নয়াদিল্লি, 26 মে : গত 24 ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন 1491 জন ৷ গত ন’সপ্তাহের তুলনায় যে সংক্রমণের হার 2 থেকে 1.93 শতাংশ কমেছে ৷ প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্য়ান অনুযায়ী, সংক্রমণের হার যদি 5 শতাংশের নিচে হয়, তবে তা নিরাপদ বলে বিবেচিত হবে ৷ দিল্লিতে গত 24 ঘণ্টায় 1491 জন সংক্রমিত হওয়ার পাশাপাশি, 130 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ যে পরিসংখ্যান 15 এপ্রিলের পর থেকে রাজধানীতে সবচেয়ে কম ৷
অন্যদিকে, লাগাতার 4 দিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা 2 হাজারের নিচে নেমেছে ৷ বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের হারের এই পতনের আসল কারণ রাজধানী দিল্লিতে চলা লকডাউন ৷ দিল্লির বাসিন্দারা লকডাউনে বাড়ি থেকে বেরচ্ছেন না বলেই, সংক্রমণ অনেকটাই কমেছে ৷ প্রসঙ্গত, 23 মে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লকডাউন 31 মে ভোর 5টা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন ৷
আরও পড়ুন : কাজে দিচ্ছে লকডাউন, দৈনিক সংক্রমণ নামল 2 লাখের নিচে
দিল্লিতে গত 24 ঘণ্টায় 77 হাজার 103টি করোনার সোয়াবের স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত দিল্লিতে 1 কোটি 89 লক্ষ 39 হাজার 206 জনের করোনা পরীক্ষা হয়েছে ৷ দিল্লিতে বর্তমানে করোনা থেকে সুস্থতার হার 96.98 শতাংশ ৷