নয়ডা, 12 মে : নয়ডা পশ্চিমের জলালপুর গ্রামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা ৷ জালালপুর গ্রামের এক বাসিন্দা আতর সিংহ তার এক ছেলের সৎকার করে বাড়ি ফিরে দেখেন তাঁর আরেক সন্তানেরও মৃত্যু হয়েছে ৷ দুজনেই করোনা আক্রান্ত ছিল বলে জানা গিয়েছে ৷
করোনা ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছ গোটা দেশ ৷ মৃত্যু হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ৷ প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা ৷ দিন দিন রূপ বদলাচ্ছে এই ভাইরাস ৷ হয়ে উছঠে আরও বেশি ভয়ানক ৷ শুরুর দিকে মূলত শহরাঞ্চলগুলোতেই বেশি সংক্রমণের খবর মিলছিল ৷ এখন গ্রামাঞ্চলেও সামানতালে বেড়েছ সংক্রমণের হার ৷
জালালপুরের আতর সিংহ হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি এক ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে না করতেই আর এক ছেলের সৎকারের ব্যবস্থা করতে হবে ৷ এদিন তাঁর ছেলে পঙ্কজ সিংহের আচমকাই মৃত্যু হয় ৷ তার শেষকৃত সম্পন্ন করে বাড়ি ফিরে দেখেন তার আর এক ছেলে দীপকেরও মৃত্যু হয়েছে ৷ সেও করোনায় আক্রান্ত ছিল ৷ দুই ছেলের মৃত্যুতে তাদের মা পুরোপুরি ভেঙে পড়েছেন ৷ স্বভাবতই শোকের পাহাড় ভেঙ্গে পড়েছে গোটা পরিবারের উপর ৷
সূত্রের খবর, গ্রামে করোনা আক্রান্ত হয়ে একেক পর এক মৃত্যু হচ্ছে ৷ গত 10 দিনে 18 জনের মৃত্যু হয়েছে ৷ ফলে ক্রমশ আতঙ্ক গ্রাস করছে গ্রামবাসীদের ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌছেছে হাসপাতালে মিলছে না বেড ৷ তার উপরে গ্রামে হাসপাতালেও সংখ্যাও অনেক কম ৷ ফলে সমস্যা আরও জটিল হয়ে যাচ্ছে ৷ বহু মানুষ চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন ৷ এই অবস্থায় দুই যুবকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রামে ৷
আরও পড়ুন : কোভিড সংকটে বাতিল ব্রিটেন সফর, জি-7-এ ভার্চুয়াল বক্তৃতা দেবেন মোদি