ETV Bharat / bharat

কুকুর নিয়ে বচসা, ইন্দোরে যুবকের লাথিতে মৃত্যু বৃদ্ধার ! - যুবকের লাথিতে মৃত্যু হল বৃদ্ধের

Quarrel over Dog Barking: কুকুর নিয়ে বিবাদের জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ ৷ যুবকের লাথির আঘাতে মৃত্যু হল 70 বছর বয়সির ৷

Elderly woman kicked to death
যুবকের লাথিতে মৃত্যু বৃদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 8:49 PM IST

ইন্দোর, 24 ডিসেম্বর: কুকুরের নিয়ে বচসার জের ৷ যুবকের লাথিতে মৃত্যু হল বৃদ্ধের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের আজাদ নগর থানা এলাকায় ৷ মৃতের নাম শিলাবাই(70) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠানো হয়েছে । মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে আজাদ নগর থানার আধিকারিকরা ৷ তবে পলাতক অভিযুক্ত রাকেশ ৷ তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

ঘটনার বিষয়ে আজাদ নগর থানার ইনচার্জ নীরজ মীনা জানান, ওই এলাকায় বসবাসকারী বৃদ্ধা শিলাবাইয়ের চার-পাঁচটি কুকুর রয়েছে । রাকেশ ক্যাটারিংয়ে কাজ করেন । তিনি রোজ বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে কাজে যান ৷ প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় কুকুরগুলি চিৎকার করতে থাকে ৷ এতে রাকেশ ক্ষুব্ধ হন ৷ তিনি শীলাবাইকে কুকুরগুলিকে বেঁধে রাখতে বলেন ৷ সেই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এরপর বিবাদ এতটাই বেড়ে যায় যে রাকেশ শীলাবাইয়ের উপর আক্রমণ করে বসেন ৷ রাকেশ শীলাবাইকে মারধর করেন ৷ তাঁর পেটে লাথি মারেন রাকেশ বলে অভিযোগ ৷ যার ফলে বৃদ্ধার মুখ থেকে রক্ত ​​ঝড়তে থাকে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।

রাকেশ তারপরেই সেখানে থেকে পালিয়ে যান ৷ প্রতিবেশীরা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে । তবে এই প্রথম নয়, এর আগেও কুকুর নিয়ে বিবাদের ঘটনা ইন্দোরে বহুবার প্রকাশ্যে এসেছে ।

আরও পড়ুন:

  1. অমানবিক! একদিনের মেয়েকে রাস্তায় ফেলে রাখল বাবা-মা, খুবলে গেল 3টি কুকুর
  2. দেড় ঘণ্টায় নিখোঁজ বালককে খুঁজে বার করল পুলিশ কুকুর, লিও'র চমকে খুশি মায়ানগরী
  3. কুকুর কামড়ালে মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, নির্দেশ হাইকোর্টের

ইন্দোর, 24 ডিসেম্বর: কুকুরের নিয়ে বচসার জের ৷ যুবকের লাথিতে মৃত্যু হল বৃদ্ধের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের আজাদ নগর থানা এলাকায় ৷ মৃতের নাম শিলাবাই(70) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠানো হয়েছে । মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে আজাদ নগর থানার আধিকারিকরা ৷ তবে পলাতক অভিযুক্ত রাকেশ ৷ তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷

ঘটনার বিষয়ে আজাদ নগর থানার ইনচার্জ নীরজ মীনা জানান, ওই এলাকায় বসবাসকারী বৃদ্ধা শিলাবাইয়ের চার-পাঁচটি কুকুর রয়েছে । রাকেশ ক্যাটারিংয়ে কাজ করেন । তিনি রোজ বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে কাজে যান ৷ প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় কুকুরগুলি চিৎকার করতে থাকে ৷ এতে রাকেশ ক্ষুব্ধ হন ৷ তিনি শীলাবাইকে কুকুরগুলিকে বেঁধে রাখতে বলেন ৷ সেই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এরপর বিবাদ এতটাই বেড়ে যায় যে রাকেশ শীলাবাইয়ের উপর আক্রমণ করে বসেন ৷ রাকেশ শীলাবাইকে মারধর করেন ৷ তাঁর পেটে লাথি মারেন রাকেশ বলে অভিযোগ ৷ যার ফলে বৃদ্ধার মুখ থেকে রক্ত ​​ঝড়তে থাকে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।

রাকেশ তারপরেই সেখানে থেকে পালিয়ে যান ৷ প্রতিবেশীরা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে । তবে এই প্রথম নয়, এর আগেও কুকুর নিয়ে বিবাদের ঘটনা ইন্দোরে বহুবার প্রকাশ্যে এসেছে ।

আরও পড়ুন:

  1. অমানবিক! একদিনের মেয়েকে রাস্তায় ফেলে রাখল বাবা-মা, খুবলে গেল 3টি কুকুর
  2. দেড় ঘণ্টায় নিখোঁজ বালককে খুঁজে বার করল পুলিশ কুকুর, লিও'র চমকে খুশি মায়ানগরী
  3. কুকুর কামড়ালে মিলবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ, নির্দেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.