ইন্দোর, 24 ডিসেম্বর: কুকুরের নিয়ে বচসার জের ৷ যুবকের লাথিতে মৃত্যু হল বৃদ্ধের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের আজাদ নগর থানা এলাকায় ৷ মৃতের নাম শিলাবাই(70) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠানো হয়েছে । মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে আজাদ নগর থানার আধিকারিকরা ৷ তবে পলাতক অভিযুক্ত রাকেশ ৷ তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷
ঘটনার বিষয়ে আজাদ নগর থানার ইনচার্জ নীরজ মীনা জানান, ওই এলাকায় বসবাসকারী বৃদ্ধা শিলাবাইয়ের চার-পাঁচটি কুকুর রয়েছে । রাকেশ ক্যাটারিংয়ে কাজ করেন । তিনি রোজ বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে কাজে যান ৷ প্রত্যেকদিন কাজে যাওয়ার সময় কুকুরগুলি চিৎকার করতে থাকে ৷ এতে রাকেশ ক্ষুব্ধ হন ৷ তিনি শীলাবাইকে কুকুরগুলিকে বেঁধে রাখতে বলেন ৷ সেই নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় । এরপর বিবাদ এতটাই বেড়ে যায় যে রাকেশ শীলাবাইয়ের উপর আক্রমণ করে বসেন ৷ রাকেশ শীলাবাইকে মারধর করেন ৷ তাঁর পেটে লাথি মারেন রাকেশ বলে অভিযোগ ৷ যার ফলে বৃদ্ধার মুখ থেকে রক্ত ঝড়তে থাকে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।
রাকেশ তারপরেই সেখানে থেকে পালিয়ে যান ৷ প্রতিবেশীরা বৃদ্ধাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থলে এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য ইন্দোরের এমওয়াই হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে । তবে এই প্রথম নয়, এর আগেও কুকুর নিয়ে বিবাদের ঘটনা ইন্দোরে বহুবার প্রকাশ্যে এসেছে ।
আরও পড়ুন: