ETV Bharat / bharat

Noida Serial Murder Case : নিঠারি হত্য়া মামলায় সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দিল আদালত

নিঠারি হত্য়া মামলায় গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত বৃহস্পতিবার সাজা ঘোষণা করে (Noida Serial Murder Case )। ভৃত্য সুরেন্দ্র কোলি এবং মনিন্দর সিং পান্ধেরের শাস্তি ঘোষণা করেছে আদালত ।

Noida Serial Murders
নিঠারি হত্য়া মামলায় সাজা ঘোষণা
author img

By

Published : May 19, 2022, 6:53 PM IST

নয়াদিল্লি, 19 মে : নিঠারি হত্যা মামলা ৷ শুনলেই পিলে চমকে ওঠার মতো ৷ 2006 সালে নিঠারি হত্যা মামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে । যেখানে মনিন্দর সিং পান্ধেরের বাড়ির একটি নর্দমায় একাধিক শিশু ও মহিলার হাড়গোড় পেয়েছিল পুলিশ । সেই নিঠারি হত্য়া মামলার রায় ঘোষণা হল বৃহস্পতিবার (Noida Serial Murder Case ) ৷ গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত বৃহস্পতিবার সাজা ঘোষণা করে । ভৃত্য সুরেন্দ্র কোলি এবং মনিন্দর সিং পান্ধেরের শাস্তি ঘোষণা করেছে আদালত । মূলত এই ঘটনার 14 তম মামলায় ভৃত্য সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ পান্ধেরকে এই 14তম মামলায় অনৈতিকভাবে পতিতাবৃত্তির জন্য দোষী বিবেচনা করে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷

আসামিপক্ষের আইনজীবী এদিন জানান, মামলার রায় এসেছে । এই মামলা থেকে পুরো নিঠারি ঘটনায় কি হয়েছিল তা ফাঁস হয়েছে ৷ এই মামলায় পরিচারক সুরেন্দ্র কোলিকে 364 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 376 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 302 ধারায় মৃত্যুদণ্ড এবং অন্যান্য মামলায় সাজা ঘোষণা করা হয়েছে । এছাড়াও দ্বিতীয় দোষী মনিন্দর সিং পান্ধেরকে অনৈতিকভাবে দেহ ব্য়বসা সংক্রান্ত মামলায় 2 বছর এবং 5 ধারায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Kultali Woman Death : পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক মৃতার স্বামী ও শাশুড়ি

তিনি আরও জানান, নিঠারি মামলায় 16টি মামলা দায়ের করা হয়েছিল । এর মধ্যে সুরেন্দ্র কোলি 14টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে ৷ মনিন্দর সিং পান্ধেরের বিরুদ্ধে নথিভুক্ত হওয়া 7টি মামলার মধ্যে দুটিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ।

নিঠারি হত্য়া মামলায় সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দিল আদালত

নিঠারি মামলায় সিবিআই এর পক্ষ থেকে মোট 17টি মামলা নথিভুক্ত করা হয়েছিল । এর মধ্যে 16টির বিচার শুরু হয়েছে । সুরেন্দ্র কোলিকে 12টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । 2009 সালের 13 ফেব্রুয়ারি সুরেন্দ্র কোলিকে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড দেওয়া হয় । বর্তমানে পান্ধের এবং কোলি গাজিয়াবাদের ডাসনা জেলে বন্দি । 14 তম মামলা একটি মহিলা সম্পর্কিত ৷ যিনি রহস্য়জনকভাবে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন । এই ঘটনায় অপহরণের মামলা হয়েছে । সুরেন্দ্র কোলির কাছ থেকে উদ্ধার করা হয় ওই তরুণীর মোবাইল ফোন । এরপর পান্ধেরের সন্ধান পেয়ে ডি-5 কোঠির একটি ড্রেন থেকে তরুণীর দেহ উদ্ধার হয় । পরে দেহ ময়না তদন্তে পাঠানো হলে ডিএনএ পরীক্ষার পর মেয়েটিকে শনাক্ত করা হয় ।

প্রসঙ্গত, 2006 সালে নিঠারি হত্যা রহস্য় গোটা দেশের সামনে আসে । পান্ধেরের একটি বাড়ির নর্দমায় থেকে একাধিক শিশু ও মহিলার হাড়গোড় পেয়েছিল পুলিশ । ঘটনার পর পর তদন্তে নেমে সিবিআই জানতে পারে, বিভিন্নভাবে নানা অছিলায় পান্ধেরের ওই বাড়িতে যুবতী ও শিশুদের নিয়ে যাওয়া হত । এরপরই তাঁদের ধর্ষণ করে খুন করা হয়েছে ।

নয়াদিল্লি, 19 মে : নিঠারি হত্যা মামলা ৷ শুনলেই পিলে চমকে ওঠার মতো ৷ 2006 সালে নিঠারি হত্যা মামলা স্তম্ভিত করে দিয়েছিল গোটা দেশকে । যেখানে মনিন্দর সিং পান্ধেরের বাড়ির একটি নর্দমায় একাধিক শিশু ও মহিলার হাড়গোড় পেয়েছিল পুলিশ । সেই নিঠারি হত্য়া মামলার রায় ঘোষণা হল বৃহস্পতিবার (Noida Serial Murder Case ) ৷ গাজিয়াবাদের বিশেষ সিবিআই আদালত বৃহস্পতিবার সাজা ঘোষণা করে । ভৃত্য সুরেন্দ্র কোলি এবং মনিন্দর সিং পান্ধেরের শাস্তি ঘোষণা করেছে আদালত । মূলত এই ঘটনার 14 তম মামলায় ভৃত্য সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ পান্ধেরকে এই 14তম মামলায় অনৈতিকভাবে পতিতাবৃত্তির জন্য দোষী বিবেচনা করে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ৷

আসামিপক্ষের আইনজীবী এদিন জানান, মামলার রায় এসেছে । এই মামলা থেকে পুরো নিঠারি ঘটনায় কি হয়েছিল তা ফাঁস হয়েছে ৷ এই মামলায় পরিচারক সুরেন্দ্র কোলিকে 364 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, 376 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 302 ধারায় মৃত্যুদণ্ড এবং অন্যান্য মামলায় সাজা ঘোষণা করা হয়েছে । এছাড়াও দ্বিতীয় দোষী মনিন্দর সিং পান্ধেরকে অনৈতিকভাবে দেহ ব্য়বসা সংক্রান্ত মামলায় 2 বছর এবং 5 ধারায় 7 বছরের সাজা দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Kultali Woman Death : পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ, আটক মৃতার স্বামী ও শাশুড়ি

তিনি আরও জানান, নিঠারি মামলায় 16টি মামলা দায়ের করা হয়েছিল । এর মধ্যে সুরেন্দ্র কোলি 14টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে ৷ মনিন্দর সিং পান্ধেরের বিরুদ্ধে নথিভুক্ত হওয়া 7টি মামলার মধ্যে দুটিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত ।

নিঠারি হত্য়া মামলায় সুরেন্দ্র কোলিকে মৃত্যুদণ্ড দিল আদালত

নিঠারি মামলায় সিবিআই এর পক্ষ থেকে মোট 17টি মামলা নথিভুক্ত করা হয়েছিল । এর মধ্যে 16টির বিচার শুরু হয়েছে । সুরেন্দ্র কোলিকে 12টি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । 2009 সালের 13 ফেব্রুয়ারি সুরেন্দ্র কোলিকে প্রথমবারের মতো মৃত্যুদণ্ড দেওয়া হয় । বর্তমানে পান্ধের এবং কোলি গাজিয়াবাদের ডাসনা জেলে বন্দি । 14 তম মামলা একটি মহিলা সম্পর্কিত ৷ যিনি রহস্য়জনকভাবে বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন । এই ঘটনায় অপহরণের মামলা হয়েছে । সুরেন্দ্র কোলির কাছ থেকে উদ্ধার করা হয় ওই তরুণীর মোবাইল ফোন । এরপর পান্ধেরের সন্ধান পেয়ে ডি-5 কোঠির একটি ড্রেন থেকে তরুণীর দেহ উদ্ধার হয় । পরে দেহ ময়না তদন্তে পাঠানো হলে ডিএনএ পরীক্ষার পর মেয়েটিকে শনাক্ত করা হয় ।

প্রসঙ্গত, 2006 সালে নিঠারি হত্যা রহস্য় গোটা দেশের সামনে আসে । পান্ধেরের একটি বাড়ির নর্দমায় থেকে একাধিক শিশু ও মহিলার হাড়গোড় পেয়েছিল পুলিশ । ঘটনার পর পর তদন্তে নেমে সিবিআই জানতে পারে, বিভিন্নভাবে নানা অছিলায় পান্ধেরের ওই বাড়িতে যুবতী ও শিশুদের নিয়ে যাওয়া হত । এরপরই তাঁদের ধর্ষণ করে খুন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.