ETV Bharat / bharat

করোনায় প্রয়াত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা

author img

By

Published : May 21, 2021, 5:22 PM IST

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ৷

করোনায় প্রয়াত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা
করোনায় প্রয়াত পরিবেশবিদ সুন্দরলাল বহুগুনা

ঋষিকেশ (উত্তরাখণ্ড), 21 মে : পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা শুক্রবার কোভিড-19 এ মারা গেলেন ৷ তিনি ঋষিকেশের এইমসে ভর্তি ছিলেন ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ তিনি গত 8 মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ মূলত, অক্সিজেনের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ৷ টুইট করে তিনি জানিয়েছেন যে জল, বন ও জমির জন্য এবং মানুষের অধিকারের জন্য বহুগুনা যে আন্দোলন করেছিলেন, তার জন্য তিনি চিরকাল মানুষের মনে থেকে যাবেন ৷

তাঁকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানও দেওয়া হয়েছে ৷ 2009 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন ৷ এর আগে 1986 সালে তাঁকে দেওয়া হয়েছিল জমনলাল বাজাজ পুরস্কার ৷ পরিবেশ রক্ষা নিয়ে আন্দোলনের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয় বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷

উল্লেখ্য, হিমালয় অঞ্চলে বন সংরক্ষণের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন ৷ 1973 সালে শুরু করেন চিপকো আন্দোলন ৷ সেই আন্দোলনের সাফল্যই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল ৷ এছাড়া তিনি তেহরি বাঁধের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছিলেন ৷

আরও পড়ুন : জলে ভরা চোখ, কণ্ঠরুদ্ধ ; ভার্চুয়াল বৈঠকে কেন কেঁদে ফেললেন মোদি ?

তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলে বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

প্রধানমন্ত্রীর টুইট
প্রধানমন্ত্রীর টুইট

ঋষিকেশ (উত্তরাখণ্ড), 21 মে : পরিবেশবিদ এবং চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুনা শুক্রবার কোভিড-19 এ মারা গেলেন ৷ তিনি ঋষিকেশের এইমসে ভর্তি ছিলেন ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ তিনি গত 8 মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ মূলত, অক্সিজেনের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 94 বছর ৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত ৷ টুইট করে তিনি জানিয়েছেন যে জল, বন ও জমির জন্য এবং মানুষের অধিকারের জন্য বহুগুনা যে আন্দোলন করেছিলেন, তার জন্য তিনি চিরকাল মানুষের মনে থেকে যাবেন ৷

তাঁকে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মানও দেওয়া হয়েছে ৷ 2009 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন ৷ এর আগে 1986 সালে তাঁকে দেওয়া হয়েছিল জমনলাল বাজাজ পুরস্কার ৷ পরিবেশ রক্ষা নিয়ে আন্দোলনের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয় বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ৷

উল্লেখ্য, হিমালয় অঞ্চলে বন সংরক্ষণের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন ৷ 1973 সালে শুরু করেন চিপকো আন্দোলন ৷ সেই আন্দোলনের সাফল্যই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল ৷ এছাড়া তিনি তেহরি বাঁধের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছিলেন ৷

আরও পড়ুন : জলে ভরা চোখ, কণ্ঠরুদ্ধ ; ভার্চুয়াল বৈঠকে কেন কেঁদে ফেললেন মোদি ?

তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলে বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

প্রধানমন্ত্রীর টুইট
প্রধানমন্ত্রীর টুইট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.