ETV Bharat / bharat

Dress Codes in Nagpur Temples: ছোট পোশাকে প্রবেশে নিষেধাজ্ঞা, নাগপুরে 25টি মন্দিরে চালু পোশাকবিধি - নাগপুরে 25টি মন্দিরে পোশাকবিধি চালু

মন্দিরে প্রবেশ করতে হলে মানতে হবে পোশাকবিধি ৷ নাগপুরের 25টি মন্দিরে চালু হয়েছে এমনই নিয়ম ৷ সেখানে ছোট পোশাক পরে প্রবেশ করা যাবে না বলে মন্দিরগুলির ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৷ এমনকী আগামী দিনে মহারাষ্ট্রের 300-র বেশি মন্দিরে সেই নিয়ম লাগু করার উদ্যোগ নেবে নাগপুর মন্দির ফেডেরেশন ৷

Dress Codes in Nagpur Temples ETV BHARAT
Dress Codes in Nagpur Temples
author img

By

Published : May 27, 2023, 2:14 PM IST

নাগপুর, 27 মে: শালীনতা বজায় রাখতে মন্দিরে ছোট পোশাক পরে ঢোকা যাবে না ৷ এমনই নিয়ম চালু করা হল, মহারাষ্ট্রের নাগপুরের 25টি মন্দিরে ৷ সেই সূত্রে চালু হয়েছে নির্দিষ্ট পোশাকবিধি ৷ কেউ ছোট পোশাক পরে এলে তাঁকে মন্দিরের বাইরেই আটকে দেওয়ার কথা জানানো হয়েছে ৷ মন্দির ট্রাস্টের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, শুধু নাগপুর নয়, মহারাষ্ট্রের তিনশোর বেশি মন্দিরে এই পোশাকবিধি চালু করার জন্য নাগপুর মন্দির ফেডেরেশনের তরফে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

কয়েকদিন আগে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধির নিয়ম প্রথম লাগু করা হয় নাগপুরের তুলজাপুরের একটি মন্দিরে ৷ সেই মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রধান হলেন একজন সরকারি আধিকারিক ৷ সেই মতো ট্রাস্টি বোর্ড নিয়মলাগু করে ৷ কিন্তু, এই সিদ্ধান্ত লাগু করাটা খুবই দুর্ভাগ্যজনক বলে মনে করেন ট্রাস্টি বোর্ডের প্রধান সুনীল ঘনওয়াত ৷ তাঁর মতে, মন্দিরের মতো পবিত্র জায়গায় মানুষের উচিত ঠিকঠাক পোশাক পরিধান করা ৷ কিন্তু, এটা মানুষকে বোঝাতে হচ্ছে সেটাই দুর্ভাগ্যের ৷

আরও পড়ুন: মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতি দেখার জন্য রাত 12টা থেকে লাইন দেন ভক্তরা

ইতিমধ্যেই, নাগপুরের 4টি মন্দিরে পোশাকবিধি লাগু করা হয়েছে ৷ তবে, ছোট পোশাক পরে এলে দর্শনার্থীদের একেবারে বের করে দেওয়া হচ্ছে না ৷ মন্দিরের বাইরে কাউন্টার খোলা হয়েছে ৷ কেউ ছোট পোশাক পরে মন্দিরে এলে, তাঁদের সেই কাউন্টার থেকে একটি পোশাক দেওয়া হবে ৷ সেই পোশাক পরে ভিতরে প্রবেশ করতে পারবেন ভক্তরা ৷ এমনকী অন্যান্য ভক্তদের এমনও নির্দেশ দেওয়া হচ্ছে যে, মন্দিরে প্রবেশের সময় নিজেদের পুরোপুরি ঢেকে নিতে হবে ৷ উল্লেখ্য, জ্যোতিরলিঙ্গ, গিরিনেশ্বর, মহাকালেশ্বর পদ্মনাথ স্বামী মন্দিরে বহু বছর ধরে পোশাকবিধি চালু রয়েছে ৷ তবে, এই মন্দিরগুলিতে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে পোশাকবিধি রয়েছে ৷ এমনকি মঙ্গলা মন্দিরেও বহুবছর ধরে নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে ৷

নাগপুর, 27 মে: শালীনতা বজায় রাখতে মন্দিরে ছোট পোশাক পরে ঢোকা যাবে না ৷ এমনই নিয়ম চালু করা হল, মহারাষ্ট্রের নাগপুরের 25টি মন্দিরে ৷ সেই সূত্রে চালু হয়েছে নির্দিষ্ট পোশাকবিধি ৷ কেউ ছোট পোশাক পরে এলে তাঁকে মন্দিরের বাইরেই আটকে দেওয়ার কথা জানানো হয়েছে ৷ মন্দির ট্রাস্টের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে, শুধু নাগপুর নয়, মহারাষ্ট্রের তিনশোর বেশি মন্দিরে এই পোশাকবিধি চালু করার জন্য নাগপুর মন্দির ফেডেরেশনের তরফে উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

কয়েকদিন আগে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধির নিয়ম প্রথম লাগু করা হয় নাগপুরের তুলজাপুরের একটি মন্দিরে ৷ সেই মন্দিরের ট্রাস্টি বোর্ডের প্রধান হলেন একজন সরকারি আধিকারিক ৷ সেই মতো ট্রাস্টি বোর্ড নিয়মলাগু করে ৷ কিন্তু, এই সিদ্ধান্ত লাগু করাটা খুবই দুর্ভাগ্যজনক বলে মনে করেন ট্রাস্টি বোর্ডের প্রধান সুনীল ঘনওয়াত ৷ তাঁর মতে, মন্দিরের মতো পবিত্র জায়গায় মানুষের উচিত ঠিকঠাক পোশাক পরিধান করা ৷ কিন্তু, এটা মানুষকে বোঝাতে হচ্ছে সেটাই দুর্ভাগ্যের ৷

আরও পড়ুন: মহাকালেশ্বর মন্দিরে ভস্মারতি দেখার জন্য রাত 12টা থেকে লাইন দেন ভক্তরা

ইতিমধ্যেই, নাগপুরের 4টি মন্দিরে পোশাকবিধি লাগু করা হয়েছে ৷ তবে, ছোট পোশাক পরে এলে দর্শনার্থীদের একেবারে বের করে দেওয়া হচ্ছে না ৷ মন্দিরের বাইরে কাউন্টার খোলা হয়েছে ৷ কেউ ছোট পোশাক পরে মন্দিরে এলে, তাঁদের সেই কাউন্টার থেকে একটি পোশাক দেওয়া হবে ৷ সেই পোশাক পরে ভিতরে প্রবেশ করতে পারবেন ভক্তরা ৷ এমনকী অন্যান্য ভক্তদের এমনও নির্দেশ দেওয়া হচ্ছে যে, মন্দিরে প্রবেশের সময় নিজেদের পুরোপুরি ঢেকে নিতে হবে ৷ উল্লেখ্য, জ্যোতিরলিঙ্গ, গিরিনেশ্বর, মহাকালেশ্বর পদ্মনাথ স্বামী মন্দিরে বহু বছর ধরে পোশাকবিধি চালু রয়েছে ৷ তবে, এই মন্দিরগুলিতে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে পোশাকবিধি রয়েছে ৷ এমনকি মঙ্গলা মন্দিরেও বহুবছর ধরে নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.