হায়দরাবাদ, 29 অক্টোবর: ক্রেডিট স্কোরের (Credit Score) উপর নির্ভর করে আপনার প্রোফাইলের মৌলিক বিশ্বাসযোগ্যতা ৷ যেটি শুধুমাত্র একটি নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনার যোগ্যতাই নয়, বরং আপনি কতটা আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ তাও তুলে ধরে । এছাড়াও এর মাধ্যমে বোঝা যায় আপনি সঠিক সময়ে আপনার লোন শোধ করছেন কি না ৷
ফলে আপনার ক্রেডিট স্কোর বলে দেবে আপনি নতুন লোন নেওয়ার ক্ষেত্রে কতটা যোগ্য ৷ আর এই সবকিছুই ক্রেডিট রিপোর্টের ওপর চোখ রাখলেই বোঝা যাবে ৷ এটি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত আর্থিক লেনদেনের খতিয়ান (Financial Habits) দিয়ে দেবে ৷
যদি আপনার ক্রেডিট স্কোর কম থাকে, তাহলে আগে থেকেই সতর্ক হন ৷ সময় থাকতে সমস্ত যথাযোগ্য ব্যবস্থা বা উপায় অবলম্বন করে সেটাকে ঠিক করার চেষ্টা করুন ৷ নইলে পরবর্তীকালে লোনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে ৷
ভালো ক্রেডিট স্কোর শুধুমাত্র আপনাকে নতুন লোন নিতে সাহায্য করবে তাই না, বরং সামগ্রিক আর্থিক স্বস্তি দেবে ৷ নতুন লোনের ক্ষেত্রে ঋণদাতা আপনার সিআইবিআইএল (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড) স্কোর দেখবে ৷ যদি লোনটি পাশ হয়ে যায় তার মানে আপনার আর্থিক প্রোফাইলের উপর সংশ্লিষ্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ভরসা রয়েছে ৷
যতক্ষণ আপনি সময়ে লোনের ইএমআই এবং ক্রেডির্ট কার্ড বিল দিচ্ছেন ততক্ষণ আপনার আর্থিক প্রোফাইলে কোনও সমস্যা নেই ৷ হয়তো আপনি উৎসবের সময় কোনও লোন নিয়েছেন বড় কিছু কিনতে, সেটা সময়ে পরিশোধ করলেই ভালো ৷ ইএমআই দেরিতে দিলে সেক্ষেত্রে পরবর্তীকালে লোন নেওয়ার সময় আপনাকে অসুবিধায় পড়তে হতে পারে ৷ এজন্য যখন আপনি কোনও লোন নেবেন আপনার পরিশোধ করার ক্ষমতার উপর বিবেচনা করে নিলে ভালো হয় ৷ সেক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী লোন নিলে ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করতে সুবিধা হবে ৷
আরও পড়ুন: সহজে ক্রেডিট কার্ড, এক ফোনেই লোন! ফাঁদ কি না বুঝে নিন সময় থাকতে
লোন পরিশোধের ক্ষেত্রে কোনওরকম দ্বিচারিতায় ভুগলে হবে না ৷ এর জন্য কখনই লোনের ইএমআই যেন আপনার আয়ের 40 শতাংশের বেশি না হয় ৷ নইলে পরে ইএমআই দিতে সমস্যা হতে পারে ৷ এছাড়াও আপনি যদি আগে থেকে দুমাসের ইএমআই ব্যাংকে রেখে দেন ৷ সেক্ষেত্রে কোনও মাসে ইএমআই না দিতে পারলে সেখান থেকে কেঁটে নেবে ৷ এর ফলে ঋণ পরিশোধে সমস্যার সম্মুখীন হতে হবে না ৷ সময়ে আপনার ইএমআই জমা পড়বে ব্যাংকে ৷ এভাবেই আপনি ক্রেডিট স্কোর ভালো রাখতে পারবেন ৷