হায়দরাবাদ, 11 নভেম্বর: ফের বিপত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় ৷ এবার সেকেন্দ্রাবাদের জনসভায় প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা দেওয়ার সময়, এক মহিলা একটি লাইট টাওয়ারে উঠে যান ৷ তাঁর দাবি, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যই উঁচু লাইট টাওয়ারে উঠেছিলেন ৷ মঞ্চ থেকেই বারবার তাঁকে নীচে নামতে অনুরোধ করতে দেখা গেল খোদ প্রধানমন্ত্রীকে। এমনকী তিনি ওই মহিলাকে আশ্বস্ত করেন যে, তিনি তাঁর কথা শুনবেন ৷ এরপর অবশ্য নিজেই নীচে নেমে আসেন ওই মহিলা ৷
-
#WATCH | Secunderabad, Telangana: During PM Modi's speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
— ANI (@ANI) November 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Secunderabad, Telangana: During PM Modi's speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
— ANI (@ANI) November 11, 2023#WATCH | Secunderabad, Telangana: During PM Modi's speech at public rally, a woman climbs a light tower to speak to him, and he requests her to come down. pic.twitter.com/IlsTOBvSqA
— ANI (@ANI) November 11, 2023
শনিবার সেকেন্দ্রাবাদে জনসভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর আচমকাই মঞ্চের সামনে তৈরি করা অস্থায়ী লাইট টাওয়ার বেয়ে উঠে যেতে দেখা যায় এক মহিলাকে ৷ এই ঘটনা নজর এড়ায়নি খোদ প্রধানমন্ত্রীর ৷ মঞ্চ থেকেই তিনি বার বার ওই মহিলাকে লাইট টাওয়ার থেকে নীচে নামার অনুরোধ করেন ৷ এমনকী প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, যে কোনও মুহূর্তে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বড় দুর্ঘটনা ঘটতে পারে ৷ প্রাথমিকভাবে ওই মহিলা প্রধানমন্ত্রীর কথা না শুনে আরও উপরে উঠতে থাকেন ৷ এরপরই অবস্থা বেগতিক দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন খোদ প্রধানমন্ত্রী ৷
যখন কোনও অবস্থাতেই ওই মহিলাকে বাগে আনা সম্ভব হচ্ছে না, শেষে প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করার চেষ্টা করেন ৷ তিনি ব্যক্তিগতভাবে ওই মহিলার কথা শুনবেন বলেও মঞ্চ থেকে বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে ৷ এরপর অবশ্য নীচে নেমে আসেন ওই মহিলা ৷ এদিন প্রধানমন্ত্রী তেলেঙ্গানা এবং অবিভক্ত অন্ধ্রপ্রদেশের পূর্ববর্তী সরকারগুলিকে তীব্র কটাক্ষ করেন ৷ এরা মাদিগা সম্প্রদায়ের অধিকার বিবেচনা করতে ব্যর্থ হয়েছে বলেও কটাক্ষ করেন মোদি ৷ বিধানসভা নির্বাচনের আগে সেকেন্দ্রাবাদে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদিও দরিদ্রদের জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর দলের প্রতিশ্রুতিগুলিকে ফের একবার মনে করিয়ে দিয়েছেন ৷
প্রধানমন্ত্রী বলেন, "মাদিগা সম্প্রদায়ের মানুষ আমি এখানে আপনাদের কাছে কিছু চাইতে আসিনি ৷ আমি এখানে এসেছি স্বাধীনতার পর থেকে রাজনৈতিক নেতা ও রাজনৈতিক দলগুলোর অতীত কর্মের প্রায়শ্চিত্তের জন্য ৷ যারা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর ফাঁকি দিয়েছে। আমি রাজনীতির সঙ্গে জড়িত, তাই আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ৷ আপনারা দেশে অনেক সরকার দেখেছেন। আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে বঞ্চিতদের প্রাধান্য দেওয়া। বিজেপির মন্ত্র হল, 'সবকা সাথ, সবকা বিকাশ' ৷" প্রধানমন্ত্রী হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ডের সমাবেশে আরও জানান, যে তাঁর দল শ্রী গুররাম যশুভা এবং তাঁর সামাজিক ন্যায়বিচারের কাজগুলিকে অনুপ্রেরণা বলে মনে করে। তাঁর কথায়, "আমরা সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শ্রী গুররাম যশুভাকে বিবেচনা করি এবং তার সামাজিক ন্যায়বিচারের কাজ আমাদের অনুপ্রেরণা। তাঁর সাহিত্যে, তিনি একজন দলিত ভাইকে চিত্রিত করেছেন যিনি বাবা বিশ্বনাথের সঙ্গে তার দুর্দশা ভাগ করে নিয়েছিলেন ৷" (এএনআই)
আরও পড়ুন:
গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গান
বিনামূল্যে শিক্ষা, 450 টাকায় রান্নার গ্যাস; মধ্যপ্রদেশ ভোটের ইস্তেহারে কল্পতরু বিজেপি