কোভিড সংকটে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি

নয়ডা, 12 মে : নয়ডা পশ্চিমের জলালপুর গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ জালালপুর গ্রামের এক বাসিন্দা আতর সিংহ তার এক ছেলের সৎকার করে বাড়ি ফিরে দেখেন তাঁর আরেক সন্তানেরও মৃত্যু হয়েছে ৷ দুজনেই করোনা আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে ৷

করোনা ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছ গোটা দেশ ৷ মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ৷ প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ দিন দিন রূপ বদলাচ্ছে এই ভাইরাস ৷ হয়ে উছঠে আরও বেশি ভয়ানক ৷ শুরুর দিকে মূলত শহরাঞ্চলগুলোতেই বেশি সংক্রমণের খবর মিলছিল ৷ এখন গ্রামাঞ্চলেও সামানতালে বেড়েছ সংক্রমণের হার ৷

জালালপুরের আতর সিংহ হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি এক ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে না করতেই আর এক ছেলের সৎকারের ব্যবস্থা করতে হবে ৷ এদিন তাঁর ছেলে পঙ্কজ সিংহের আচমকাই মৃত্যু হয় ৷ তার শেষকৃত সম্পন্ন করে বাড়ি ফিরে দেখেন তার আর এক ছেলে দীপকেরও মৃত্যু হয়েছে ৷ সেও করোনায় আক্রান্ত ছিল ৷ দুই ছেলের মৃত্যুতে তাদের মা পুরোপুরি ভেঙে পড়েছেন ৷ স্বভাবতই শোকের পাহাড় ভেঙ্গে পড়েছে গোটা পরিবারের উপর ৷

সূত্রের খবর, গ্রামে করোনা আক্রান্ত হয়ে একেক পর এক মৃত্যু হচ্ছে ৷ গত 10 দিনে 18 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে ক্রমশ আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌছেছে হাসপাতালে মিলছে না বেড ৷ তার উপরে গ্রামে হাসপাতালেও সংখ্যাও অনেক কম ৷ ফলে সমস্যা আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বহু মানুষ চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন ৷ এই অবস্থায় দুই যুবকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে ৷

আরও পড়ুন : কোভিড সংকটে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি

Last Updated : May 12, 2021, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.