ETV Bharat / bharat

ডিজি-আইজি সম্মেলনে ভুবনেশ্বরে জারি হাই-অ্যালার্ট, নো-ফ্লাই জোন ঘোষণা - DG IG CONFERENCE

ভুবনেশ্বরে সর্বভারতীয় ডিজি-আইজি'র 59তম সম্মেলনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে ওড়িশা পুলিশ ৷

DG IG CONFERENCE
ভুবনেশ্বরে জারি হাই অ্যালার্ট (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 9:49 PM IST

ভুবনেশ্বর, 28 নভেম্বর: ভুবনেশ্বরে 29 নভেম্বর থেকে শুরু হওয়া তিনদিনের সর্বভারতীয় ডিজি-আইজি সম্মেলনের আগে যে কোনও সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওড়িশা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানী ভুবনেশ্বরের বেশ কয়েকটি এলাকাকে নো-ফ্লাই এবং নো-ড্রোন জোন হিসাবে ইতিমধ্যোই ঘোষণা করেছে ওড়িশা পুলিশ ৷ এখানেই 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় আইজি-ডিজি সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

নো-ফ্লাই এবং নো-ড্রোন জোন

বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, রাজভবন এলাকা, অনুষ্ঠানের স্থান লোক সেবা ভবন, মৈত্রীবিহারের আইপিএস মেস এবং বিপিআইএ থেকে রাজভবনের রুট এবং রাজভবন থেকে লোক সেবা ভবন, সব এলাকাকেই নো-ফ্লাই জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী সফরের সময় ভুবনেশ্বরের লোক সেবা ভবনের মেসকে নো-ড্রোন এবং নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

বৈঠক ব্যাহত করার জন্য খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুর তরফে দেওয়া হুমকি সম্পর্কে পুলিশ কমিশনার সুরেশ দেবদত্ত সিং বলেন, "আমি নির্দিষ্ট ভিডিয়ো নিয়ে মন্তব্য করব না। সব ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে । আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত। যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি ৷ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

নিরাপত্তা ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, রাজ্য পুলিশের প্রায় 72 প্লাটুন এবং কেন্দ্রীয় বাহিনীর 12 কোম্পানি, মোট 108 প্লাটুন ফোর্স নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। ভুবনেশ্বরেও হাই-অ্যালার্টে জারি করা হয়েছে ৷ পুলিশ বিমানবন্দর, বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন-সহ বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসগুলিতে কড়া নজরদারি চলছে। দেশবিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ বাহিনী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । পাশাপাশি, ডি-স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডও সতর্ক রয়েছে ৷ পুলিশ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে ।

ভুবনেশ্বর, 28 নভেম্বর: ভুবনেশ্বরে 29 নভেম্বর থেকে শুরু হওয়া তিনদিনের সর্বভারতীয় ডিজি-আইজি সম্মেলনের আগে যে কোনও সম্ভাব্য হুমকি মোকাবেলায় ওড়িশা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে। জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

রাজধানী ভুবনেশ্বরের বেশ কয়েকটি এলাকাকে নো-ফ্লাই এবং নো-ড্রোন জোন হিসাবে ইতিমধ্যোই ঘোষণা করেছে ওড়িশা পুলিশ ৷ এখানেই 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় আইজি-ডিজি সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে।

নো-ফ্লাই এবং নো-ড্রোন জোন

বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, রাজভবন এলাকা, অনুষ্ঠানের স্থান লোক সেবা ভবন, মৈত্রীবিহারের আইপিএস মেস এবং বিপিআইএ থেকে রাজভবনের রুট এবং রাজভবন থেকে লোক সেবা ভবন, সব এলাকাকেই নো-ফ্লাই জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রধানমন্ত্রী সফরের সময় ভুবনেশ্বরের লোক সেবা ভবনের মেসকে নো-ড্রোন এবং নো-ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

বৈঠক ব্যাহত করার জন্য খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুর তরফে দেওয়া হুমকি সম্পর্কে পুলিশ কমিশনার সুরেশ দেবদত্ত সিং বলেন, "আমি নির্দিষ্ট ভিডিয়ো নিয়ে মন্তব্য করব না। সব ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে । আমরা নিরাপত্তা দিতে প্রস্তুত। যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি ৷ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

নিরাপত্তা ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, রাজ্য পুলিশের প্রায় 72 প্লাটুন এবং কেন্দ্রীয় বাহিনীর 12 কোম্পানি, মোট 108 প্লাটুন ফোর্স নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। ভুবনেশ্বরেও হাই-অ্যালার্টে জারি করা হয়েছে ৷ পুলিশ বিমানবন্দর, বাসস্ট্যান্ড এবং রেলস্টেশন-সহ বিভিন্ন হোটেল এবং গেস্ট হাউসগুলিতে কড়া নজরদারি চলছে। দেশবিরোধী তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ বাহিনী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । পাশাপাশি, ডি-স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডও সতর্ক রয়েছে ৷ পুলিশ যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.