কলকাতা, 20 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরই বড় ঘোষণা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ৷ রাজ্য বিজেপি-র সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে ৷ তাঁর জায়গায় আজ থেকেই বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ নিজের উত্তরসূরিকে টুইটারে অভিনন্দন জানালেন দিলীপবাবু ৷
সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদ । সোমবার রাজ্য বিজেপি-র সাংগঠনিক বদলের কথা সরকারিভাবে ঘোষণা করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি ৷ তবে রাজ্য সভাপতির পদ থেকে সরলেও সর্বভারতীয় স্তরে বড় পদ পেলেন দিলীপ ঘোষ ৷ তাঁকে বিজেপি-র সর্বভারতীয় সহসভাপতির পদে বসানো হল ৷
তবে পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ ছিল 2023 সালের জানুয়ারি মাস পর্যন্ত। কিন্তু তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে গত মাসেই আলোচনা হয়েছিল সর্বভারতীয় স্তরে ৷ শোনা গিয়েছিল, জেপি নাড্ডার কাছে পশ্চিমবঙ্গ বিজেপি-র সভাপিত হিসেবে নিজের উত্তরসূরি হিসেবে সুকান্ত মজুমদারের নাম সুপারিশ করেছিলেন দিলীপবাবু ৷ কার্যত দিলীপ ঘোষের সুপারিশ মেনেই এদিন রাজ্যা বিজেপির সভাপতি পদে বসানো হল বালুরঘাটের সাংসদকে ৷
-
ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (@DilipGhoshBJP) September 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (@DilipGhoshBJP) September 20, 2021ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (@DilipGhoshBJP) September 20, 2021
নাড্ডার এই ঘোষণার পরই দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷
-
Heartiest congratulations to both Shri @DilipGhoshBJP for being appointed as National Vice President of @BJP4India & Shri @DrSukantaMajum1 for being appointed as President of @BJP4Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
I wish them very best & believe that both would give their best to strengthen the Party.
">Heartiest congratulations to both Shri @DilipGhoshBJP for being appointed as National Vice President of @BJP4India & Shri @DrSukantaMajum1 for being appointed as President of @BJP4Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021
I wish them very best & believe that both would give their best to strengthen the Party.Heartiest congratulations to both Shri @DilipGhoshBJP for being appointed as National Vice President of @BJP4India & Shri @DrSukantaMajum1 for being appointed as President of @BJP4Bengal.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021
I wish them very best & believe that both would give their best to strengthen the Party.
রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক তাপস রায় ৷ এটি বিজেপি-র অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যান তৃণমূল নেতা ৷