ETV Bharat / bharat

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে ৷ এই অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকা হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির

করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির
করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির
author img

By

Published : May 8, 2021, 2:08 PM IST

নয়াদিল্লি, 8 মে : দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে ৷ রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন ৷ এই পরিস্থিতি নিয়ে দলের অন্দরে আলোচনা করতে চায় কংগ্রেস ৷ সেই কারণে আগামী সোমবার, 10 মে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷

গত মাস দেড়েক ধরে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে ৷ গতবারের থেকে এবারের সংক্রমণের ব্যাপকতা অনেক বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ সামগ্রিক পরিস্থিতি দেখেও সেটা মনে হচ্ছে ৷ কারণ, এবার অক্সিজেন, ওষুধের হাহাকার চলছে চারিদিকে ৷ বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর ৷

এই অবস্থায় কেন্দ্রের মোদি সরকার করোনা সংকট সামলাতে ব্যর্থ বলে বারবার অভিযোগ করছে কংগ্রেস ৷ কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি প্রায় রোজই টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তোপ দাগছেন ৷

রাজনৈতিক মহলের মত, এবার সেই আক্রমণের ধার আরও বাড়াতে চায় কংগ্রেস ৷ সেই কারণেই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকছে কংগ্রেস ৷ সেখানে করোনা পরিস্থিতি নিয়ে সামগ্রিক আলোচনা করে কেন্দ্রের মোদি সরকারের ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরার পরিকল্পনা করা হবে ৷

তবে কংগ্রেসের অন্দরের একটি অংশের মত, এবার করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হেল্পলাইন চালু করেছে কংগ্রেস ৷ কেন্দ্রীয় ভাবে যেমন বিষয়টি দেখাশোনা করা হচ্ছে ৷ তেমনই বিভিন্ন প্রদেশ কংগ্রেস নেতৃত্বও বিষয়টি দেখছে ৷ সেই বিষয়টি আগামিদিনে আরও ভালো ভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে ৷

এদিকে গত শুক্রবারই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আরও একবার তোপ দেগেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷ মৌলিক দায়িত্ব পালন করছে না ৷

তিনি করোনা পরিস্থিতি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেছেন সরকারের কাছে ৷ একই সঙ্গে এই প্যানডেমিকের বিরুদ্ধে আরও ভালো ভাবে লড়াই করার জন্য সংসদের স্থায়ী কমিটির বৈঠক ডাকার দাবিও করেছেন সোনিয়া গান্ধি ৷

আরও পড়ুন : কোভিড ভ্যাকসিনে বাজেটের সামান্য ব্যবহার

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে তিনি দাবি করেন যে দেশ এখন এমন এক রাজনৈতিক নেতৃত্বের হাতে রয়েছে যারা মানুষের প্রতি সংবেদনশীল নয় ৷ তাঁর মতে, করোনার বিরুদ্ধে লড়াই গোটা দেশকে ঐকবদ্ধ হয়ে লড়তে হবে ৷ এই লড়াইটা দেশবাসীর সঙ্গে করোনার৷ সরকারের সঙ্গে দেশবাসীর নয় ৷

নয়াদিল্লি, 8 মে : দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে ৷ রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন ৷ এই পরিস্থিতি নিয়ে দলের অন্দরে আলোচনা করতে চায় কংগ্রেস ৷ সেই কারণে আগামী সোমবার, 10 মে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ৷

গত মাস দেড়েক ধরে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে ৷ গতবারের থেকে এবারের সংক্রমণের ব্যাপকতা অনেক বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ সামগ্রিক পরিস্থিতি দেখেও সেটা মনে হচ্ছে ৷ কারণ, এবার অক্সিজেন, ওষুধের হাহাকার চলছে চারিদিকে ৷ বেশ কয়েকটি রাজ্যের পরিস্থিতি ভয়ঙ্কর ৷

এই অবস্থায় কেন্দ্রের মোদি সরকার করোনা সংকট সামলাতে ব্যর্থ বলে বারবার অভিযোগ করছে কংগ্রেস ৷ কংগ্রেস সাংসদ তথা দলের প্রাক্তন সভাপতি প্রায় রোজই টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তোপ দাগছেন ৷

রাজনৈতিক মহলের মত, এবার সেই আক্রমণের ধার আরও বাড়াতে চায় কংগ্রেস ৷ সেই কারণেই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকছে কংগ্রেস ৷ সেখানে করোনা পরিস্থিতি নিয়ে সামগ্রিক আলোচনা করে কেন্দ্রের মোদি সরকারের ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরার পরিকল্পনা করা হবে ৷

তবে কংগ্রেসের অন্দরের একটি অংশের মত, এবার করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে হেল্পলাইন চালু করেছে কংগ্রেস ৷ কেন্দ্রীয় ভাবে যেমন বিষয়টি দেখাশোনা করা হচ্ছে ৷ তেমনই বিভিন্ন প্রদেশ কংগ্রেস নেতৃত্বও বিষয়টি দেখছে ৷ সেই বিষয়টি আগামিদিনে আরও ভালো ভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে ৷

এদিকে গত শুক্রবারই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে আরও একবার তোপ দেগেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার করোনা সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷ মৌলিক দায়িত্ব পালন করছে না ৷

তিনি করোনা পরিস্থিতি সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেছেন সরকারের কাছে ৷ একই সঙ্গে এই প্যানডেমিকের বিরুদ্ধে আরও ভালো ভাবে লড়াই করার জন্য সংসদের স্থায়ী কমিটির বৈঠক ডাকার দাবিও করেছেন সোনিয়া গান্ধি ৷

আরও পড়ুন : কোভিড ভ্যাকসিনে বাজেটের সামান্য ব্যবহার

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে তিনি দাবি করেন যে দেশ এখন এমন এক রাজনৈতিক নেতৃত্বের হাতে রয়েছে যারা মানুষের প্রতি সংবেদনশীল নয় ৷ তাঁর মতে, করোনার বিরুদ্ধে লড়াই গোটা দেশকে ঐকবদ্ধ হয়ে লড়তে হবে ৷ এই লড়াইটা দেশবাসীর সঙ্গে করোনার৷ সরকারের সঙ্গে দেশবাসীর নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.